Jio Vs Voda Vs Airtel: ভোডাফোন আইডিয়া নিয়ে এসেছে 365 টাকার একটি দুর্দান্ত প্ল্যান। এই প্ল্যানে আপনি পেয়ে যান আনলিমিটেড ডেটার সুবিধা।
ভারতের তৃতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি ভোডাফোন আইডিয়া তাদের পোর্টফোলিওতে দুর্দান্ত একটি প্ল্যান নিয়ে এসেছে। নয়া এই প্ল্যানেই ঘুম উড়েছে রিলায়েন্স জিও এবং এয়ারটেলের। এই প্ল্যানের দাম 365 টাকা, এই প্ল্যানে গ্রাহকরা পাবেন 'আনলিমিটেড' ডেটা।
এক ঝলসে দেখে নিন 365 টাকার প্ল্যানে কী কী সুবিধা রয়েছে
Vi 365 প্ল্যান
যদিও এই রিচার্জ প্ল্যানে আনলিমিটেড 4G ডেটা সহ ডেটা আনলিমিটেড বলা হচ্ছে, তবে এখানে একটি বিষয় মনে রাখবেন যে এই প্ল্যানেও একটি ডেটা লিমিট রয়েছে।ভোডাফোন আইডিয়ার 365 টাকার প্ল্যানে মিলবে আনলিমিটেড 4G ডেটা। ভোডাফোন আইডিয়ার 365 টাকার প্ল্যানে আনলিমিটেড ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100 টি এসএমএস-এর সুবিধা পাবেন ইউজাররা। উল্লেখ্য যে আনলিমিটেড ডেটার সীমা 300GB।
Vi 365 প্ল্যানের বৈধতা
৩৬৫ টাকার প্ল্যানের মাধ্যমে, Vodafone Idea প্রিপেইড ব্যবহারকারীরা পাবেন ২৮ দিনের বৈধতা।
এয়ারটেল 379 টাকার প্ল্যান
এয়ারটেলের 365 টাকার কোন প্ল্যান না থাকলেও রয়েছে 379 টাকার প্ল্যান। এই প্ল্যানে ইউজাররা প্রতিদিন ২ জিবি হাই স্পিড ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন ১০০টি এসএমএস এর সুবিধা পাবেন। ১ মাস মেয়াদের এই প্ল্যানে আপনি স্প্যাম অ্যালার্ট, হ্যালোটিউন এবং পারপ্লেক্সিটি প্রো এআই-এর অ্যাক্সেস পাবেন।
জিও 349 টাকার প্ল্যান
jio-এর 349 প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড ডেটা যেমন পাবেন না, তবে প্রতিদিন ২ জিবি হারে মোট ৫৬ জিবি ডেটা পাবেন। ডেটা ছাড়াও, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি এসএমএস পাবেন। এই প্ল্যানে জিও হটস্টারের সুবিধা এবং ৯০ দিনের জন্য বিনামূল্যে ৫০ জিবি ক্লাউড স্টোরেজ পাবেন।