ভারত সঞ্চার নিগম লিমিটেড ভারতে নিয়ে এসেছে নতুন প্রিপেড প্ল্যান। যা জিও কে টেক্কা দিয়েছে। ১,৬৯৯ টাকার দীর্ঘ প্রিপেড প্ল্যানের বৈধতা থাকে ৩৬৫ দিন। সম্প্রতি বিএসএনএল জানিয়েছে তাদের ১,৬৯৯ টাকার প্রিপেড প্ল্যানের বৈধতা বাড়ানো হয়েছে। ৩৬৫ দিনের বদলে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা ওই মূল্যের প্রিপেড প্ল্যানের দিচ্ছে ৪২৫ দিন বৈধতা। অর্থাৎ, আগের চেয়ে ৬০ দিন অতিরিক্ত বৈধতা দিচ্ছে বিএসএনএল।
আরও পড়ুন: মধ্যবিত্তের জন্য সাশ্রয়ী বাইক আনল ‘হিরো’
বিএসএনএলের ১,৬৯৯ টাকা প্রিপেড প্ল্যানে অতিরিক্ত ৬০ দিনের বৈধতার পাশাপাশি ৩ জি গতির প্রতিদিন ১.৫ জিবি ডেটা পাওয়া যাবে। একই সঙ্গে মিলবে আনলিমিটেড ভয়েস কল আর প্রতিদিন ১০০টা করে এসএমএস-এর সুবিধা। যারা ৩১ অক্টোবরের আগে ১,৬৯৯ টাকার রিচার্জ করেছেন, তারা ৪৫৫ দিনের বৈধতা পাবেন। এছাড়া ৩০ নভেম্বরের মধ্যে ১৬৯৯ টকার রিচার্জ করলে পাওয়া যাবে ৪২৫ দিনের বৈধতা। দিতে হবে না ছয় পয়সা আই ইউসি চার্জ।