BSNL Plan With Daily 2GB Data: প্রতিদিন 2GB ডেটা, সীমাহীন কলিং, 105 দিনের ভ্যালিডিটি! দিওয়ালি স্পেশ্যালে আর কী চাই? সস্তার প্ল্যানে বাজার কাঁপাচ্ছে BSNL! গত জুলাই থেকে বেসরকারি টেলিকম সংস্থা তাদের রিচার্জের মাসুল বাড়ানোর পর থেকে BSNL তার গ্রাহকদের জন্য নিয়ে এসেছে একাধিক সাশ্রয়ী মূল্যের প্ল্যান। এই তালিকায় এবার বড়সড় বিস্ফোরণ ঘটালো কোম্পানি।
Jio, Airtel এবং Vodafone Idea (Vi) এর রিচার্জ প্ল্যান এখন আগের থেকে অনেকটাই ব্যয়বহুল হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে, অনেক ব্যবহারকারী সস্তার প্ল্যানের সন্ধানে BSNL-এর দিকে ঝুঁকেছেন। দেশের এক মাত্র সরকারি টেলিকম কোম্পানি এখনও সাশ্রয়ী মূল্যে একাধিক প্ল্যানে গ্রাহকদের মন জয় করছে। আজকের এই প্রতিবেদনে ভারত সঞ্চার নিগম লিমিটেডের এমনই এক আশ্চর্যজনক প্ল্যানের বিষয় জানাতে চলেছি যা শুনে চমকে যাবেন।
গত কয়েক মাসে লক্ষ লক্ষ ব্যবহারকারী ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) এ স্যুইচ করেছেন। কারণ Jio, Airtel এবং Vodafone Idea (Vi) এর দামী রিচার্জ প্ল্যান। কিন্তু BSNL তার গ্রাহকদের জন্য একাধিক সাশ্রয়ী মূল্যের প্ল্যান অফার করছে। কোম্পানির এমনই একটি প্ল্যান হল 666 টাকার প্যাক। এই প্ল্যানটি গ্রাহককে 105 দিনের দীর্ঘ ভ্যালিডিটি প্রদান করে। দেয়। এই প্ল্যানটিতে ইউজাররা পাবেন পুরো 3.5 মাসের জন্য রিচার্জের টেনশন থেকে মুক্তি। এখন প্রতি মাসে রিচার্জের ঝামেলা থেকে মিলবে মুক্তি।
Jio-র বিশেষ এই প্রিপেড প্ল্যানে পান প্রতিদিন 1.5GB ডেটা, দাম ২৫০ টাকারও কম!
আনলিমিটেড কলিং- এই প্ল্যান ব্যবহারকারীদের সীমাহীন ভয়েস সুবিধা প্রদান করে। ব্যবহারকারীরা 105 দিনের জন্য ভারতে যে কোনও জায়গায় সীমাহীন ভয়েস কল করতে পা্রবেন এই প্ল্যানে।
2GB হাই স্পিড ডেইলি ডেটা- প্ল্যানে, ব্যবহারকারী প্রতিদিন 2GB হাই স্পিড ইন্টারনেটের সুবিধা পান। অর্থাৎ ১০৫ দিনের জন্য ব্যবহারকারী মোট 210GB ডেটার সুবিধা পান।
প্রতিদিন 100টি SMS বিনামূল্যে – ডেটা এবং কলিংয়ের সুবিধার পাশাপাশি, এই প্ল্যানটি ব্যবহারকারীকে প্রতিদিন 100টি মেসেজ অর্থাৎ SMS পাঠানোর স্বাধীনতা দেয়৷
ই-স্কুটারের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে বৈদ্যুতিক বাইকের ক্রেজ, এই ই-বাইক বাজার কাঁপাচ্ছে
এইভাবে, এই প্ল্যানটি সেই সমস্ত ব্যবহারকারীদের জন্য খুবই সাশ্রয়ী প্রমাণ করে যারা দীর্ঘ মেয়াদের সাথে আনলিমিটেড কলিং, দৈনিক ব্যবহারের জন্য হাইস্পীড ডেটা, বিনামূল্যের এসএমএস ইত্যাদির সুবিধা চান।