Advertisment

BSNL Cheapest Plan for 1 Year: সাড়ে তিন টাকার খরচে গোটা বছরের রিচার্জের টেনশন থেকে মুক্তি! পড়ুন ভাইফোঁটার ধামাকা নিউজ

BSNL Cheapest Plan for 1 Year: ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ BSNL তার কোটি কোটি গ্রাহকদের জন্য নিয়ে এসেছে এক চমৎকার উপহার। BSNL এমন একটি প্রিপেইড প্ল্যান চালু করেছে, যাতে শুধুমাত্র ফ্রি কলিংয়ের সুবিধাই নয় এর পাশাপাশি মিলবে ডেটা এসএমএস।

author-image
IE Bangla Tech Desk
New Update
BSNL Cheapest Plan for 1 Year

সাড়ে তিন টাকার খরচে গোটা বছরের রিচার্জের টেনশন থেকে মুক্তি!

BSNL Cheapest Plan for 1 Year:  ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ BSNL তার কোটি কোটি গ্রাহকদের জন্য নিয়ে এসেছে এক  চমৎকার উপহার। BSNL এমন একটি  প্রিপেইড প্ল্যান চালু করেছে, যাতে শুধুমাত্র ফ্রি কলিংয়ের সুবিধাই নয় এর পাশাপাশি মিলবে ডেটা এসএমএস। এই সাশ্রয়ী মূল্যের প্ল্যানটির দাম মাত্র ১২০০ টাকারও কম। এই প্ল্যানে মিলবে পুরো এক বছরের বৈধতা।  অর্থাৎ, যদি আমরা এই রিচার্জ প্ল্যানের দৈনিক খরচ দেখি, তাহলে এই প্ল্যানের জন্য গ্রাহকদের মাত্র ৩.৫০টাকা প্রতিদিন খরচ করতে হবে। অন্যান্য টেলিকম সংস্থাগুলির রিচার্জ প্ল্যানগুলি যখন ব্যয়বহুল হয়ে উঠছে, তখন BSNL-এর এই প্ল্যান ব্যবহারকারীদের জন্য স্বস্তির বার্তা বয়ে এনেছে। আসুন জেনে নেওয়া যাক এই প্ল্যানের সুবিধা....! 

Advertisment


BSNL এর সস্তা প্রিপেড প্ল্যান
BSNL-এর এই সস্তা প্রিপেড প্ল্যানের দাম ১১৯৮ টাকা এবং এই প্ল্যানে আপনি ৩৬৫ দিনের সম্পূর্ণ বৈধতা পাবেন। যার মানে আপনাকে সারা বছর রিচার্জের ঝামেলা থেকে মুক্তি পেতে, দৈনিক মাত্র ৩.৫০ টাকা খরচ করতে হবে। এই প্ল্যানে প্রতি মাসে 3GB হাই-স্পিড ডেটার সুবিধাও পাবেন ইউজাররা। এছাড়াও, প্রতি মাসে ৩০টি বিনামূল্যে SMS এবং ৩০০  মিনিট ফ্রি কলিংয়ের সুবিধাও পাবেন ইউজাররা। এই প্ল্যানে ন্যাশনাল রোমিংও দেওয়া হচ্ছে একেবারে বিনামূল্যে, যাতে ব্যবহারকারীদের ভারতে কোথাও ভ্রমণের সময় ইনকামিং কলে কোনও অতিরিক্ত চার্জ দিতে হবে না।

প্রযুক্তির সঙ্গে নস্টালজিয়ার এক অপরূপ মেলবন্ধন, বাজারে নয়া রূপে আসছে লেজেন্ডারি বাইক Rajdoot!

এই প্ল্যানটিও সস্তা হয়েছে
শুধু তাই নয়, এই নতুন লঞ্চের পাশাপাশি কোম্পানি তার আরও একটি ৩৬৫ দিনের বৈধতার প্ল্যানের দাম কমিয়েছে। আগে এই প্ল্যানটির দাম ছিল ১৯৯৯ টাকা, কিন্তু এখন এই প্ল্যানটিতে দেওয়া হচ্ছে ১০০ টাকার ডিসকাউন্ট। এই অফারটি ৭ নভেম্বর ২০২৪ পর্যন্ত পাওয়া যাবে। এই প্ল্যানে প্রতিদিন আনলিমিটেড কলিং, মোট 600GB ডেটা এবং ১০০ ফ্রি SMS-এর সুবিধা পাওয়া যাবে।

কা্দের জন্য এই পরিকল্পনা সেরা?
এই প্ল্যানটি সেই সমস্ত ব্যবহারকারীদের জন্য সেরা যারা BSNL কে সেকেন্ডারি সিম হিসাবে ব্যবহার করতে চান৷ এই প্ল্যানে, প্রতি মাসে ১০০ টাকার কম খরচে মিলবে সব সুবিধা। এছাড়াও, কোম্পানির 4G পরিষেবা এখন অনেক এলাকায় উপলব্ধ, যার সুবিধা আপনি নিতে পারেন। 

bsnl
Advertisment