Advertisment

BSNL Customers Increase: রিচার্জের দাম বাড়ায় BSNL-এর লক্ষ্মীলাভ! সরাকারি নেটওয়ার্কে যোগদান ৫৪ লাখ নতুন ইউজারের

BSNL Customers Increase: গত জুলাইয়ে একের পর এক বেসরকারি টেলিকম সংস্থা তাদের মোবাইল রিচার্জ প্ল্যানের দাম এক ঝটকায় ১১-২৫ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেয়। এরপর থেকেই সংবাদ শিরোনামে রয়েছে সরকারি টেলিকম সংস্থা BSNL। একের পর এক সতার রিচার্জ প্ল্যানের মাধ্যমে গ্রাহকদের কাছে টেনেছে সংস্থা।

author-image
IE Bangla Tech Desk
আপডেট করা হয়েছে
New Update
BSNL NEW Logo

সস্তার রিচার্জের কারণে মানুষ তাদের মোবাইল নম্বর বিএসএনএল-এ পোর্ট করেছেন।

BSNL Customers Increase: গত জুলাইয়ে একের পর এক বেসরকারি টেলিকম সংস্থা তাদের মোবাইল রিচার্জ প্ল্যানের দাম এক ঝটকায় ১১-২৫ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেয়। এরপর থেকেই সংবাদ শিরোনামে রয়েছে সরকারি টেলিকম সংস্থা BSNL। একের পর এক সতার রিচার্জ প্ল্যানের মাধ্যমে গ্রাহকদের কাছে টেনেছে সংস্থা। এখন BSNL 4G/5G পরিষেবা চালুর পথে দ্রুত গতিতে এগোচ্ছে। আগামী বছরের মধ্যে সংস্থা 4G/5G পরিষেবা চালু করবে বলেই জানা গিয়েছে। এর মধ্যেই সামনে এসেছে চোখ কপালে তুলে দেওয়ার মত পরিসংখ্যান। জুলাইয়ে মাসুল বৃদ্ধির পর থেকে বেসরকারি টেলিকম কোম্পানি গুলি তাদের লক্ষ লক্ষ গ্রাহক হারিয়েছে অন্যদিকে BSNL নেটওয়ার্কে গত ২ মাসে নতুন ৫৪ লক্ষ গ্রাহক বেড়েছে। সস্তার রিচার্জের কারণে মানুষ তাদের মোবাইল নম্বর বিএসএনএল-এ পোর্ট করেছেন। 

Advertisment

মোবাইল রিচার্জের দাম বাড়ানো বেসরকারি টেলিকম সংস্থাগুলির জন্য ব্যয়বহুল প্রমাণিত হচ্ছে, অন্যদিকে রিচার্জের দাম বাড়ানোয় ফায়দা তুলছে BSNL । মাত্র দুই মাসে, BSNL নেটওয়ার্ককে ৫৪ লক্ষ নতুন ইউজার যুক্ত হয়েছেন। জুলাই মাসে রিচার্জ-এর দাম বাড়ার কারণে প্রায় ১.২৫ কোটি ব্যবহারকারী প্রাইভেট টেলিকম সংস্থাগুলির থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। আমরা যদি TRAI-এর জুলাই-আগস্টের রিপোর্ট দেখি, বেসরকারি টেলিকম সংস্থাগুলির গ্রাহক হারানোর প্রক্রিয়া গত দুই মাস ধরে অব্যাহত রয়েছে, যেখানে লোকেরা সস্তা পরিষেবা পেতে ক্রমাগত সরকারি টেলিকম সংস্থায় যোগ দিচ্ছেন।

মহাকাশে দাপট ভারতের! চাঁদে কবে মানুষ পাঠাবে, জানিয়ে দিল ISRO

অগাস্ট মাসের টেলিকম নিয়ন্ত্রক ট্রাই-এর গ্রাহক ডেটা রিপোর্ট অনুসারে, তিনটি বড় টেলিকম সংস্থাগুলি আগস্টে ৮২ লক্ষ গ্রাহক হারিয়েছে, যেখানে BSNL নেটওয়ারকে ২৫ লক্ষ গ্রাহক যুক্ত হয়েছেন। একটি হিসেব অনুযায়ী, দুই বা ততোধিক সিম ব্যবহার করা লোকেরা তাদের একটি মোবাইল নম্বর পোর্ট করছে। টেলিকম সেক্টরের বিশেষজ্ঞদের মতে, জুলাই মাসে মাসুল বৃদ্ধির পর গ্রাহকদের বেসরকারি সংস্থা ছেড়ে বিএসএনএল থেকে পরিষেবা নেওয়ার প্রবণতা অব্যাহত রয়েছে। আমরা যদি গত দু মাসের রিপোর্ট দেখি, বিএসএনএল বাদে সমস্ত বেসরকারি সংস্থাগুলি তাদের গ্রাহক হারিয়েছে এবং মোবাইল নম্বর পোর্টেবিলিটির চাহিদা ১৫ শতাংশ বেড়েছে। জুলাই মাসেই, বড় টেলিকম সংস্থাগুলি ৩৭ লক্ষ গ্রাহক হারিয়েছে এবং বিএসএনএল-এ ২৯ লক্ষ গ্রাহক যুক্ত হয়েছেন।

ব্লুটুথ কলিং থেকে এআই ভয়েস অ্যাসিস্টেন্ট! জলের দরে পান অত্যাধুনিক ফিচার্সের সেরা স্মার্টওয়াচ

বিশেষ বিষয় হল একই মাসে ১.৩০ কোটি গ্রাহক নম্বর পোর্টেবিলিটির জন্য আবেদন করেছিলেন। যেখানে জুনে আবেদনের এই সংখ্যা ছিল মাত্র ১০ লাখ। আমরা যদি গত দুই মাসের মোট পরিসংখ্যান দেখি, ১.১৯ কোটি গ্রাহক হারিয়েছেন বড় বেসরকারী সংস্থাগুলি এবং ৫৪ লক্ষ গ্রাহক BSNL-এ যোগদান করেছেন। TRAI-এর জুন মাসের রিপোর্টে অনেক চমকপ্রদ পরিসংখ্যান প্রকাশিত হয়েছে। গত এক দশকে মোবাইলে ভয়েস কলে ব্যয় করা সময়ের তুলনায় দেড় গুণ বেড়েছে। এখন ব্যবহারকারীরা প্রতি মাসে ভয়েস কলে ৯৬৩ মিনিট ব্যয় করছেন, যা ২০১৪ সালের ৬৩৮ মিনিটের চেয়ে অনেক বেশি।

Jio-airtel-Vi-BSNL
Advertisment