BSNL Cheapest Recharge Plan: BSNL-এর ধামাকা অফার! মাত্র ১০০ টাকায় পান এক বছরের জন্য কলিং এবং মাসে ৩ জিবি ডেটা।
সস্তার রিচার্জ প্ল্যানে সুনামি তুলেছে BSNL! বিএসএনএলের নতুন ১,১৯৮ টাকার প্ল্যানের মেয়াদ এক বছর। এই রিচার্জ প্ল্যানে ঘন ঘন রিচার্জের ঝামেলা ছাড়াই প্রতি মাসে ৩ জিবি ডেটা, ৩০০ মিনিট কলিং এবং ৩০টি এসএমএসের সুবিধা পাবেন ইউজাররা।
আপনি যদি প্রতি মাসে রিচার্জ নিয়ে টেনশনে থাকেন তাহলে BSNL আপনার জন্য নিয়ে এসেছে সবচেয়ে সস্তার রিচার্জ প্ল্যান। BSNL-এর এই নতুন প্ল্যানটি আপনার জন্য খুবই কার্যকর হতে পারে। সরকারি টেলিকম কোম্পানি BSNL এখন একটি রিচার্জ প্ল্যান চালু করেছে যে প্ল্যানে মাত্র ১০০ টাকার কমে মিলবে ১২ রিচার্জের ঝামেলা থেকে চিরতরে মুক্তি।
BSNL-এর এই নতুন প্ল্যানের দাম মাত্র ১১৯৮ টাকা। এই প্ল্যানের বৈধতা ৩৬৫ দিন। অর্থাৎ প্রতি মাসে মাত্র ১০০ টাকা খরচ করে, আপনি বারবার রিচার্জ করার ঝামেলা থেকে মুক্ত থাকতে পারবেন।
এই প্ল্যানে, ব্যবহারকারীরা প্রতি মাসে পাবেন:
- ৩ জিবি ডেটা
- ৩০০ মিনিট কলিং (যেকোনো নেটওয়ার্কে)
- ৩০টি এসএমএস
বেসরকারি টেলিকম কোম্পানিগুলি তাদের রিচার্জ ব্যয়বহুল করার পর থেকে, অনেক মানুষ BSNL-এর দিকে ঝুঁকছেন। বিশেষ করে যারা কম খরচে বেসিক ইন্টারনেট এবং কলিং সুবিধা চান তাদের জন্য এই প্ল্যানটি একেবারে উপযুক্ত।