Split AC installation Tips 2025: সিলিং ফ্যানের কোনদিকে বসাবেন এসি? সঠিক লোকেশনেই 'খেলা বদল', গণগণে আঁচে পান বিরাট তৃপ্তি

Should AC be installed in front of fan: ফ্যানের সামনে এসি বসানো উচিত কিনা, এসির ঠান্ডা বাতাস ঠিকভাবে ছড়াতে গেলে কোন উচ্চতায় বসানো ভালো—জেনে নিন এসি ইনস্টলেশনের সঠিক নিয়ম

Should AC be installed in front of fan: ফ্যানের সামনে এসি বসানো উচিত কিনা, এসির ঠান্ডা বাতাস ঠিকভাবে ছড়াতে গেলে কোন উচ্চতায় বসানো ভালো—জেনে নিন এসি ইনস্টলেশনের সঠিক নিয়ম

author-image
IE Bangla Tech Desk
New Update
Should AC be installed in front of fan: Know The Right Instalation Tips

ফ্যান ও এসির সঠিক অবস্থানেই 'খেলা বদল', ঘাম ঝরা গরমে পান হিমশীতল ঠাণ্ডা

Split AC installation Tips: গ্রীষ্মের তীব্র দাবদাহে স্বস্তির আশায় অনেকেই এয়ার কন্ডিশনার (এসি) কিনছেন। তবে এসি কেনার পাশাপাশি তার সঠিক ইনস্টলেশন যদি ঠিকমত না হয় তাহলে যথাযথ শীতলতা উপভোগ করতে পারবেন না। কাজেই এসি ইন্সটলেশনই এসি কেনার পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সামান্য অসতর্কতা বাড়িয়ে দিতে পারে আপনার বিদ্যুৎ বিল, পাশাপাশি কমিয়ে দিতে পারে শীতলতা। এসি কেনার পর অনেকের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খায়, ফ্যান-ও এসির সঠিক অবস্থান ঘরে কি হওয়া উচিত?  ফ্যানের ঠিক সামনে এসি বসানো কি সঠিক সিদ্ধান্ত? বিশেষজ্ঞরা বলছেন একেবারেই না। 

Advertisment

নজরকাড়া ফিচার, ডিজাইনে বিরাট চমকই শুধু নয়, এই স্মার্টফোন বাজার মাতাবে

ফ্যানের সামনে এসি বসালে কী হয়?
বিশেষজ্ঞদের মতে, ফ্যান এবং এসি—দুটোই বাতাস সরবরাহ করে, তবে তাদের কাজের ধরন আলাদা। যদি ফ্যানের সামনে এসি বসানো হয়, তাহলে এই দুইধরনের বাতাস একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় এবং ঘরের মধ্যে বাতাসের সঠিক সঞ্চালন বাধাগ্রস্ত হয়। ফলে কিছু অংশে ঠান্ডা, কিছু অংশে গরম অনুভব হয়—ফলে পুরো ঘরের শীতলতা ব্যাহত হয়।

এসি ইনস্টলেশনে সবচেয়ে সাধারণ ভুল
ভুল উচ্চতায় ইনস্টল করা: মাটি থেকে প্রায় ৭–৮ ফুট উচ্চতায় এসি বসানো সবচেয়ে ভাল, এতেই মেলে দুর্দান্ত কুলিং। সিলিং যদি বেশি উঁচু হয় (৯-১০ ফুট), তাহলে এসি কিছুটা নিচু করে বসানো উচিত।পাশাপাশি এসি বসানোর সময় মাথায় রাখা জরুরি যেন এসিটি সামান্য কাত হয়ে থাকে যাতে কনডেন্সড ওয়াটার সঠিকভাবে বেরিয়ে যেতে পারে।

Advertisment

বিদ্যুৎ ছাড়াই গরমে থাকুন 'ঠান্ডা ঠান্ডা কুল কুল', বাজার দাপিয়ে বিরাট দাপট এই ব্যাটারির AC-র

আগুন লাগার আশঙ্কা 

গ্রীষ্মে এসি থেকে আগুন লাগার ঘটনা আশঙ্কাজনকভাবে বাড়ে। বেশিরভাগ ক্ষেত্রেই এর পেছনে থাকে অবহেলা। নিম্নমানের তার, সঠিক ইনস্টলেশন না হওয়ার পাশাপাশি সময়ে সময়ে সার্ভিসিং না করে অনবরত এসি চালানো সাধারণ ভাবে এই সমস্যার কারণে এসিতে আগুন লাগার সম্ভাবনা থাকে। তাই এসি চালু করার আগে একজন টেকনিশিয়ান দ্বারা গ্যাস লিক ও সার্কিট পরীক্ষা করানো অত্যন্ত জরুরি।স্ট্যাবিলাইজার ব্যবহার করাও আবশ্যক, বিশেষ করে যদি এলাকায় ভোল্টেজ ওঠানামা করে।

এক এসিতেই বাজিমাত, 1Bhk থেকে 3Bhk ফ্ল্যাটে হাড় কাঁপানো ঠান্ডা কত টাকায়?

এসি ইন্সটলেশনের আগে এই বিষয়গুলি মাথায় রাখুন

  • অভিজ্ঞ টেকনিশিয়ানের মাধ্যমে এসি ইনস্টল করুন। 
  • ফ্যান ও এসির মধ্যে দূরত্ব রাখুন।
  •  উচ্চতা ও কোণের দিকে খেয়াল রাখুন।
  • প্রয়োজনে এসি সার্ভিসিং করান প্রতি সিজনে। 

 প্রচণ্ড গরমে ঘেমে নেয়ে একাকার? স্মার্ট কুলিং সিস্টেম নিয়ে এল এই সংস্থা, পাবেন ১০ বছরের ওয়ারেন্টি

Air Conditioner