Advertisment

এখন থেকে বিএসএনএলে ব্যবহার করুন ঝড়ের গতি নেট, একটা রিচার্জে ৯০দিন নিশ্চিত

অফুরন্ত ইন্টারনেটের সীমা অতিক্রম করলে তবেই নেটের গতি কমবে ২ এমবিপিএসে। ফোনে নেট ব্যবহারের ক্ষেত্রে যা নেহাতই কম নয়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ভারত সঞ্চার নিগম লিমিটেড(BSNL) সদ্য লঞ্চ করেছে ১,৯৯৯ ব্রডব্যান্ড প্ল্যান। এই সুবিধা ফাইবার ব্রডব্যান্ডের কাস্টমাররাই ব্যবহার করতে পারবেন। ২০০ এমবিপিএস ছুটবে ইন্টারনেট।এই প্ল্যানের বৈধতা ৯০ দিন।

Advertisment

প্ল্যানটি বর্তমানে প্রচারের জন্য তেলেঙ্গানা এবং চেন্নাইয়ে উপলব্ধ এবং ৯০ দিনের মধ্যে FUP ডেটা লিমিট থাকবে ১.৫ টিবি। এই সীমা অতিক্রম করলে তবেই নেটের গতি কমবে ২ এমবিপিএসে। ফোনে নেট ব্যবহারের ক্ষেত্রে যা নেহাতই কম নয়।

আরও পড়ুন: ফেব্রুয়ারি মাস থেকে একাধিক অ্যান্ড্রয়েড ফোনে কাজ করবে না হোয়াটসঅ্যাপ

প্ল্যানের সুবিধায় কী কী আছে? ২০০ এমবিপিএস গতি সহ ১.৫ টিবির উচ্চ-গতির ডেটা রয়েছে, যা শেষ হয়ে গেলে ২ এমবিপিএসে নেমে আসবে। উচ্চ-গতির ডেটার পাশাপাশি ব্যবহারকারীরা ভারতের যে কোনও নেটওয়ার্কে সীমাহীন ভয়েস কলিং পাবেন। প্ল্যানের সর্বনিম্ন সাবস্ক্রিপশন সময়কাল এক মাসের চার্জ এবং এক মাসের সিক্উরিটি ডিপোজিট।

প্ল্যানটি বর্তমানে কোম্পানির নিজস্ব ওয়েবসাইটে লাইভ রয়েছে এবং ব্যবহারকারীরা সম্প্রতি ৬ এপ্রিল পর্যন্ত এটিতে সাবস্ক্রাইব করতে পারবেন। এরপরে প্ল্যানটি কোথায় থাকবে, এবং দাম কত হবে সেই সম্পর্কে কোম্পানি এখনও কিছু জানায়নি। এই প্ল্যানের পর গ্রাহকরা অন্যান্য প্ল্যানে রিচার্জ করতে পারবেন।

আরও পড়ুন: আপনি এয়ারটেল গ্রাহক, জেনে নিন কীভাবে ওয়াইফাই কলিং এর সুবিধা পাবেন?

বিএসএনএল ভারত ফাইবার প্ল্যানে অতিরিক্ত সুবিধা হিসেবে রয়েছে, ৯৯৯ টাকার অ্যামাজন প্রাইমের সাবস্ক্রিপশন ফ্রি।

এই পরিকল্পনাটি JioFiber এর ২,৪৯৯ টাকার প্ল্যানের সঙ্গে টেক্কা দেবে। তবে এর গতি থাকবে ৫০০ এমবিপিএস। ডেটার পরিমাণ ১.২৫ টিবি। প্রথম ছয় মাসের জন্য নিশ্চিন্ত।

Read the full story in English

bsnl bsnl plan
Advertisment