Advertisment

নামমাত্র দামে ইন্টারনেট ও ১৮০ দিন আনলিমিটেড কলের সুবিধা দিচ্ছে বিএসএনএল

রমজানের উদ্দেশে এই রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে বিএসএনএল।

author-image
IE Bangla Web Desk
New Update
প্রযুক্তির খবর: কৃষ্ণগহ্বর গিলে ফেলতে পারে সূর্যকে, পাবজি খেলে ফাঁকা করে দিল বাবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট

রাষ্ট্রীয় নেটওয়ার্ক সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল) STV ১১৮ সংশোধন করার পাশাপাশি দুটি নতুন প্রিপেইড প্ল্যান চালু করতে চলেছে। একটি ৬৯৯ অন্যটি ৭৮৬ টাকার প্ল্যান। ১১৮ টাকার এসটিভি এখন ২৬ দিনের সুবিধা দিচ্ছে। রমজান এবং ইদ-উল-ফিতর উপলক্ষে ৭৮৬ টাকার কম্বো ভাউচার চালু করেছে সংস্থা। ৬৯৯ টাকার প্ল্যানের বৈধতা ১৮০ দিন। ৭৮৬ টাকার মেয়াদ থাকবে ৯০ দিন।

Advertisment

আরও পড়ুন: নতুন প্ল্যান লঞ্চ, সাশ্রয়ী দামে দিনে ২ জিবি ও আনলিমিটেড কলের সুবিধা দিচ্ছে কোন নেটওয়ার্ক?

৬৯৯ টাকার প্ল্যানে দৈনিক পাওয়া যাবে ০.৫ জিবি ডেটা। আনলিমিটেড ফ্রি কল। তবে অন্য নেটওয়ার্কে ফোন করার জন্য প্রতিদিন ২৫০ মিনিট করে ফ্রি পাবেন। সঙ্গে রয়েছে ১০০ এসএমএসের সুবিধা। অন্যদিকে ৭৮৬ টাকায় ৩০ জিবি ডেটা পাওয়া যাবে। চলবে ৯০ দিন।

মূলত, রমজানের উদ্দেশে এই রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে বিএসএনএল। COMBO_78 সার্চ করে রিচার্জ প্ল্যানের সুবিধা নিতে হবে। ফাইনানসিয়াল এক্সপ্রেস জানতে পেরেছে, রিচার্জ প্ল্যানটি, অন্ধ্রপ্রদেশ, বিহার, ছত্তিশগড়, চেন্নাই, বিহার সহ পশ্চিমবঙ্গ ও কলকাতার ইউজাররা ব্যবহার করতে পারবেনষ

bsnl plan bsnl
Advertisment