BSNL New Logo: 5G পরিষেবা চালুর আগে লোগোয় আমূল বদল, বিরাট ঘোষণায় Jio, Airtel-কে কাঁদিয় দিল BSNL

BSNL New Logo: কোম্পানি ২৪ বছর পর তাদের নতুন লোগো সামনে এনেছে । কোম্পানির নতুন লোগোতে ভারতীয় তেরঙার ঝলক দেখা যাবে। এছাড়াও, ভারতের মানচিত্র এতে যুক্ত করা হয়েছে। একই সময়ে, ভারত সঞ্চার নিগম লিমিটেড তার স্লোগান কানেক্টিং ইন্ডিয়া থেকে কানেক্টিং ভারতে পরিবর্তন করেছে।

BSNL New Logo: কোম্পানি ২৪ বছর পর তাদের নতুন লোগো সামনে এনেছে । কোম্পানির নতুন লোগোতে ভারতীয় তেরঙার ঝলক দেখা যাবে। এছাড়াও, ভারতের মানচিত্র এতে যুক্ত করা হয়েছে। একই সময়ে, ভারত সঞ্চার নিগম লিমিটেড তার স্লোগান কানেক্টিং ইন্ডিয়া থেকে কানেক্টিং ভারতে পরিবর্তন করেছে।

author-image
IE Bangla Tech Desk
New Update
BSNL NEW Logo

BSNL New Logo: BSNL তার লক্ষ লক্ষ ব্যবহারকারীদের জন্য ঘোষণা করেছে খুশির খবর। ২২ অক্টোবর মঙ্গলবার নতুন লোগো এবং লঞ্চ করার সময় সরকারি টেলিকম কোম্পানি একটি বড় ঘোষণা করেছে। কোম্পানি জানিয়েছে তারা Jio, Airtel, Vi-এর পথ অনুসরণ করবে না।
  
মঙ্গলবার, ২২ অক্টোবর নয়াদিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানে BSNL তার নতুন লোগো চালু করেছে। এই অনুষ্ঠান চলাকালীন সরকারি টেলিকম কোম্পানির এমন ঘোষণায় লাখ লাখ ব্যবহারকারীর মন জয় করেছে। ভারত সঞ্চার নিগম লিমিটেড অদূর ভবিষ্যতে বেসরকারি টেলিকম অপারেটর Jio, Airtel এবং Vi-এর পথ অনুসরণ না করার সিদ্ধান্ত নিয়েছে।

Advertisment

ঝড়ের বেগে কমল দাম! দিওয়ালির খুশিতে কিনুন iPhone 15 Pro

ট্যারিফ প্ল্যানে কোন পরিবর্তন হবে না

কোম্পানির চেয়ারম্যান বলেছেন যে বিএসএনএল বর্তমানে তার ব্যবহারকারীদের আরও ভাল সংযোগ দেওয়ার উপর জোর দিচ্ছে যাতে আরও বেশি সংখ্যক ব্যবহারকারী নেটওয়ার্কের সাথে সংযুক্ত হতে পারে। বেসরকারী টেলিকম অপারেটরদের মতো, কোম্পানি অদূর ভবিষ্যতে ট্যারিফ প্ল্যানগুলিকে ব্যয়বহুল না করার সিদ্ধান্ত নিয়েছে। ভারত সঞ্চার নিগম লিমিটেডের চেয়ারম্যানের এই বক্তব্য খুবই তাৎপর্যপূর্ণ কারণ Airtel, Jio এবং Vi তাদের মোবাইলের শুল্ক জুলাই মাসে 21 শতাংশ বাড়িয়েছে। বেসরকারী সংস্থাগুলির ব্যয়বহুল রিচার্জের পর লাখ লাখ ইউজার BSNL-এ স্যুইচ করেছে।  

Advertisment

Jio-Airtel-কে কাঁদিয়ে ছাড়বে BSNL! নামমাত্র খরচেই ৩ মাস কলিং-ইন্টারনেটের সুবিধা

কোম্পানি ২৪ বছর পর তাদের নতুন লোগো সামনে এনেছে । কোম্পানির নতুন লোগোতে ভারতীয় তেরঙার ঝলক দেখা যাবে। এছাড়াও, ভারতের মানচিত্র এতে যুক্ত করা হয়েছে। একই সময়ে, ভারত সঞ্চার নিগম লিমিটেড তার স্লোগান কানেক্টিং ইন্ডিয়া থেকে কানেক্টিং ভারতে পরিবর্তন করেছে। সরকারি টেলিকম কোম্পানি মোবাইল এবং ল্যান্ডলাইন পরিষেবার পাশাপাশি ব্রডব্যান্ড পরিষেবা প্রদান করে।

বিএসএনএল চেয়ারম্যান বলেছেন যে সংস্থা বর্তমানে ট্রায়াল ভিত্তিতে ব্যবহারকারীদের 4G পরিষেবা সরবরাহ করছে। আগামী বছর ভারতজুড়ে বাণিজ্যিকভাবে 4G পরিষেবা চালু হবে। এ জন্য সারাদেশে ১ লাখ নতুন মোবাইল টাওয়ার স্থাপন করছে সংস্থা।

BSNL 5G