BSNL New Recharge Plans: Jio,Airtel,Vi-এর মত বেসরকারি সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যানগুলির দাম একধাক্কায় বেশ খানিকটা বাড়িয়ে দিয়েছে। যার জেরে চূড়ান্ত ভোগান্তিতে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। অনেকেই ফের একবার রাষ্ট্রায়ত্ত সংস্থা BSNL-এর দিকে ঝুঁকছেন। গত কয়েকমাসে রাজ্যে-রাজ্যে BSNL-এর গ্রাহক বেড়েছে বহুগুণে। এবার বাজার ধরতে ঝুঁকছেন অনেকে। এই মওকায় বাজার ধরতে মারকাটারি প্ল্যান নিয়ে এল BSNL।
BSNL-এর ২০১ টাকার রিচার্জ প্ল্যান
বেসরকারি সংস্থাগুলিকে জোর ধাক্কা দিয়ে এবার বাজারে মাত্র ২০১ টাকার একটি রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL। এই প্ল্যানে গ্রাহকরা একটানা ৯০ দিনের ভ্যালিডিটি পেয়ে যাবেন। শুধু তাই নয়, একইসঙ্গে ৩০০ মিনিটের ফ্রি ভয়েস কলের সুবিধাও থাকছে বিশেষ এই প্ল্যানে। এছাড়াও আপনি যদি ইন্টারনেট কম ব্যবহার করেন তাহলে এই প্ল্যানটি আপনার কাছে দারুণ আকর্ষণীয় হতে পারে। গ্রাহকরা এই ৯০ দিনের মধ্যে ৬ জিবি ইন্টারনেট ডেটা ব্যবহারেরও সুযোগ পাবেন। এছাড়াও ৯৯ টি SMS বিনামূল্যে পাঠাতে পারবেন গ্রাহকরা।
তাই যাঁরা কম কথা এবং কম ইন্টারনেট ব্যবহার করেন অথচ চাইছেন যে আপনার মোবাইল পরিষেবার মেয়াদ কমপক্ষে তিন মাস থাকুক, তাঁরা এই বিশেষ প্ল্যানটি বেছে নিতে পারেন। অর্থাৎ এই তিন মাসে আপনাকে যাতে ফোন করলে পাওয়া যায়, অর্থাৎ যাতে আপনার ফোনে ইনকামিং কলের সুযোগ থাকে তাঁদের কাছে BSNL-এর ২০১ টাকার এই রিচার্জ প্ল্যানটি দারুণ কার্যকরী হতে পারে।
আরও পড়ুন- GK: উত্তরটা জানলে চমকে উঠবেন! পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম বলতে অনেকেই ভিরমি খাবেন!
আরও পড়ুন- Auto Rickshaw: অটোয় কেন ৩টি চাকাই হয়? এর আসল কারণ জানলে চমকে উঠবেনই!
আরও পড়ুন- Blue Water Bottle: বাড়ির বাইরে নীল জলের বোতল ঝোলান অনেকে, এর আসল কারণ জানলে চমকে উঠবেন!