BSNL Recharge Plan: মারকাটারি প্ল্যানে বাজার কাঁপিয়ে দিল BSNL, সস্তার রিচার্জে জোর টেক্কা jio-Airtel-কে

BSNL Recharge Plan: বিএসএনএলের নতুন ৩০ দিনের প্রিপেইড প্ল্যান। হাইস্পিড ডেটা, আনলিমিটেড কলিং, বিনামূল্যে এসএমএস-সহ একগুচ্ছ সুবিধা এই প্ল্যানে মিলবে।

BSNL Recharge Plan: বিএসএনএলের নতুন ৩০ দিনের প্রিপেইড প্ল্যান। হাইস্পিড ডেটা, আনলিমিটেড কলিং, বিনামূল্যে এসএমএস-সহ একগুচ্ছ সুবিধা এই প্ল্যানে মিলবে।

author-image
IE Bangla Tech Desk
New Update
BSNL

BSNL recharge plan: বিএসএনএলের রিচার্জ প্ল্যান।

BSNL Recharge Plans: রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL) তার ২৫তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে দেশজুড়ে নতুন প্রিপেইড রিচার্জ প্ল্যান চালু করেছে। এই বিশেষ অফারে প্রতিদিন ২.৫ জিবি হাই-স্পিড ডেটা, আনলিমিটেড কলিং এবং বিনামূল্যে SMS সুবিধা মিলছে।

Advertisment

আকর্ষণীয় অফার

প্ল্যানটির মূল্য ২২৫ টাকা। এই প্ল্যানটি একবার রিচার্জে ৩০ দিনের জন্য কার্যকর থাকবে। এটি বেসরকারি কোম্পানির সমতুল্য প্ল্যানের তুলনায় প্রায় অর্ধেক দামে পাওয়া যাচ্ছে। কারণ, Airtel ও Vi-এর ৩০ দিনের ২.৫ জিবি দৈনিক ডেটা প্ল্যানের দাম প্রায় ৩৯৯ টাকা। 

আরও পড়ুন- সেল সেল সেল! দিওয়ালি সেলে বিরাট ছাড়ে পান ২০০ এমপি ক্যামেরার প্রিমিয়াম স্মার্টফোন

Advertisment

BSNL তার ২৫তম বার্ষিকীতে আরও একটি আকর্ষণীয় অফার চালু করেছে, যা পাওয়া যাচ্ছে মাত্র ১৯৯ টাকায়। এতে দৈনিক ২ জিবি হাই-স্পিড ডেটা, ন্যাশনাল রোমিং-সহ আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০টি SMS পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে মোট ৩০ দিনে এই প্ল্যান ব্যবহারকারী ৬০ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুন- jio-এর সবচেয়ে বড় ধামাকা, সবচেয়ে সস্তার প্ল্যানে বাজার কাঁপালও শীর্ষ টেলিকম সংস্থা

BSNL তার গ্রাহকদের জন্য ১০০,০০০ নতুন ৪জি টাওয়ারও বসিয়েছে। এছাড়াও, দেশের আরও ভালো নেটওয়ার্কের জন্য অতিরিক্ত ১০০,০০০ নতুন টাওয়ার স্থাপনের পরিকল্পনা রয়েছে সংস্থার। বেসরকারি সংস্থার তুলনায় BSNL এই বছরের আগস্টে নতুন মোবাইল গ্রাহকের দিক থেকে Airtel-কে পিছনে ফেলেছে। তবে Reliance Jio এই ব্যাপারে এখনও দেশের শীর্ষে রয়েছে। নতুন সাশ্রয়ী প্ল্যান এবং ৪জি সম্প্রসারণের ফলে, BSNL-এর গ্রাহক বৃদ্ধি আরও ত্বরান্বিত হবে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। 

আরও পড়ুন- 200MP ক্যামেরা,হার মানবে DSLR-ও! ৬,৫০০mAh পাওয়ারফুল ব্যাটারি-সহ বড় চমক Vivo-এর

BSNL-এর নতুন প্ল্যানের সঙ্গে BiTV-এর মাধ্যমে গ্রাহকরা লাইভ TV চ্যানেল, OTT অ্যাপ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। এটি গ্রাহকদের জন্য একটি পূর্ণাঙ্গ ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্যাকেজ। এতে স্পষ্টভাবে দেখাচ্ছে, BSNL প্রায় অর্ধেক দামে সমান সুবিধা দিচ্ছে। যাঁরা নতুন গ্রাহক এবং সাশ্রয়ী প্ল্যান খুঁজছেন তাঁদের জন্য এই প্ল্যান আকর্ষণীয়। সব মিলিয়ে বিএসএনএল (BSNL)-এর নতুন ২৫তম বার্ষিকী প্রিপেইড প্ল্যানগুলো, বিশেষ করে ২২৫ টাকা এবং ১৯৯ টাকার প্ল্যানে দৈনিক ২–২.৫ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং বিনামূল্যে SMS বাজারে গতি আনছে। দেশব্যাপী ৪জি সম্প্রসারণ এবং নেটওয়ার্ক উন্নয়নের ফলে, সংস্থার সাশ্রয়ী প্ল্যানগুলো গ্রাহকদের পছন্দের হয়ে উঠছে এবং প্রতিযোগিতা ফিরিয়ে আনছে।

bsnl recharge Recharge Plans