BSNL Cheapest Recharge Plan: BSNL নিয়ে এল বর্ষশেষের ধামাকা রিচার্জ প্ল্যান! ৯০ দিনের জন্য থাকুন 'টেনশন ফ্রি'।
সরকারি টেলিকম কোম্পানি BSNL তার কোটি কোটি গ্রাহকের মুখে হাসি ফুটিয়েছে। বিএসএনএল তাদের তালিকায় একটি নতুন প্ল্যান নিয়ে এসেছে । এই প্ল্যানের বৈধতা পুরো ৯০ দিন।
সস্তার রিচার্জে সুনামি তুলেছে BSNL! এবার সেই তালিকায় সরকারি এই টেলিকম সংস্থা যুক্ত করেছে নয়া এক রিচার্জ প্ল্যান। এই প্ল্যানে একবার রিচার্জ করলে ৯০ দিনের রিচার্জের টেনশন থেকে মুক্তি পাবেন ইউজাররা। জুলাই মাসে রিচার্জের দাম বাড়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় ৫৫ লাখ ইউজার BSNL-এ যুক্ত হয়েছেন।
গ্রাহকদের খুশি করতে BSNL নিয়ে এসেছে সস্তার আরও এক রিচার্জ প্ল্যান। ৪৩৯ টাকার এই প্ল্যান Jio এবং Airtel-এর টেনশনও বাড়িয়ে দিয়েছে। কোম্পানি তার ইউজারদের জন্য ৯০ দিনের একটি দীর্ঘ বৈধতার রিচার্জ প্যাক সামনে এনেছে। Jio বা Airtel-এর প্রথম সারির টেলিকম সংস্থার এত সস্তার কোন রিচার্জ প্ল্যান নেই। আপনি এই রিচার্জ প্ল্যানে ৯০ দিনের জন্য আনলিমিটেড লোকাল এবং STD কল করতে পারবেন।
আপনি যদি ইন্টারনেট ডেটা চান তবে আপনাকে ইন্টারনেট ডেটা ব্যবহার করার জন্য, আপনাকে একটি পৃথক ডেটা অ্যাড অন প্ল্যান রিচার্জ করতে হবে। এই প্ল্যানে আপনি প্রতিদিন 100 টি ফ্রি এসএমএসও সুবিধাও পাবেন।