/indian-express-bangla/media/media_files/2025/03/24/osYGHyX3HrqWu9UmepZF.jpg)
BSNL-এর ধুঁয়াধার ধামাকা, এক রিচার্জেই তিনজন পান সীমাহীন কল, ইন্টারনেট
BSNL Recharge Plan: রাতের ঘুম উড়ে গেল বেসরকারি তেলিকম সংস্থাগুলির। BSNL-এর ধুঁয়াধার প্ল্যান বাড়ল রক্তচাপ। BSNL নিয়ে এসেছে তোলপাড় ফেলা এক রিচার্জ প্ল্যান। এবার একজন রিচার্জ করলে তিনজন পাবেন ফ্রি'তে কলিয়ের বিরাট সুযগ। এমনই অভিনব অফার এনে বেসরকারি টেলিকম সংস্থাগুলির বুকে কাঁপুনি ধরিয়েছে সরকারি টেলিকম সংস্থা BSNL!
এমনিতেই সস্তার রিচার্জে বিস্ফোরণ সৃষ্টি করেছে BSNL! এবার এক অভিনব রিচার্জ প্ল্যান নিয়ে হাজির সরকারি টেলিকম সংস্থা। এখন এক রিচার্জে ৩ জন পাবেন বিনামূল্যে কলিং এবং ডেটার বিরাট সুবিধা। বিএসএনএল তার এই নয়া প্ল্যানে বেসরকারি টেলিকম কোম্পানিগুলির ঘুম কেড়ে নিয়েছে।
রিচার্জ প্ল্যান নিয়ে জিও, এয়ারটেল, ভিআই এবং বিএসএনএলের মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে। সমস্ত টেলিকম কোম্পানি গ্রাহকদের আকৃষ্ট করতে রোজই নিত্যনতুন রিচার্জ প্ল্যান আসছে। বেসরকারি কোম্পানিগুলির সাথে প্রতিযোগিতায়, এখন সরকারি টেলিকম কোম্পানি BSNL সর্বকালের সবচেয়ে বড় বিস্ফোরক অফার নিয়ে হাজির হয়েছে। বিএসএনএল এমন একটি রিচার্জ প্ল্যান চালু করেছে যেখানে মাত্র এক রিচার্জে ৩ জন পাবেন বিনামূল্যে কলিং ডেটা।
Triple the connections, endless possibilities!
— BSNL India (@BSNLCorporate) March 23, 2025
Get 75GB data, 100 SMS/day & unlimited calls for EACH of your 3 family connections—ALL at just ₹999! #BSNLIndia#BSNLPostpaidpic.twitter.com/j6GT4dW2BU
এই অসাধারণ রিচার্জ প্ল্যান সম্পর্কে BSNL তাদের অফিসিয়াল X অ্যাকাউন্টে তথ্য শেয়ার করেছে। একটি আপনি এই প্ল্যানটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট অথবা BSNL সেলফ কেয়ার অ্যাপের মাধ্যমে রিচার্জ করতে পারবেন।
বিএসএনএলের নতুন রিচার্জ প্ল্যান আলোড়ন ফেলেছে-
বিএসএনএল তাদের পোস্টপেড ব্যবহারকারীদের জন্য ৯৯৯ টাকার একটি নতুন প্ল্যান চালু করেছে। এই প্ল্যানের সবচেয়ে বড় বিশেষত্ব হল শুধুমাত্র একজনকে রিচার্জ করতে হবে এবং ৩ জনের নম্বর এই প্ল্যানে যুক্ত করা যাবে। অর্থাৎ, এখন একজনের খরচে তিনজন পাবেন আনলিমিটেড কলিং ডেটার বিরাট সুবিধা।
BSNL-এর এই 999 টাকার প্ল্যানে প্রাইমারি ইউজারের পাশাপাশি আরও ২ জন অর্থাৎ মোট ৩ জন পাবেন সীমাহীন কলিং। এর পাশাপাশি এই প্ল্যানে সকল ব্যবহারকারীরা পাবেন ৭৫ জিবি ডেটা পাবেন। অর্থাৎ প্ল্যানে মোট ৩০০ জিবি ডেটা পাওয়া যাবে। এর পাশাপাশি, কোম্পানি দিচ্ছে প্রতিদিন ১০০টি বিনামূল্যে SMS-এর সুবিধা।
বিরাট ছাড়ের সঙ্গে পান দুর্দান্ত এক্সচেঞ্জের সুযোগ! এত কমে 1.5 Ton Split AC ভাবতেও পারবেন না...