Advertisment

BSNL Recharge Plan: তিন টাকার খরচে ৩০০ দিনের ভ্যালিডিটি! বাজার কাঁপিয়ে দিল BSNL-র এই প্ল্যান

BSNL Recharge Plan: দিনে মাত্র তিন টাকা খরচ করে পান ৩০০ দিনের দীর্ঘ ভ্যালিডিটি! তোলপাড় ফেলা প্ল্যানে শোরগোল ফেলল BSNL, ইউজারদের দীর্ঘদিনের রিচার্জের টেনশনের অবসান ঘটিয়েছে সংস্থা।

author-image
IE Bangla Tech Desk
New Update
BSNL recharge

তিন টাকার খরচে ৩০০ দিনের ভ্যালিডিটি! বাজার কাঁপিয়ে দিল BSNL-র এই প্ল্যান

BSNL Recharge Plan: দিনে মাত্র তিন টাকা খরচ করে পান ৩০০ দিনের দীর্ঘ ভ্যালিডিটি! তোলপাড় ফেলা প্ল্যানে শোরগোল ফেলল BSNL। ইউজারদের দীর্ঘদিনের রিচার্জের টেনশনের অবসান ঘটিয়েছে BSNL। এখন মাত্র ৩ টাকার দৈনিক খরচে পেয়ে যান ৩০০ দিনের বিরাট ভ্যালিডিটি। BSNLতার ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে দীর্ঘ বৈধতার সাথে সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান। সরকারি টেলিকম সংস্থা BSNLএই প্ল্যানে দিচ্ছে ১০ মাসের দীর্ঘ বৈধতা। যার জন্য প্রতিদিনের খরচ হবে মাত্র ৩ টাকার কম।  

Advertisment

তুঙ্গে চাহিদা, বৈদ্যুতিক গাড়ির সেগমেন্টে চার সেরা গাড়ি ঝড় তুলেছে বাজারে

দীর্ঘদিন ধরে সিম অ্যাকটিভ রাখতে চান এমন ইউজারদের জন্য সস্তায় সেরা প্ল্যান নিয়ে হাজির BSNL। সরকারি টেলিকম সংস্থা এখন তার  সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যানের মাধ্যমে কোটি কোটি ইউজারদের আকৃষ্ট করার চেষ্টা করছে। jio Airtel,Vi এর রিচার্জের দাম বাড়ানোর পর থেকে টেলিকম পরিষেবায় ট্রেণ্ড করছে BSNL। সস্তার এই রিচার্জ প্ল্যানের জন্য ইউজারদের দৈনিক ৩ টাকার কম খরচ করতে হবে। এই প্ল্যানে, ব্যবহারকারীরা ৩০০ দিন অর্থাৎ ১০ মাসের সম্পূর্ণ বৈধতা পাবেন।

জানুন প্ল্যানের বিষয়ে বিস্তারিত 

ফ্রি'তে এক বছরের রিচার্জ জেতার বিরাট সুযোগ! jio-র তোলপাড় ফেলা ঘোষণা

BSNL-এর সবচেয়ে সস্তা প্ল্যান!

ভারত সঞ্চার নিগম লিমিটেডের এই প্রিপেড রিচার্জ প্ল্যানটি দাম মাত্র 797 টাকা। এই রিচার্জ প্ল্যানে ব্যবহারকারীরা পাবেন 300 দিনের বৈধতা। এই প্ল্যানে ব্যবহারকারীদের ভারত জুড়ে যে কোনও নেটওয়ার্কে বিনামূল্যে কল করার সুবিধা দেওয়া হচ্ছে। এছাড়া ব্যবহারকারীরা বিনামূল্যে জাতীয় রোমিংয়ের সুবিধাও পাবেন। শুধু তাই নয়, ব্যবহারকারীরা এই প্রিপেড রিচার্জ প্ল্যানে প্রতিদিন 2GB ডেটার সুবিধাও পাবেন। এছাড়াও, ব্যবহারকারীরা প্রতিদিন 100টি বিনামূল্যে SMS এর সুবিধা পাবেন। BSNL-এর এই রিচার্জ প্ল্যানে কলিং, ডেটা এবং মেসেজের এই সুবিধা পাবেন প্রথম 60 দিনের জন্য। এর পরে, ব্যবহারকারীদের কলিং বা ডেটা ইত্যাদির জন্য আলাদা টপ-আপ করতে হবে।

মহাকাশেও সঙ্গীতের স্বাদ! পিয়ানোর সুরে ইতিহাস গড়লেন মহাকাশচারী

BSNL-এর এই রিচার্জ প্ল্যানটি সেই সমস্ত ব্যবহারকারীদের জন্য বিশেষভাবে উপকারী যারা তাদের BSNL নম্বরটি সেকেন্ডারি সিম হিসাবে ব্যবহার করছেন। প্রথম দু মাসে, ব্যবহারকারীরা এই প্ল্যানের সাথে কলিং এবং ডেটা সুবিধা পেতে পারেন। এর পরে, ব্যবহারকারীরা সম্পূর্ণ ৩০০ দিনের জন্য তাদের নম্বরে ইনকামিং কলের সুবিধা পাবেন। দু মাস পরে, ব্যবহারকারীরা যদি চান, তারা কোম্পানির সস্তা টপ-আপ প্ল্যানের সাথে তাদের নম্বর রিচার্জ করতে পারেন।  

বিদায় নিয়েছে গরম, এসি প্যাক করার আগে 'আসল কাজ' করতে ভুলবেন না!

4G-5G-এর প্রস্তুতি শুরু 

সরকারি টেলিকম কোম্পানি তাদের ব্যবহারকারীদের জন্য 4G এবং 5G চালু করার প্রস্তুতি শুরু করেছে। দেশের অনেক টেলিকম সার্কেলে ফোরজি সেবা চালু করেছে সরকারি টেলিকম কোম্পানি। আগামী বছরের প্রথমার্ধের মধ্যে সারাদেশে সমস্ত সার্কেলে আনুষ্ঠানিকভাবে 4G পরিষেবা চালু হতে পারে। এছাড়াও, টেলিকমিউনিকেশন বিভাগ BSNL 5G পরিষেবার পরীক্ষাও শুরু করেছে।

নিজের জাত চেনাল, Jio-Airtel-ও BSNL-র এই 'ধামাকা' প্ল্যানে চমকে উঠেছে!

BSNL recharge plan bsnl plan bsnl BSNL 5G BSNL JiO
Advertisment