/indian-express-bangla/media/media_files/W1wgvqKpl4Ei7z8lxXL4.jpg)
পিয়ানো সুরে মাতিয়ে দিলেন মহাকাশও ! ইতিহাস সৃষ্টি করলেন এই মহাকাশচারী
Polaris Dawn : মহাকাশে পিয়ানো বাজিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন বিশ্বের প্রথম মহাকাশচারী সারাহ গিলিস । বিশ্বের প্রথম বাণিজ্যিক মহাকাশ অভিযান Polaris Dawn-র মহাকাশচারী সারাহ মহাকাশে গান গেয়ে পিয়ানো বাজিয়ে সারা বিশ্বের নজর কেড়েছেন।
মহাকাশে থেকে সঙ্গীতের স্বাদ প্রথমবারের মতো গ্রহণ করেছেন তিনি। জানিয়ে রাখি সারাহ গিলিস ইলন মাস্কের স্পেসএক্স-এর দক্ষ প্রযুক্তিবিদ পাশাপাশি সঙ্গীতের প্রতি তার গভীর টান। মহাকাশে তার সংগীত পরিবেশন সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষকে মুগ্ধ করেছে। মহাকাশে তার এই পিয়ানো বাজিয়ে সেরা পারফরম্যান্স বিশ্বজুড়ে ভাইরাল হচ্ছে।
মাত্র ৯৯৯ টাকায় বুক করুন Ola Roadster বাইক! পুজোর আগে ধামাক অফারে চমকে দিল সংস্থা
নিশ্চয়ই ভাবছেন মহাকাশ থেকে এটি কীভাবে পৃথিবীতে পৌঁছেছে। আসলে এই পারফরম্যান্স রেকর্ড করা হয়েছিল এবং স্পেসএক্সের স্টারলিঙ্ক স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীতে প্রেরণ করা হয়েছিল। পৃথিবীর কক্ষপথে ঘোরার সময় সারার মিউজিক্যাল পারফরম্যান্স সোশ্যাল মিডিয়ায় প্রশংসিত হচ্ছে।
HARMONY OF RESILIENCE: Recorded in space and sent to Earth via @SpaceX’s @Starlink constellation, Polaris Dawn crewmember and violinist @Gillis_SarahE invites you to enjoy this music moment in support of @StJude & @ElSistemaUSA → https://t.co/My8cUwAWzgpic.twitter.com/OoxTllCZNP
— Polaris (@PolarisProgram) September 13, 2024
সারা জানিয়েছেন, যে তার ইচ্ছা ছিল এই বিশেষ মুহূর্তটি বিশ্বের কোটি কোটি মানুষের সঙ্গে ভাগ করে নেওয়া। ভিডিওটি কয়েক মিনিটের মধ্যেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। Polaris Dawn একটি পাঁচ দিনের মহাকাশ মিশন যা বিশ্বের প্রথম বাণিজ্যিক মহাকাশ অনুসন্ধান মিশন। এতে ৪ জন সদস্য রয়েছেন।
সূর্যে ফের বড় বিস্ফোরণ! পৃথিবীর দিকে এগোচ্ছে ভয়ঙ্কর সৌর ঝড়, বিরাট অশনিসংকেত?