BSNL Recharge Plan: ৯০০ টাকার কমে পান ৬ মাসের ভ্যালিডিটি! BSNL-এর এই ধুঁয়াধার প্ল্যানে ঘাম ঝরছে এয়ারটেল-জিও'র

BSNL Recharge Plan: দেশের একমাত্র সরকারি টেলিকম কোম্পানি BSNL সস্তার রিচার্জ প্ল্যানের মাধ্যমে কোটি কোটি ইউজারদের নিজেদের নেটওয়ার্কে যুক্ত করেছে।

author-image
IE Bangla Tech Desk
New Update
BSNL.

৯০০ টাকার কমে পান ৬ মাসের ভ্যালিডিটি! BSNL-এর এই ধুঁয়াধার প্ল্যানে ঘাম ঝরছে এয়ারটেল-জিও'র।

BSNL Recharge Plan:  ৯০০ টাকার কমে পান ৬ মাসের ভ্যালিডিটি! BSNL-এর এই ধুঁয়াধার প্ল্যানে ঘাম ঝরছে এয়ারটেল-জিও'র।   

Advertisment

দেশের একমাত্র সরকারি টেলিকম কোম্পানি BSNL সস্তার রিচার্জ প্ল্যানের মাধ্যমে কোটি কোটি ইউজারদের নিজেদের নেটওয়ার্কে যুক্ত করেছে। এবার ইউজাদের জন্য আরও সস্তার রিচার্জ প্ল্যান এনে চমকে দিল BSNL। এবার মাত্র  ৯০০ টাকার কমে পেয়ে যান ৬ মাসের ভ্যালিডিটি। এই রিচার্জ প্ল্যানে ডেটা এবং কলিংয়ের মতো দুর্দান্ত সুবিধা পাচ্ছেন ইউজাররা। 

ব্যয়বহুল রিচার্জের কারণে মোবাইল ব্যবহারকারীদের একেবারে নাস্তানাবুদ অবস্থা। ট্রাইয়ের নির্দেশের পর, বেসরকারি টেলিকম কোম্পানিগুলি ভয়েস এবং এসএমএস প্ল্যান নিয়ে এসেছে, কিন্তু তাতেও বিশেষ সুরাহা মেলেনি। এমন পরিস্থিতিতে, BSNL-এর এমন একটি রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে যাতে ৯০০ টাকার কমে ইউজাররা পাবেন ৬মাসের মেয়াদ। সেই সঙ্গে পাবেন ডেটা এবং কলিংয়ের মত সুবিধাও।  

যদি আপনি সস্তার একটি প্ল্যানের সন্ধান করে থাকেন যাতে পাবেন দীর্ঘ মেয়াদ, কলিং, ডেটা এবং এসএমএস সুবিধা। তাহলে BSNL এর ৮৯৭ টাকার রিচার্জ আপনার জন্য বিশেষ কার্যকর। ৮৯৭ টাকার প্ল্যানটিতে, বিএসএনএল ১৮০ দিনের পূর্ণ বৈধতা দিচ্ছে। এর সাথে, ব্যবহারকারীরা ১৮০ দিনের জন্য দেশজুড়ে বিনামূল্যে কলিংয়ের সুবিধা পাবেন। এর সাথে, তারা প্রতিদিন ১০০টি এসএমএসও পাবেন। এই পরিকল্পনার সুবিধা এখানেই শেষ নয়। এর সাথে, ইউজাররা পাবেন ৯০ জিবি ডেটা।

Advertisment

বিএসএনএল তাদের আরেকটি সস্তা প্ল্যানে দীর্ঘ বঈধতা অফার করছে। BSNL এর ৭৯৭ টাকার রিচার্জ প্ল্যানের  মেয়াদ ৩০০ দিন। এতে, ব্যবহারকারীরা পুরো ১০ মাসের ভ্যালিডিটি পাবেন।  তবে, সীমাহীন কলিংয়ের সুবিধা কেবল ৬০ দিনের জন্য পাওয়া যাবে। একইভাবে, ডেটা এবং এসএমএসের সুবিধাও প্রথম ৬০ দিনের জন্য পাওয়া যাবে। এই রিচার্জের মাধ্যমে, আপনি প্রথম ৬০ দিনের জন্য প্রতিদিন ১০০টি SMS পাঠাতে পারবেন এবং প্রতিদিন ২GB ডেটা ব্যবহার করতে পারবেন। দৈনিক সীমা শেষ হওয়ার পর, গতি ৪০Kbps-এ নেমে আসবে। 

জবরদস্ত খবরে বাজার গরম করল Vi, চালু 5G, জিও, এয়ারটেলের থেকেও সস্তায় কল-ইন্টারনেট!

bsnl BSNL recharge plan BSNL 5G