vi 5g service: জবরদস্ত খবরে বাজার গরম করল Vi, চালু 5G, জিও, এয়ারটেলের থেকেও সস্তায় কল-ইন্টারনেট!

vi 5g service: জিও, এয়ারটেল এবং VI হল ভারতের তিনটি প্রধান টেলিকম কোম্পানি। দেশের কোটি কোটি ব্যবহারকারীরা এই তিনটি কোম্পানির নেটওয়ার্ক ব্যবহার করছেন।

author-image
IE Bangla Tech Desk
New Update
Vodafone India SuperHero Plan

বিরাট সুখবর Photograph: (ফাইল ছবি)

vi 5g service: Vi ব্যবহারকারীদের জন্য সুখবর! মার্চেই দেশের এই সব শহরে শুরু হচ্ছে 5G পরিষেবা। জিও'র থেকেও সস্তা হবে রিচার্জের দাম?  

Advertisment

জিও, এয়ারটেল এবং VI হল ভারতের তিনটি প্রধান টেলিকম কোম্পানি। দেশের কোটি কোটি ব্যবহারকারীরা  এই তিনটি কোম্পানির নেটওয়ার্ক ব্যবহার করছেন। ইউজারদের আরও ভাল পরিষেবা প্রদান করতে বাজারে চলছে জোর প্রতিযোগিতা। ৫জি নেটওয়ার্কের কথা বলতে গেলে, জিও এবং এয়ারটেল প্রায় ২ বছর আগে ৫জি নেটওয়ার্ক শুরু করেছে।  কিন্তু এখন পর্যন্ত VI তাদের ৫জি নেটওয়ার্ক শুরু করতে পারেনি। এমন পরিস্থিতিতে, গত ২ বছরে VI অনেক গ্রাহক হারিয়েছে। 5G নেটওয়ার্ক চালু করতে না পারার কারণে, অনেকেই VI ছেড়ে চলে জিও বা এয়ারটেলে পোর্ট করেছেন। এবার ভোডাফোন ইউজারদের জন্য রয়েছে বিরাট সুখবর। 

VI 5G নেটওয়ার্ক নিয়ে ক্রমাগত কাজ করছে। শীঘ্রই VI ব্যবহারকারীরা 5G নেটওয়ার্কের সুবিধা পেতে চলেছেন। VI ২০২৫ সালের মার্চের মধ্যে তার 5G নেটওয়ার্ক চালু করতে চলেছে। VI প্রথমে দিল্লি, বেঙ্গালুরু, চণ্ডীগড় এবং পাটনায় তার 5G নেটওয়ার্ক চালু করবে, তারপরে ধীরে ধীরে দেশের বিভিন্ন শহরে VI 5G নেটওয়ার্ক চালু করা হবে। 5G নেটওয়ার্ক চালু হলে VI ইউজাররা আরও উন্নত নেটওয়ার্ক পরিষেবা পাবেন। 

Vi-এর সিইও অক্ষয় মুন্দ্রা বলেছেন যে Vi-এর 5G চালুর পর গ্রাহকরা অন্যান্য বড় টেলিকম কোম্পানির সস্তায় কল ও ইন্টারনেটের সুবিধা পাবেন।এমন পরিস্থিতিতে জোর জল্পনা, জিও এবং এয়ারটেলের তুলনায় ভিআই সস্তায় 5G পরিষেবা প্রদান করবে। VI এর 5G নেটওয়ার্ক নন স্ট্যান্ড অ্যালোন (NSA) প্রযুক্তিতে কাজ করবে। এয়ারটেল, জিও এবং বিএসএনএলের তীব্র প্রতিযোগিতার কারণে, কোম্পানির গ্রাহক সংখ্যা ক্রমাগত হ্রাস পাচ্ছে, যা অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে ২০৫ মিলিয়ন থেকে তৃতীয় প্রান্তিকে ১৯৯.৮ মিলিয়নে নেমে এসেছে।

Advertisment

১৫ কোটিরও বেশি আইফোন বিক্রি, ভারতের বাজারে রেকর্ড গড়েই অ্যাপেলের বড় পরিকল্পনা

vi