Advertisment

বছরে একবার রিচার্জ করলেই হাতের মুঠোয় আনলিমিটেড সুবিধা

এই প্ল্যানের সঙ্গে থাকছে দিনে ৩ জিবি ডেটা ও যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল, দিনে ১০০ টা এসএমএস এর সুবিধা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বছর শেষে সমস্ত রাষ্ট্রীয় টেলিকম সংস্থা বিএসএনএল নতুন বছরের জন্য একাধিক সুবিধা সহ লঞ্চ করল নতুন রিচার্জ প্ল্যান। মূলত, রিলায়েন্স জিওকে টেক্কা দিতেই বিএসএনএল এর এই সিদ্ধান্ত। নতুন প্রিপেইড প্ল্যানের দাম ১,৯৯৯ টাকা।
বড়দিন ও নতুন বছর উপলক্ষে নতুন অফার নিয়ে হাজির হয়েছে সংস্থা।

Advertisment

এই অফারে ১,৯৯৯ টাকার প্ল্যানে অতিরিক্ত ৬০ দিনের বৈধতা পাওয়া যাবে। ২৫ ডিসেম্বর থেকে এই অফার শুরু হয়েছে। ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে এই আকর্ষণীয় অফার। আগে ১,৯৯৯ টাকায় পাওয়া যেত ৩৬৫ দিন। ৬০ দিন যুক্ত হওয়ায় বিএসএনএলের এই দীর্ঘ মেয়াদী রিচার্জের মেয়াদ থাকবে ৪২৫ দিন।

এই প্ল্যানের সঙ্গে থাকছে দিনে ৩ জিবি ডেটা ও যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল, দিনে ১০০ টা এসএমএস এর সুবিধা। ১৯৯৯ টাকার রিচার্জে ৬০ দিনের অতিরিক্ত বেশি সুবিধা পেতে হলে ৩১ তারিখের আগে রিচার্জ করতে হবে।

আরও পড়ুন:কলকাতার আকাশে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ

এতেই শেষ নয়, অন্যান্য রিচার্জে অতিরিক্ত টক-টাইম পাওয়া যাবে। এই স্পেশাল রিচার্জ প্ল্যানগুলি হল, ৫০০, ৪৫০ ,২৭৫ ও ২৫০ টাকা। এই অফারের মেয়াদ চলবে ২ জানুয়ারি পর্যন্ত। অর্থাৎ ২ জানুয়ারির আগে আপনি যদি এই প্ল্যানের রিচার্জগুলি করেন তাহলে অতিরিক্ত টকটাইম পাবেন আপনি।

আরও পড়ুন:‘হ্যাপি নিউ অফারে’র সঙ্গে একাধিক অফার ও সুবিধা আনল রিলায়েন্স জিও

অন্যদিকে গ্রাহকদের জন্য সুপরিচিত হ্যাপি নিউ ইয়ার অফার নিয়ে এসেছে রিলায়েন্স জিও। সোমবার, টেলিকম অপারেটর ‘২০২০ হ্যাপি নিউ ইয়ার’ অফারটি ঘোষণা করে যা আগামী বছরে সীমাহীন ভয়েস কল, ডেটা, এসএমএস এবং জিও অ্যাপ্লিকেশনগুলি ব্যবহারের সুযোগ এবং এর মতো আরও অনেক সুবিধা নিয়ে এসেছে। ২০২০ সালের জন্য নতুন ‘হ্যাপি নিউ ইয়ার’ অফারের সঙ্গে রিলায়েন্স জিও কেবল জিও নেটওয়ার্ক ব্যবহারকারীদের জন্য নয়, জিওফোন ব্যবহারকারীদের জন্যও একাধিক সুবিধা নিয়ে এসেছে।‘২০২০ হ্যাপি নিউ ইয়ার’ অফারের আওতায় রিলায়েন্স জিও আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ১.৫ জিবি ডেটা, এসএমএস এবং জিও অ্যাপ্লিকেশনে অগাধ প্রবেশ পেয়ে যাবেন মাত্র ২,0২0 টাকায়। নতুন বছরের শুরুতে এই আগাম রিচার্জ অফারের বৈধতা থাকবে ৩৬৫ দিন।

bsnl plan bsnl
Advertisment