Advertisment

BSNL Rs 599 Recharge Plan: শীতকালীন বোনানজা অফার! ৬ মাস বিনামূল্যে ইন্টারনেট, প্রতি মাসে পান ১৩০০ জিবি ডেটা!

BSNL Rs 599 Recharge Plan: BSNL সম্প্রতি একটি সস্তার প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছে। এই নয়া রিচার্জে প্লায়েন ইউজাররা পাবেন ৮৪ দিনের দীর্ঘ মেয়াদ। পাশাপাশি পাবেন ২৫২ জিবি ডেটা। BSNL-এর এই প্ল্যানটি রাতের ঘুম কেড়ে নিয়েছে Airtel-Jio-র।

author-image
IE Bangla Tech Desk
আপডেট করা হয়েছে
New Update
BSNL 5 cheapest plan

কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন জুন মাসের মধ্যে, সারা দেশে এক লক্ষ 4G/5G মোবাইল টাওয়ার বসানোর কাজ শেষ হয়ে যাবে।

BSNL Rs 599 Recharge Plan: BSNL সম্প্রতি একটি সস্তার প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছে। এই নয়া রিচার্জে প্লায়েন ইউজাররা পাবেন  ৮৪ দিনের দীর্ঘ মেয়াদ। পাশাপাশি পাবেন ২৫২ জিবি ডেটা। BSNL-এর এই প্ল্যানটি রাতের ঘুম কেড়ে নিয়েছে Airtel-Jio-র।  

Advertisment

সরকারি টেলিকম কোম্পানি বিএসএনএল ক্রমাগত তার 4G নেটওয়ার্ক সম্প্রসারণে কাজ করে চলেছে। BSNL-এর নেটওয়ার্ক সম্প্রসারণ এবং সস্তার রিচার্জের কারণে, এয়ারটেল এবং জিওর মতো বেসরকারি টেলিকম কোম্পানিগুলিকে কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে । বিএসএনএল সম্প্রতি দেশজুড়ে ৫০ হাজারেরও বেশি ৪জি মোবাইল টাওয়ার ইন্সটল করেছে। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন জুন মাসের মধ্যে, সারা দেশে এক লক্ষ 4G/5G মোবাইল টাওয়ার বসানোর কাজ শেষ হয়ে যাবে। এমন পরিস্থিতিতে, আগামী কয়েক মাসের মধ্যে ব্যবহারকারীরা  4G/5G নেটওয়ার্কের সুবিধা পেতে চলেছেন। 

BSNL সম্প্রতি একটি সস্তার প্রিপেইড প্ল্যান চালু করেছে, যে প্লায়েন ইউজাররা পাবেন ৮৪ দিনের ভ্যালিডিটি। BSNL-এর এই প্ল্যানটির জন্য ইউজারদের ৫৯৯ টাকা খরচ করতে হবে। এই প্রিপেইড প্ল্যানের সুবিধা সম্পর্কে বলতে গেলে, ব্যবহারকারীরা পুরো ৮৪ দিনের জন্য যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ফ্রি কলের সুবিধা পাবেন। পাশাপাশি প্রতিদিন মিলবে ৩ জিবি হাই স্পিড ইন্টারনেট ডেটার সুবিধা। 

এই প্রিপেইড প্ল্যানে, ব্যবহারকারীদের প্রতিদিন ৩ জিবি হাই স্পিড ইন্টারনেট ডেটা এবং ১০০টি বিনামূল্যে এসএমএস অফার করা হচ্ছে। অর্থাৎ ইউজাররা মোট ২৫২ জিবি হাই স্পিড ইন্টারনেটের সুবিধা পাবেন।  বিএসএনএল ব্যবহারকারীরা সেল্ফ কেয়ার অ্যাপের মাধ্যমে তাদের নম্বর রিচার্জ করতে পারবেন।

Advertisment

বিএসএনএল শীতকালীন বোনানজা অফার

বিএসএনএল আবারও তার ব্যবহারকারীদের জন্য শীতকালীন বোনানজা অফার নিয়ে এসেছে। সরকারি টেলিকম এখন ব্যবহারকারীদের পুরো ৬ মাস বিনামূল্যে ইন্টারনেট অফার করছে। এই প্ল্যানে, ব্যবহারকারীদের প্রতি মাসে ১৩০০ জিবি হাই স্পিড ডেটা দেওয়া হচ্ছে। কোম্পানিটি তাদের X হ্যান্ডেলের মাধ্যমে এই তথ্য দিয়েছে। BSNL-এর এই ব্রডব্যান্ড প্ল্যানটি দেশের সমস্ত টেলিকম সার্কেলের জন্য প্রযোজ্য। 

bsnl bsnl plan BSNL 5G
Advertisment