BSNL: BSNL 200MP ক্যামেরা সহ 5G ফোন আনছে? তুঙ্গে জল্পনা!
Jio, Airtel এবং Vodafone Idea-র রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর পরই বৃদ্ধির শিরোনামে রয়েছে সরকারি টেলিকম সংস্থা BSNL। আসলে, BSNL-এর সস্তা প্ল্যানের কারণে, টেলিকম গ্রাহকরা BSNL-এ স্যুইচ করতে শুরু করেছেন। ইতিমধ্যে, সোশ্যাল মিডিয়ায় একটি তথ্য ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে যে BSNL একটি 5G ফোন লঞ্চ করতে চলেছে, যাতে থাকতে চলেছে 200 মেগাপিক্সেল ক্যামেরা এবং 7000 mAh ব্যাটারি। এমন খবর ছড়িয়ে পড়তে দেখে, এখন বিএসএনএল নিজেই জানিয়েছে এই খবরের সত্যতা।
BSNL 5G ফোনের ছবি ভাইরাল হচ্ছে
সাম্প্রতিক গুজব অনুসারে, বিএসএনএল বাজারে হাই-এন্ড স্মার্টফোন লঞ্চ করতে টাটার সঙ্গে অংশীদারিত্ব করছে বলে জানা গেছে। 200MP ক্যামেরা এবং 5G এই স্মার্ট ফোনের ছবিও ঝড়ের বেগে শেয়ার করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
BSNL 5G ফোনের খবর মিথ্যা
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ তথ্য দিয়েছে সংস্থাটি। বিএসএনএল বলেছে যে এই গুজবগুলি বিভ্রান্তিকর এবং গ্রাহকদের এই ধরণের গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থা।
কোম্পানি স্পষ্ট করে দিয়েছে যে BSNL-এর 5G ফোন লঞ্চ করার কোনও পরিকল্পনা নেই। BSNL ইন্ডিয়ার অফিসিয়াল টুইটে বলা হয়েছে যে কোম্পানির এই ধরনের কোনো স্মার্টফোন চালু করার কোনো পরিকল্পনা নেই। বিএসএনএল তার গ্রাহকদের সতর্ক থাকার এবং সঠিক তথ্যের জন্য শুধুমাত্র অফিসিয়াল চ্যানেলের উপর নির্ভর করার আহ্বান জানিয়েছে।
আরও পড়ুন - < BSNL Recharge Plan: সস্তায় মারকাটারি প্ল্যান, স্বাধীনতা দিবস উপলক্ষ্যে গ্রাহকদের বিরাট উপহার BSNL-র >
চলতি বছরের অক্টোবরের মধ্যে ৮০ হাজার টাওয়ার বসানো হবে। এছাড়াও, বাকি ২১ হাজার টাওয়ার ২০২৫ সালের মার্চের মধ্যে স্থাপন করা হবে। অর্থাৎ ২০২৫ সালের মার্চের মধ্যে এক লাখ টাওয়ার স্থাপনের সঙ্গে সঙ্গে পরিষেবার উন্নতিতেও নজর দেবে BSNL ।