/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/08/WhatsApp-Image-2018-08-10-at-5.42.41-PM.jpeg)
২০১৮ সালের ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে অনলাইন রেজিস্ট্রেশন।
বিএসএনএল সদ্য ঘোষণা করেছে তাদের মেগা অফার। যা নতুন পোর্ট-গ্রাহকদের সীমাহীন ভয়েস, এসএমএস এবং ডেটা বেনিফিট দেবে। এই অফারের অধীনে নতুন গ্রাহকরা বিনামূল্যে সিম কার্ড পাবেন। পাশাপাশি ৩৯৯ টাকার যে সুযোগ সুবিধা পাওয়া যেত, সেই সুবিধাই ১০০ টাকায় পাওয়া যাবে বলে জানানো হয়েছে বিএসএনএল তরফে।
বিএসএনএল একটি প্রেস বিবৃতিতে জানিয়েছে, কাস্টমার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করলেই চালু হবে আপনার নতুন নম্বর, গ্রাহকদের নতুন পোর্টের জন্য BSNL এর কুপন পেতে পারেন IOCL/HPCL এর LPG বিলের মধ্যে। কুপনের নম্বর ফোন করে কাস্টমার সার্ভিসে জানালে বা নিকটবর্তী বিএসএনএলের কেয়ারে দেখালেই পেয়ে যাবেন নতুন প্রিপেইড পরিষেবা।
Enjoy this Diwali with #BSNL. Get extra talk value upto 8.8% on top up plans. pic.twitter.com/qnDIwni3T8
— BSNL India (@BSNLCorporate) October 24, 2018
সাতটি ভারতীয় রাজ্য যেমন উত্তর প্রদেশের (পূর্ব ও পশ্চিম), উত্তরাঞ্চলের, হিমাচল প্রদেশ, হরিয়ানা, রাজস্থান, পাঞ্জাব এবং জম্মু ও কাশ্মীরের LPG বিক্রেতারা ইতিমধ্যেই কুপন চালু করেছে বিএসএনএলের। বলা যেতে পারে বাড়ি বাড়ি যাতে সহজেই পৌছে যায় বিএসএনএলের এই নতুন মেগা অফারের তথ্য , কার্যত সেইকারণেই সম্প্রতি LPG র সঙ্গে ব্যবসায়ীক গাঁটছড়া বেঁধেছে বিএসএনএল। "মেগা অফারটি নতুন এবং এমএনপি প্রিপেইড গ্রাহকদের কাছে সত্যিই আনলিমিটেড কল ব্যবহারের জন্য যোগ্য উপহার, যার বৈধতা থাকবে ৭৪ দিন।" বলেছেন সিএমডি অনুপম শ্রীবাস্তব।
আরও পড়ুন:বিমানে ইন্টারনেট পরিষেবার অনুমতি দিল টেলিকম দপ্তর
বিএসএনএল মেগা অফারে গ্রাহকদের ১০০ টাকা মূল্যে ৩৯৯ টাকার STVর সুবিধা দেবে। এতে ভয়েস কল, ডেটা, এসএমএস এবং ব্যক্তিগত রিং ব্যাক টোন (পিআরবিটি) সুবিধা রয়েছে। প্রসঙ্গত, শুধুমাত্র নতুন গ্রাহকদের জন্যই এই অফার। মেগা অফার দিল্লি ও মুম্বাইয়ের জাতীয় রোমিং সহ ব্যবহারকারীদের সীমাহীন ভয়েস কল দেবে। PRBT বেনিফিটের সঙ্গে সীমাহীন গান পাওয়া যাবে, যার বৈধতা ৭৪ দিন।
বিএসএনএল তার "রাখী অফার" অংশ হিসাবে৩৯৯ টকার প্রিপেইড প্ল্যান ঘোষণা করে ছিল এবং এটি এই বছরের আগস্ট থেকে ব্যবহারকারীদের জন্য উপলব্ধ করা হয়েছে। এই প্যাকের অধীনে দেওয়া হয়েছে ডেটাতে (FUP) পলিসি।
Read the full story in English