BSNL Rs 288 plan : 'টপ সিক্রেট' এই রিচার্জ প্ল্যানেই রয়েছে বড় ধামাকা ! এত সুবিধা কল্পনাই করতে পারবেন না

BSNL Rs 288 plan : সস্তার প্ল্যানে বাজারে তোলপাড় ফেলেছে BSNL! সংস্থা একের পর এক রিচার্জ প্ল্যানের মাধ্যমে গ্রাহকদের মন জয় করে চলেছে। আজ BSNL-এর এই সিক্রেট রিচার্জ প্ল্যান সম্পর্কে জানাব।

BSNL Rs 288 plan : সস্তার প্ল্যানে বাজারে তোলপাড় ফেলেছে BSNL! সংস্থা একের পর এক রিচার্জ প্ল্যানের মাধ্যমে গ্রাহকদের মন জয় করে চলেছে। আজ BSNL-এর এই সিক্রেট রিচার্জ প্ল্যান সম্পর্কে জানাব।

author-image
IE Bangla Tech Desk
New Update
BSNL 288 plan

অনেকেই জানেন না 'টপ সিক্রেট' এই রিচার্জ প্ল্যান সম্পর্কে!

 BSNL Rs 288 plan :সস্তার প্ল্যানে বাজারে তোলপাড় ফেলেছে BSNL! সংস্থা একের পর এক রিচার্জ প্ল্যানের মাধ্যমে গ্রাহকদের মন জয় করে চলেছে। কিন্তু অনেকেই হয়ত জানেন না BSNL- এর রয়েছে এই সিক্রেট প্ল্যান, যাতে আপনি পেয়ে যাবেন পুরো ২ মাসের বৈধতা এবং প্রচুর ডেটা!

Advertisment

BSNL-এর একটি দুর্দান্ত রিচার্জ প্ল্যান রয়েছে। যার দাম মাত্র ২৮৮ টাকা। এই প্ল্যানটিতে গ্রাহকরা পেয়ে যাবেন মোট  120GB ডেটা এবং ২ মাসের বৈধতা। কোম্পানির এই প্ল্যানের বিষয়ে অনেকেই জানেন না। বিএসএনএল-এর এই রিচার্জ প্ল্যান হার মানাবে জিওকে-ও। আসুন জেনে নেওয়া যাক BSNL-এর এই টপ সিক্রেট প্ল্যান সম্পর্কে।

ভুলে যান ৬০০ জিবি! BSNL নিয়ে এল গেম চেঞ্জার প্ল্যান, পান পুরো ৭৯০ জিবি হাইস্পীড ডেটা

BSNL-এর ২৮৮ টাকার প্ল্যান
BSNL-এর এই প্ল্যানের দাম ২৮৮ টাকা। যে সকল ইউজার কম দামে পুরো ২ মাসের ভ্যালিডিটির রিচার্জ প্ল্যানের সন্ধান করছেন তাদের জন্য এই রিচার্জ প্ল্যানটি একেবারে পারফেক্ট। এই প্ল্যানে আপনি ৬০ দিনের বৈধতা পাবেন। এটি একটি বিশেষ ট্যারিফ ভাউচার (BSNL STV)। 

Advertisment

BSNL-এর এই প্ল্যানে আর কী পাওয়া যাবে?
BSNL-এর এই রিচার্জে আপনি প্রতিদিন 2GB ডেটার সুবিধাও পাবেন। অর্থাৎ এই প্ল্যানে BSNL গ্রাহকদের 60 দিনের জন্য 120GB ডেটার সুবিধা পেতে পারেন। যদি এই প্ল্যানটিরদৈনিক ডেটা সীমা সম্পূর্ণভাবে শেষ হয়ে যায় তাহলে ইন্টারনেটের গতি কমে যাবে মাত্র 40Kbps।

bsnl BSNL recharge plan