Redmi 13 price Cut: সুনামির বেগে কমল দাম, Redmi 13-এর সেরা ডিল মাথা ঘুরিয়ে দেবে

Redmi 13 price Cut: আপনিও যদি সাশ্রয়ী মূল্যের নতুন 5G ফোন কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে Redmi 13 আপনার জন্য একটি দুর্দান্ত বিকল্প। পাশাপাশি এই স্মার্টফোনে কেনার উপর গ্রাহকরা পেয়ে যাবেন আকর্ষণীয় EMI অফার। রেডমির এই ফোনে রয়েছে দারুণ স্পেসিফিকেশন।

Redmi 13 price Cut: আপনিও যদি সাশ্রয়ী মূল্যের নতুন 5G ফোন কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে Redmi 13 আপনার জন্য একটি দুর্দান্ত বিকল্প। পাশাপাশি এই স্মার্টফোনে কেনার উপর গ্রাহকরা পেয়ে যাবেন আকর্ষণীয় EMI অফার। রেডমির এই ফোনে রয়েছে দারুণ স্পেসিফিকেশন।

author-image
IE Bangla Tech Desk
New Update
bumper deal on redmi 13

সুনামির বেগে কমল দাম, Redmi 13-এর সেরা ডিল মাথা ঘুরিয়ে দেবে

Redmi 13 price Cut:  Redmi Note 14 সিরিজের লঞ্চের ঠিক আগে Redmi 13 স্মার্টফোনের দামে একধাক্কায় বড়সড় ছাড়! অনলাইন প্ল্যাটফর্ম  Flipkart আপনাকে এই স্মার্টফোনের উপর দিচ্ছে বাম্পার ডিসকাউন্ট এবং ব্যাঙ্ক অফারের সুযোগ ।

Advertisment

আপনি যদি সাশ্রয়ী মূল্যের নতুন 5G ফোন কিনতে চান, তাহলে Redmi 13 আপনার জন্য একটি দুর্দান্ত বিকল্প হতে পারে। এই স্মার্টফোনটিতে গ্রাহকরা পেয়ে যাবেন আকর্ষণীয় EMI অফারও। রেডমির এই ফোনে রয়েছে দুর্দান্ত ফিচার। 

Redmi 13-এ ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 108MP ক্যামেরা এবং 5030 mAh ব্যাটারি রয়েছে। এর পাশাপাশি রেডমির এই স্মার্টফোনে আপনি 2200 টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন। কোম্পানি Redmi 13 এর 6GB + 128GB ভেরিয়েন্টটি 13,999 টাকায় লঞ্চ করেছিল, কিন্তু ফ্ল্যাট ডিসকাউন্টের পরে আপনি মাত্র 12,283 টাকায় এই স্মার্টফোনটি কিনতে পারবেন।

অতিরিক্ত অফার:

Advertisment

1,500 টাকা পর্যন্ত ফ্ল্যাট ডিসকাউন্ট

Flipkart Axis Bank ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 5 শতাংশ ক্যাশব্যাক

ফোনের 256 জিবি ভেরিয়েন্টেও ছাড়

Redmi 13 5G স্পেসিফিকেশন:

ডিসপ্লে: 6.79 ইঞ্চি FHD + LCD ডিসপ্লে

প্রসেসর: Qualcomm Snapdragon 4 Gen 2 চিপসেট, Adreno 613 GPU

RAM এবং স্টোরেজ: 8GB RAM এবং 128GB স্টোরেজ

ক্যামেরা: 108MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP ম্যাক্রো ক্যামেরা; 13MP ফ্রন্ট ক্যামেরা

অন্যান্য ফিচার: ডুয়াল 5G সিম সাপোর্ট, 3.5 মিমি হেডফোন জ্যাক, সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইউএসবি টাইপ-সি পোর্ট

কোম্পানি Redmi Note 14 সিরিজের অধীনে ভারতে তিনটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। ইভেন্টে Redmi Buds এবং স্পিকারও লঞ্চ করা হবে।

redmi