Advertisment

চাঁদের দক্ষিণ মেরুর রহস্য উদঘাটনে ভারত

সূর্যের কাছাকাছি যাওয়ার কথা ভাবতে শুরু করেছে ইসরো।আগামী বছরের প্রথম দিকেই ইসরো সূর্যের নিকটবর্তী অঞলকে ছুঁয়ে দুঃসাহস দেখাবে।

author-image
IE Bangla Web Desk
New Update
isro amp

চাঁদের উল্টো পিঠের অন্ধকারের অদেখা অজানা তথ্য খুঁজতে পৌঁছে গেছে চিন।

চাঁদের দক্ষিণ মেরুর রহস্য সন্ধানে ভারতীয় বিজ্ঞানীরা। চাঁদের এই না-দেখা দক্ষিণাংশের মাটি কেমন, সেখানেও রয়েছে কি না বরফের পুরু স্তর বা বইছে কি না তরল জলের ধারা, তা খুঁজে দেখতে পাড়ি জমাতে চায়। কয়েকদিন আগে চাঁদের উল্টো পিঠের অন্ধকারের অদেখা অজানা তথ্য খুঁজতে পৌঁছে গেছে চিন।

Advertisment

ভারতীয় স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) এর চেয়ারম্যান কে সিভান বলেন, "এখনো পর্যন্ত কোনো দেশই চাঁদের এই অঞ্চলের রোভার পাঠায়নি। ভারতই প্রথম চন্দ্রযান-২ পাঠাতে চলেছে চাঁদের দক্ষিণে।"

এই সপ্তাহের শুরুতে, ইসরো জানায় আসন্ন চন্দ্র মিশন - অরবিটার, ল্যান্ডার (বিক্রম) এবং রোভার (প্রজ্ঞান) এর জন্য তিনটি মডিউলের কাজ চলছে। চন্দ্রযান-২ উৎক্ষেপন করার জন্য জুলাই মাসে সময় নির্ধারিত করা হয়েছে। ল্যান্ডারটি সেপ্টেম্বরের শুরুতে চাঁদের পৃষ্ঠদেশ স্পর্শ করবে।

আরও পড়ুন: কোথায় কোন নিম্নচাপ রয়েছে জানুন এই অ্যাপের মাধ্যমে

সাম্প্রতিক বদল অনুযায়ী এখনও পর্যন্ত চন্দ্রযান-২ এর ওজন সামান্য বাড়ানো হয়েছে এবং জিএসএলভি মার্ক ৩ মহাকাশযান দ্বারা উৎক্ষেপিত হবে। এই অভিযানের অরবিটারের ওজন ২৩৭৯ কিলোগ্রাম, ‘বিক্রম’ নামের ল্যান্ডারের ওজন ১৪৭১ কিলগ্রাম। আর রোভারের ওজন ২৭ কেজি।

ইসরো ৬ ই জুলাই থেকে ১৬ জুলাইয়ের মধ্যে GSLV MK-III রকেটিকে লঞ্চ করার কথা ভাবছে। মনে করা হচ্ছে ৬ সেপ্টেম্বর লঞ্চ করবে চাঁদের মাটিতে।

এদিকে সূর্যের কাছাকাছি যাওয়ার কথা ভাবতে শুরু করেছে ইসরো। এমনটাই এদিন জানিয়েছেন সিভান। মিশন আদিত্য-এল ওয়ান। আগামী বছরের প্রথম দিকেই ইসরো সূর্যের নিকটবর্তী অঞ্চলকে ছুঁয়ে দুঃসাহস দেখাবে।

Read the full story in English

ISRO
Advertisment