scorecardresearch

বড় খবর

Chandrayaan 2 Landing Date: কখন চাঁদের মাটি স্পর্শ করবে বিক্রম?

Chandrayaan 2: মেরু অঞ্চলেই বরফ থাকার সম্ভাবনা বেশি। তাই সেখানে গেলেই চাঁদে জল কোথা থেকে এল, কীভাবে এল সেই প্রশ্নের সঠিক উত্তর মিলতে পারে।

Chandrayaan 2 Landing Date: কখন চাঁদের মাটি স্পর্শ করবে বিক্রম?
Chandrayaan 2 Moon Landing Date:

Chandrayaan 2 Planned Moon Landing Date: ইতিহাস গড়তে চলেছে ভারত। অধীর আগ্রহে ল্যান্ডার ‘বিক্রম’ এর চাঁদে পৌঁছানোর দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ। চাঁদের দক্ষিণভাগে ১৪ দিন ধরে পাড়ি জমাবে ইসরোর পাঠানো ল্যান্ডার ‘বিক্রম’ ও  রোভার ‘প্রজ্ঞান’। ইসরো জানিয়েছে সব ঠিকঠাক থাকলে ৭ সেপ্টেম্বর রাত ১.৩০ থেকে ২.৩০ এর মধ্যে চাঁদের মাটি ছুয়ে ফেলবে ল্যান্ডার।

সফল অবতরণের আশা নিয়ে প্রতিটা পদক্ষেপ এখন হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, চন্দ্রযান ২ থেকে সফলভাবে আলাদা হয়ে গেছে ল্যান্ডার অর্থাৎ বিক্রম। ৩৫ x ১০১ কিলোমিটার দৈর্ঘ্যের কক্ষপথে ঘুরছে সে। কক্ষপথ অতিক্রম করে ক্রমশ এগিয়ে চলেছে চাঁদের দিকে। অন্যদিকে যে কক্ষপথে চন্দ্রযানকে ছেড়ে ল্যান্ডার আলাদা হয়ে গিয়েছে, ৯৬ x ১২৫ কিমি দৈর্ঘ্যের ওই কক্ষপথেই রয়েছে চন্দ্রযান ২।

Chandrayaan 2 Moon Landing Date:

কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠিয়েই সন্তুষ্ট হওয়া যায় না। আরও কঠিন অভিযানে সামিল হওয়া ও রহস্য ভেদের ইচ্ছা জেগে ওঠে। চাঁদের বুকে ল্যান্ডার ও রোভার নামানোর কারণটা ঠিক সেটাই।

আরও পড়ুন: চন্দ্রযান ২: শেষ পনেরো মিনিটই ভাবাচ্ছে ইসরোকে

অবতরণের শেষে ১৫ মিনিট খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে ইসরো। কারণ এই সময় জোরে ল্যান্ড করলে দুর্ঘটনা ঘটতে পারে। খারাপ হয়ে যেতে পারে ল্যান্ডার। উদাহরণ স্বরূপ, সম্প্রতি ইজরায়েলের পাঠানো মহাকাশযান চাঁদে পৌঁছনোর পর যখন চাঁদের পিঠে নামার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই জোরে ধাক্কা লেগে ইঞ্জিন খারাপ হয়ে যায়। ফলে, সেটি মুখ থুবড়ে পড়ে চাঁদের বুকে। তাই সেখানেই শেষ হয়ে গিয়েছিল ইজরায়েলি মহাকাশযানের পথ চলা। তাই চন্দ্রযান-২ যাতে এইরকম অবস্থায় না পড়ে, তার জন্য আগাম হিসাব নিকাশ কষে ফেলেছেন ইসরোর বিজ্ঞানীরা। কিন্তু তাতেও ভয় রয়ে যাচ্ছে বলে জানিয়েছে ইসরো।

মেরু অঞ্চলেই বরফ থাকার সম্ভাবনা বেশি। তাই সেখানে গেলেই চাঁদে জল কোথা থেকে এল, কীভাবে এল সেই প্রশ্নের সঠিক উত্তর মিলতে পারে। ভারতই পৃথিবীর প্রথম দেশ যা চাঁদের দক্ষিণ মেরুতে পরীক্ষা-নিরীক্ষা চালাবে।

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Bengali App.

Web Title: Chandrayaan 2 landing date time place