Advertisment

ISRO: মহাকাশ ফুঁড়ে রসহ্যভেদে মরিয়া ইসরো, পরবর্তী পরিকল্পনা জানলে চমকে যাবেন

ISRO: চন্দ্রযান-৩ মিশনের সাফল্যের পর ফের নজির গড়তে তৈরি ইসরো। এল সরকারের সবুজ সংকেত। মহাকাশ গবেষণায় মাইলস্টোন অর্জনের লক্ষ্যে একের পর এক মিশন চালিয়ে যাচ্ছে ইসরো।

author-image
IE Bangla Tech Desk
New Update
chandrayaan 4

মহাকাশ ফুঁড়ে রসহ্যভেদে মরিয়া ইসরো

ISRO: চন্দ্রযান-3 মিশনের সাফল্যের পর ফের নজির গড়তে তৈরি ইসরো। এল সরকারের সবুজ সংকেত। ইসরো এখন তার পরবর্তী  চন্দ্রযান-4-মিশনের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। এর জন্য সরকারের কাছ থেকে ইতিমধ্যেই মিলেছে সবুজ সংকেত।  

Advertisment

মহাকাশ গবেষণায় মাইলস্টোন অর্জনের লক্ষ্যে একের পর এক মিশন চালিয়ে যাচ্ছে ইসরো। গত বছর চন্দ্রযান 3-এর সফল অভিযানের পর, বুধবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) চন্দ্রযান-4-মিশনের এর জন্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অনুমোদন পেয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা নতুন মুন মিশনে সবুজ সংকেত দিয়েছে। এই মিশনে, চাঁদে ভারতীয়'র অবতরণ এবং পৃথিবীতে নিরাপদে প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত ক্ষমতাগুলি মূল্যায়ন করা হবে।

অনবদ্য মাইলেজের সঙ্গে দুরন্ত রেঞ্জ, সঙ্গে টাটার আস্থা! পুজোর আগে বাজারে বড় চমক

প্রধানমন্ত্রী মোদী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্টে বলেছেন যে চন্দ্রযান-4 মিশনে  কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন করেছে। তিনি বলেছেন, "এই মিশন মহাকাশ প্রযুক্তিতে ভারতের স্বনির্ভরতা বাড়াবে এবং উদ্ভাবনের প্রচার করবে।" এই মিশনে চাঁদ থেকে নমুনা সংগ্রহ করে তা বিশ্লেষণ করা হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে চন্দ্রযান 3-এর সাফল্যের পর, পরবর্তী পদক্ষেপ হল চাঁদে একটি 'মানব মিশন'। সেই লক্ষ্যে দেওয়া হয়েছে সবুজ সংকেত। এই মিশন সফল হলে তা হবে ইসরোর জন্য বড় সাফল্য। এই মিশনের উদ্দেশ্য চাঁদ থেকে নমুনা পৃথিবীতে সংগ্রহ করে আনা হবে। পৃথিবীর মাত্র তিনটি দেশ- আমেরিকা, রাশিয়া ও চীন চাঁদ থেকে নমুনা আনতে সক্ষম হয়েছে। 

গত বছর মার্কিন মহাকাশ সংস্থা নাসা বলেছিল যে আমেরিকা ভারতকে তার মহাকাশ স্টেশন তৈরি করতে সাহায্য করতে প্রস্তুত। আমেরিকা ও ভারত আগামী বছরের শেষ নাগাদ আন্তর্জাতিক মহাকাশ  স্টেশনে একজন ভারতীয় মহাকাশচারী পাঠানোর পরিকল্পনা করছে। এর সাথে, ISRO গগনযান মিশনের মডিউল মাইক্রোমেটিওরয়েড এবং অরবিটাল ধ্বংসাবশেষ সুরক্ষা ঢাল পরীক্ষা করার জন্য NASA এর হাইপারভেলোসিটি ইমপ্যাক্ট টেস্ট (HVIT) ব্যবহারের সম্ভাবনা বিবেচনা করছে।

কোটি কোটি বছর আগে পৃথিবীর বিরলতম রহস্য সামনে এল, বিজ্ঞানীদের দাবি ঘিরে শোরগোল

গগনযান মিশনের জন্য অনেক প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ISRO কে ২০৩৫  সালের মধ্যে একটি ভারতীয় মহাকাশ স্টেশন তৈরি এবং ২০৪০ সালের মধ্যে চাঁদে মহাকাশচারীদের অবতরণের লক্ষ্য নির্ধারণ করতে বলেছেন। 

ISRO
Advertisment