Stryder Cycle: Tata বাজারে আনল নতুন দুটি ই-সাইকেল। সিঙ্গেল চার্জে পান 40km-র অনবদ্য রেঞ্জ, Voltic X এবং Voltic GO দুটি ই-সাইকেলেই রয়েছে ১৬ শতাংশ ছাড়ের সুযোগ।
Tata দুটি নতুন ই-সাইকেল লঞ্চ করেছে, যার নাম Voltic X এবং Voltic GO। রয়েছে লঞ্চ অফার উপলক্ষ্যে আকর্ষণীয় ডিসকাউন্ট। এখন আপনি সহজেই ১৬ শতাংশ ছাড়ের সঙ্গে কিনতে পারবেন সদ্য লঞ্চ হওয়া নতুন এই ই-সাইকেল।
বর্ষায় এসি থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছে, জানুন 'আসল' কারণ ও 'সহজ' সমাধান
কোম্পানি জানিয়েছে এই দুটি ই-সাইকেলই মাত্র ৩ ঘন্টায় সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। একবার চার্জ দিলে, আপনি পেয়ে যাবেন ৪০ কিলোমিটারের দুর্দান্ত রেঞ্জ।
সাত টাকায় প্রতিদিন 3GB ডেটা, কল! পুজোর দুরন্ত অফার BSNL-র
ভোল্টিক জিও ই-সাইকেলটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে রাইডাররা আরও বেশি আরাম ও স্বাচ্ছন্দ্য পান। এর স্টেপ-ডাউন ফ্রেম ডিজাইন মহিলা রাইডারদের কাছে বিশেষভাবে গ্রহণযোগ্য হবে বলেই কোম্পানির দাবি।
কোটি কোটি বছর আগে পৃথিবীর বিরলতম রহস্য সামনে এল, বিজ্ঞানীদের দাবি ঘিরে শোরগোল
নতুন ই-সাইকেলের দুটি মডেলে রয়েছে ডুয়াল ডিস্ক ব্রেকচ, যার স্বয়ংক্রিয় পাওয়ার কাট-অফ মেকানিজম। এছাড়াও এই ই-বাইকের ব্যাটারিতে রয়েছে দুই বছরের ওয়ারেন্টি। ২০১২ সালে সূচনা হওয়ার পর থেকে, Strider ভারত জুড়ে ৪হাজারের বেশি স্টোরে উপলব্ধ।
মাত্র ৬ হাজারে স্মার্টফোন, ৫ হাজারেই স্মার্ট টিভি! উৎসবের মরসুমে অবিশ্বাস্য অফার Amazon-এ
কত দাম?
কেবল ভারতে নয়, বিদেশেও টাটার এই ই সাইকেলের জনপ্রিয়তা আকাশছোঁয়া। আফ্রিকা এবংমধ্যপ্রাচ্যের দেশগুলিতে টাটা ইতিমধ্যে এই ই-সাইকেল রপ্তানি শুরু করেছে। Voltic X মডেলের দাম শুরু হচ্ছে ৩২,৪৯৫ টাকা থেকে। অন্যদিকে Voltic GO মডেলটির দাম ৩১, ৪৯৫টাকা।
সিনে প্রেমীদের জন্য দারুণ খবর, ৩০০-৪০০ নয়, পছন্দের সিনেমা দেখুন মাত্র ৯৯ টাকায়