/indian-express-bangla/media/media_files/2025/04/26/3bzaBmR8OlZChqoYcATA.jpg)
পারল না ডাক্তাররা, করে দেখাল ChatGPT ! বছর খানেক আগেই ক্যানসারের আভাসে তোলপাড় ফেলল AI
Chatgpt saved cancer patients Life: আজকাল দ্রুত এগিয়ে চলেছে নতুন প্রযুক্তি (Artificial Intelligence)। দিনে দিনে প্রযুক্তির প্রভাব জীবনের প্রতিটি ক্ষেত্রে দ্রুত হারে বাড়ছে। স্বাস্থ্য ক্ষেত্রেও প্রযুক্তির ব্যতিক্রম নয়। সম্প্রতি, ফ্রান্সের এক ২৭ বছর বয়সি যুবতীর সঙ্গেও ঘটে গিয়েছে এমনই এক হাড়হিম ঘটনা, যেখানে চিকিৎসকদের আগেই রোগ শনাক্ত করে ফেলল ChatGPT!আআর এই ঘটনা চিকিৎসাক্ষেত্রে প্রযুক্তির চমকে দেওয়া ব্যবহার নিয়ে নানান প্রশ্ন তুলতে শুরু করেছে।
জার্নি হবে জমে ক্ষীর ! Ola S1 Pro নাকি Bajaj Chetak? কোনটিতে বছরভর মিলবে বিরাট সাশ্রয়?
প্যারিসের মার্লি গার্নরেটার কয়েক মাস ধরে রাতে ঘুমানোর সময় বেশ কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করেছিলেন। তার মধ্যে ছিল অতিরিক্ত ঘাম, ত্বকে অস্বাভাবিক চুলকানি এবং জ্বালা-পোড়ার মতো উপসর্গ। প্রথমদিকে, তিনি ভেবেছিলেন বাবার মৃত্যুর পর মানসিক চাপের কারণেই তার এই সব সমস্যা দেখা দিচ্ছে। দেরি না করে তিনি মেডিকেল চেকআপও করান। কিন্তু দেখা যায় তার সবকটি , রিপোর্ট সম্পূর্ণ স্বাভাবিক।
জলছাড়াই এসে গেছে তাক লাগানো কুলার! বন্ধ ঘরে পান এসির মতো শীতলতা, ইনভার্টারেও চলবে ননস্টপ
বিভ্রান্ত হয়ে মার্লি সিদ্ধান্ত নেন বিকল্প কিছুর। তিনি AI চ্যাটবট ChatGPT-কে তার লক্ষণগুলিকে বিশ্লেষণ করতে বলেন। চ্যাটজিপিটি তাকে জানায়, এগুলি ব্ল্যাড ক্যান্সার — বিশেষত হজকিন লিম্ফোমার — ইঙ্গিত হতে পারে। যদিও প্রথমে মার্লি এবং তার বন্ধুরা এটিকে সেভাবে গুরুত্ব দেননি।
কয়েক মাস পর, মার্লির শারীরিক অবস্থা আরও খারাপ হতে শুরু করে। বুকে ব্যথা ও অতিরিক্ত ক্লান্তির কারণে ফের নানানন পরীক্ষা নিরীক্ষা করেন তিনি। রিপোর্টে এবার তার ফুসফুসে একটি বড় টিউমার ধরা পড়ে। বিস্তারিত পরীক্ষায় চিকিৎসকরা নিশ্চিত হন তিনি হজকিন লিম্ফোমায় আক্রান্ত।
এই ঘটনার পর মার্লি বলেন, তিনি কল্পনাও করেননি যে একটি AI টুল ক্যানসারের মত গুরুতর রোগ সম্পর্কে আগেভাগেই সতর্ক করতে পারে। তবে, বিশেষজ্ঞরা বিশ্বাস করেন চিকিৎসা ব্যবস্থার আগে এখনও প্রযুক্তি সেভাবে পৌঁছাতে পারেনি। AI কেবল প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয়ে কিছু ভূমিকা পালন করতে পারে, কিন্তু চিকিৎসার মূল দায়িত্ব ডাক্তারদের।
পাঁচ হাজারের কমে চাই অত্যাধুনিক স্মার্টওয়াচ? এক ক্লিকেই বেছে নিন আপনার পছন্দের সেরা ঘড়িটি
এই ঘটনা প্রমাণ করে, ভবিষ্যতে AI চিকিৎসা ক্ষেত্রকে সম্পূর্ণ বদলে দিতে পারে। প্রাথমিক স্তরে রোগ শনাক্তকরণে AI যে উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারে, তার স্পষ্ট ইঙ্গিত মিলেছে এই ঘটনায়।