Best Electric Scooters: জার্নি হবে জমে ক্ষীর ! Ola S1 Pro নাকি Bajaj Chetak? কোনটিতে বছরভর মিলবে বিরাট সাশ্রয়?

Ola S1 Pro VS Bajaj Chetak: বছরের পর বছর টেনশন ছাড়াই চালাতে চাইছেন ইলেকট্রিক বাইক? বাজাজ চেতক নাকি ওলা এস১ প্রো? কোনটি কিনলে জার্নি হবে জমে ক্ষীর?

Ola S1 Pro VS Bajaj Chetak: বছরের পর বছর টেনশন ছাড়াই চালাতে চাইছেন ইলেকট্রিক বাইক? বাজাজ চেতক নাকি ওলা এস১ প্রো? কোনটি কিনলে জার্নি হবে জমে ক্ষীর?

author-image
IE Bangla Tech Desk
New Update
Ola S1 Pro VS Bajaj Chetak

জার্নি হবে জমে ক্ষীর ! Ola S1 Pro নাকি Bajaj Chetak? কোনটিতে বছরভর মিলবে বিরাট সাশ্রয়?

Ola S1 Pro VS Bajaj Chetak: বছরের পর বছর টেনশন ছাড়াই চালাতে চাইছেন ইলেকট্রিক বাইক? বাজাজ চেতক নাকি ওলা এস১ প্রো? কোনটি কিনলে জার্নি হবে জমে ক্ষীর? 

Advertisment

দেশে দিনে দিনে বৈদ্যুতিক স্কুটারের চাহিদা বাড়ছে। সেকথা মাথায় রেখেই প্রতিটি কোম্পানি তাদের ইলেকট্রিক স্কুটারের রেঞ্জ বাড়ানোর প্রতিযোগিতায় নেমে পড়েছে। আজকের এই প্রতিবেদনে দুটি সেরা ইলেকট্রিক স্কুটার নিয়ে আলোচনা করতে চলেছি, জানুন দুটি ইলেকট্রিক স্কুটারের মধ্যে কোনটি পারফরম্যান্সে সেরা এবং পকেট ফ্রেন্ডলি? 

'আগুনে গরম'থেকে নিমেষে মুক্তি! অর্ধেক দামে কিনুন 'ব্র্যান্ড নিউ' স্প্লিট এসি

বাজাজ চেতকের পাশাপাশি জনপ্রিয়তার নিরিখে এগিয়ে রয়েছে ওলা এস১ প্রো মডেলটি। ডেইলি রাইডিংয়ের জন্য কোনটি সেফ্রা চিলুন আজকের এই প্রতিবেদনে তা জেনে নেওয়া যাক। 

Advertisment

যদি পেট্রোলের পরিবর্তে নতুন একটি বৈদ্যুতিক স্কুটার কেনার প্ল্যানিং করেন তাহলে আপনি দেশের সেরা ইলেকট্রিক স্কুটার বাজাজ চেতক এবং ওলা এস১ প্রো'র মধ্যে থেকে বেছে নিতে পারেন নিজের জন্য পছন্দের ই-স্কুটার। 

এখন মানুষের মধ্যে বৈদ্যুতিক স্কুটারের উন্মাদনা তুঙ্গে। কিন্তু পেট্রোলের চেয়ে ইলেকট্রিক স্কুটার চালানো কি সত্যিই সস্তা? বাজাজ চেতক এবং ওলা এস১ প্রো-এর মতো জনপ্রিয় ইলেকট্রিক স্কুটারগুলি আপনার পকেট খরচ কতটা বাঁচায়? চলুন জেনে নেওয়া যাক। 

বাজাজ অটো সম্প্রতি ইলেকট্রিক স্কুটার বাজাজ চেতকের একাধিক ভেরিয়েন্ট লঞ্চ করেছে। একই সাথে, ওলা তাদের জনপ্রিয় স্কুটার Ola S1 Pro- থার্ড জেন মডেলটি লঞ্চ করেছে। বাজাজ চেতক মডেলটিতে রয়েছে ৩.৫  kWh  ব্যাটারি প্যাক। অপরদিকে ওলা এস১ প্রো'তে রয়েছে ৩ kWh  ব্যাটারি প্যাক। 

সস্তার প্ল্যানে ফের বাজারে সুনামি তুলল BSNL!

Ola S1 Pro এবং Bajaj Chetak এর স্পেসিফিকেশন

  • দাম: ৩kWh ব্যাটারি প্যাক সহ Ola S1 Pro স্কুটারের দাম ১,১২,৯৯৯ টাকা থেকে শুরু। বাজাজ চেতক ৩৫০১ এর দাম শুরু হচ্ছে ১,২৯,৭৪৩ টাকা থেকে।
  • রেঞ্জ: Ola S1 Pro-এর এই মডেলে, কোম্পানি একবার চার্জে ১৭৬ কিমি রেঞ্জ দাবি করেছে। কোম্পানিটি Bajaj Chetak 3501-এ 153 কিমি রেঞ্জ অফার করে।
  • সর্বোচ্চ গতি: Ola S1 Pro-এর সর্বোচ্চ গতি ১১৭ কিমি/ঘন্টা। যেখানে বাজাজ চেতক ৩৫০১ সর্বোচ্চ ৭৩ কিমি/ঘন্টা গতি প্রদান করে।

যদি উভয় স্কুটার প্রতিদিন ৪০ কিমি দূরত্ব যাতায়াতের জন্য ব্যবহার করা হয়। তাহলে পেট্রোল স্কুটারের তুলনায় Ola S1 Pro প্রতি মাসে ৩,২৮৭ টাকা মত সাশ্রয় করে। বছরের হিসাবে এই পরিমাণ ৩৯,৪৪৪ টাকা। যেখানে Bajaj Chetak 3501-এ এই মাসিক সাশ্রয় হয় 2,140 টাকা। অর্থাৎ বছরে ২৬,০০৬ টাকা সাশ্রয় করে। তবে দুটি স্কুটারের তুলনা করলে বাজাজ চেতকের থেকে সাশ্রয়ের দিক থেকে বেশ কিছুটা এগিয়ে Ola S1 Pro! 

এক এসিতেই বাজিমাত, 1Bhk থেকে 3Bhk ফ্ল্যাটে হাড় কাঁপানো ঠান্ডা কত টাকায়?

Electric Vehicle bajaj chetak Electric scooter Ola