Advertisment

Cheapest data recharge plans: ধুঁয়াধার প্ল্যানে বাজিমাত, গ্রাহক স্বার্থে বিরাট সস্তার প্ল্যান আনল BSNL

১.৫ জিবি দৈনিক ডেটা সহ টেলিকম সংস্থাগুলির প্ল্যান এখনও ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয়।

author-image
IE Bangla Tech Desk
New Update
"recharge plan, Jio, Airtel, popular recharge plan, telecom companies popular recharge plan, 1.5 GB popular plan, BSNL popular plan, VI popular Plan, cheapest plan of jio, cheapest plan of airtel,

ধুঁয়াধার প্ল্যানে বাজিমাত, গ্রাহক স্বার্থে বিরাট সস্তার প্ল্যান আনল BSNL

Cheapest data recharge plans: গত মাসে, জুলাইয়ের শুরুতে, দেশের বড় বড় বেসরকারী টেলিকম সংস্থাগুলি একের পর এক তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছিল, যার কারণে ব্যবহারকারীরা বিরাট সমস্যার মুখে পড়তে হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও, 1.5GB দৈনিক ডেটা সহ টেলিকম সংস্থাগুলির প্ল্যান এখনও ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয়।

Advertisment

রিলায়েন্স জিওর প্ল্যানে 1.5GB ডেটা

Jio ব্যবহারকারীদের 84 দিনের বৈধতার সাথে 799 টাকায় 1.5GB ডেটা প্ল্যান অফার করে। এই প্ল্যানে ব্যবহারকারীরা আনলিমিটেড কলিংয়ের সাথে 100টি SMS এর পরিষেবা পাবেন। এর পাশাপাশি, আমরা যদি অন্যান্য সুবিধার কথা বলি, তবে ব্যবহারকারী প্ল্যানে JioTV, JioCloud এবং JioCinema-এ অ্যাক্সেস পান। ব্যবহারকারীরা এই প্ল্যানে আনলিমিটেড 5G ইন্টারনেট পরিষেবা পাবেন না। এর জন্য ব্যবহারকারীদের 2GB প্ল্যান নিতে হবে। এছাড়াও, ব্যবহারকারীরা 22 দিনের বৈধতার সাথে 239 টাকার একটি প্ল্যানও নিতে পারেন।

Airtel এর 1.5GB ডেটা প্ল্যান

Airtel-এর 859 টাকার প্ল্যানটি ব্যবহারকারীদের মধ্যে বেশ জনপ্রিয়। এই প্ল্যানে 1.5GB ডেটা পাওয়া যাচ্ছে। এই প্ল্যানের বৈধতা 84 দিন। এতে আনলিমিটেড কলিংয়ের সাথে 100টি SMS এর পরিষেবা পাওয়া যাচ্ছে। এছাড়াও, এয়ারটেল ধন্যবাদ পুরস্কারও পাওয়া যায়, যার মধ্যে RewardsMini123 সাবস্ক্রিপশনের সুবিধাও পাওয়া যায়।

আরও পড়ুন - < Monsoon Tips for AC : বর্ষায় সামান্য ভুলে বারোটা বাজবে সাধের এসির, এই কাজটি করছেন তো? >

1.5GB ডেটা সহ Vodafone Idea প্ল্যান

VI ব্যবহারকারীদের 859 টাকার প্ল্যানে প্রতিদিন 1.5GB ডেটা রয়েছে। এই প্ল্যানের বৈধতা 84 দিন। এই প্ল্যানে 100টি এসএমএস সহ আনলিমিটেড কলিং পরিষেবা পাওয়া যাচ্ছে। এছাড়াও এই প্ল্যানে কোম্পানি থেকে Vi Hero আনলিমিটেড সুবিধা পাওয়া যাচ্ছে। ব্যবহারকারীরা এই সুবিধা নিতে পারেন.

BSNL-এর 1.5GB ডেটা প্ল্যান

সরকারি টেলিকম কোম্পানি BSNL কম হারে ব্যবহারকারীদের 1.5GB ডেটা দিচ্ছে। কোম্পানি 82 দিনের বৈধতার সাথে 485 টাকায় ব্যবহারকারীদের 1.5GB ডেটার একটি প্ল্যান অফার করছে। এই প্ল্যানে ব্যবহারকারীরা আনলিমিটেড কলিংয়ের সাথে 100টি SMS এর পরিষেবা পাবেন। এ ছাড়া ব্যবহারকারীরা আলাদা কোনো সুবিধা পাবেন না।

airtel vodafone-idea jio bsnl
Advertisment