Advertisment

সর্বনাশ! লাখ টাকায় বিক্রি হচ্ছে আপনার ফোনের গচ্ছিত নম্বর ?

ব্যক্তিগত তথ্য তথা মেল আইডি, ঠিকানা, যোগাযোগের নম্বর ইত্যাদি সমস্ত কিছু আপনার অগরোচরে অনলাইনে বিক্রি করা হচ্ছে। যার দাম প্রায় ১.৫ থেকে প্রায় ২০ লক্ষ টাকা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

অজানা ফোন কলে অতিষ্ঠ হয়ে, ডাউনলোড করতে হয়েছিল ট্রু কলার। কিন্তু সেই ভরসার অ্যাপই লাখ লাখ টাকায় বেঁচে দিচ্ছে আপনার গোপন তথ্য। ব্যক্তিগত তথ্য সুরক্ষার প্রশ্নের মুখে বার বার উঠে এসেছে মার্ক জুকেরবার্গের ফেসবুক ও তার অধীনস্ত হোয়াটসঅ্যাপের কথা। এবার একই দোষে দোষী হল ট্রু কলার। হ্যাকার দের ঘাঁটি রয়েছে এই অ্যাপে। মূলত ভারতীয়রাই এই ‌অ্যাপ সবচেয়ে বেশি ব্যবহার করে থাকে। জানা গিয়েছে, ব্যক্তিগত তথ্য তথা মেল আইডি, ঠিকানা, যোগাযোগের নম্বর ইত্যাদি সমস্ত কিছু আপনার অগরোচরে অনলাইনে বিক্রি করা হচ্ছে। যার দাম প্রায় ১.৫ থেকে প্রায় ২০ লক্ষ টাকা।

Advertisment

সূত্রের খবর , বিশ্বজুড়ে ১৪ কোটি মানুষ যদি ট্রু কলার ব্যবহার করে থাকেন তারমধ্যে প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ ভারতীয়। ইকোনমিক টাইমস-এ প্রকাশিত খবর অনুযায়ী, এই কর্মকান্ড এক সাইবার নিরাপত্তা বিশ্লেষকের নজরে আসে। তিনি জানিয়েছেন, একটি পোর্টালে প্রায় ১.৫ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে ভারতীয় ট্রু কলার ব্যবহারকারীদের তথ্য। তবে এই অভিযোগ মানতে নারাজ ট্রু কলার সংস্থার কর্মকর্তারা। তাদের বক্তব্য ব্যবহারকারীদের কোনও সংবেদনশীল তথ্যই হ্যাকারদের হাতে পৌঁছায়নি। এই অনুমান ভুল। তবে তারা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন: ভারতে থেকে ফোনের ব্যবসা গোটাচ্ছে সোনি

এই সংস্থার দাবি ব্যবহারকারীদের লেনদেন সংক্রান্ত তথ্য আরও সুরক্ষিত করতে ব্যবস্থা নিচ্ছে সংস্থা। ট্রু কলারের পক্ষ থেকে জানান হয়েছে, "সম্প্রতি দেখা গেছে কিছু ব্যবহারকারী তাদের অ্যাকাউন্টগুলির অপব্যবহার করছে। তবে নিশ্চিত করতে চাই যে কোনও সংবেদনশীল ব্যবহারকারীর তথ্যে হাত দিতে পারেনি ডার্ক ওয়েব। বিশেষ করে আমাদের ব্যবহারকারীদের পেমেন্ট বিবরণ। "

Advertisment