Advertisment

Diamond found on Mercury: মহাবিশ্বের সবচেয়ে বড় গুপ্তধনের হদিশ, এই গ্রহে রয়েছে কোটি কোটি মূল্যের হিরে!

মহাবিশ্বের সবচেয়ে বড় গুপ্তধনের সন্ধান পেলেন বিজ্ঞানীরা।

author-image
IE Bangla Tech Desk
New Update
diamond planet name, diamond planet in our solar system, diamond planet in universe, mercury planet in hindi, mercury planet facts, mercury planet diamond, are there diamonds on mercury

মহাবিশ্বের সবচেয়ে বড় গুপ্তধনের সন্ধান পেলেন বিজ্ঞানীরা।

Diamond found on Mercury: মহাবিশ্বের সবচেয়ে বড় গুপ্তধনের সন্ধান পেলেন বিজ্ঞানীরা। যা রয়েছে বুধে। বেলজিয়াম এবং চীনের বিজ্ঞানীদের গবেষণায় দাবি করা হয়েছে যে বুধের পৃষ্ঠের কয়েকশ মাইল নীচে হিরের ১৪.৪৮ কিলোমিটার পুরু স্তর রয়েছে। যদিও এই বিপুল পরিমাণ হিরে খনন করা অসম্ভব। তবে এই হিরেই মহাবিশ্বের অনেক গভীর রহস্যের উত্তর দিতে পারে। নতুন আবিষ্কার বুধের গঠন এবং নির্দিষ্ট চৌম্বক ক্ষেত্রের বিষয়েও কিছু তথ্য প্রকাশ করেছে।

Advertisment

নেচার কমিউনিকেশনস জার্নালে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে যে হিরের এত পুরু স্তরের উপস্থিতি নির্দেশ করে যে বুধ, ছোট এবং ভূতাত্ত্বিকভাবে নিষ্ক্রিয় হওয়া সত্ত্বেও, এতে রয়েছে একটি চৌম্বক ক্ষেত্র। যদিও এটি পৃথিবীর তুলনায় তা নেহাতই অনেক দুর্বল। ইয়ানহাও লি, বেইজিং-এর সেন্টার ফর হাই প্রেসার সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যাডভান্সড রিসার্চের একজন বিজ্ঞানী বলেছেন, বুধও সম্ভবত অন্যান্য গ্রহের মতো একটি ম্যাগমা গলে তৈরি হয়েছে। তবে তার মধ্যে কার্বন এবং সিলিকেট সমৃদ্ধ ছিল। যার কারণেই হিরের এই মোটা স্তরের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন - < Amazon prime day sale 2024 : সেরা ডিজাইনের সঙ্গে পান দুর্দান্ত ফিচার্স, অবিশ্বাস্য কম দামে 5G স্মার্টফোন কেনার বিরাট সুযোগ >

এর আগে আমেরিকান মহাকাশ সংস্থা নাসার মেসেঞ্জার মিশন বুধের পৃষ্ঠে কালো দাগ দেখেছিল, নাসা জানিয়েছে সেই দাগ গ্রাফাইটের। এটি কার্বনের একটি রূপ। বুধে কার্বনের উপস্থিতি বিজ্ঞানীদের গবেষণা করতে অনুপ্রাণিত করেছিল। গবেষকরা বলছেন যে হীরার স্তরটি বুধের পৃষ্ঠের প্রায় ৪৮৫ কিলোমিটার নীচে রয়েছে।

Tech News 34 carat diamond
Advertisment