অল্প দিনেই মালামাল হতে চান? ডিজিট্যাল সোনায় বিনিয়োগের আগে জানুন এই বিষয়টি

ভারতে সোনার ঐতিহ্য ও গুরুত্ব অপরিসীম। প্রাচীনকাল থেকে সোনা বিনিয়োগ ও গয়নার জন্য সর্বদা এক নিরাপদ সম্পদ হিসেবে বিবেচিত হয়ে আসছে। তবে প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে মানুষ ক্রমেই ডিজিটাল সোনায় বিনিয়োগের দিকে ঝুঁকছেন।

ভারতে সোনার ঐতিহ্য ও গুরুত্ব অপরিসীম। প্রাচীনকাল থেকে সোনা বিনিয়োগ ও গয়নার জন্য সর্বদা এক নিরাপদ সম্পদ হিসেবে বিবেচিত হয়ে আসছে। তবে প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে মানুষ ক্রমেই ডিজিটাল সোনায় বিনিয়োগের দিকে ঝুঁকছেন।

author-image
IE Bangla Tech Desk
New Update
Gold Ornament 1

ডিজিট্যাল সোনায় বিনিয়োগের আগে জানুন এই বিষয়টি

ভারতে সোনার ঐতিহ্য ও গুরুত্ব অপরিসীম। প্রাচীনকাল থেকে সোনা বিনিয়োগ ও গয়নার জন্য সর্বদা এক নিরাপদ সম্পদ হিসেবে বিবেচিত হয়ে আসছে। তবে প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে  মানুষ ক্রমেই ডিজিটাল সোনায় বিনিয়োগের দিকে ঝুঁকছেন। ডিজিটাল সোনার মূল সুবিধা হলো, এটি লকার বা কোন রকমের নিরাপত্তা সংক্রান্ত ঝামেলা ছাড়াই অনলাইনে কেনা যায় এবং প্রয়োজন অনুসারে কম বা বেশি যেকোনো পরিমাণ বিনিয়োগ করা সম্ভব।

Advertisment

আরও পড়ুন- টিম কুকের পদত্যাগের পর অ্যাপলের নতুন সিইও কে হতে পারেন?

ডিজিটাল সোনার বিনিয়োগ ২৪ ক্যারেট খাঁটি সোনায় করা হয় এবং এটি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম যেমন Paytm, Google Pay বা PhonePe থেকে কেনা যায়। চুরি বা ক্ষতির কোনো ঝুঁকি থাকে না। এছাড়া, ডিজিটাল সোনা প্রয়োজনে সহজেই নগদে রূপান্তর করা যায়। অল্প পরিমাণে বিনিয়োগের সুবিধা থাকায় এটি ছোট বিনিয়োগকারীদের জন্যও আকর্ষণীয়।

তবে গয়নার সোনার কিছু সুবিধা রয়েছে। প্রথমত বিভিন্ন অনুষ্ঠানে গয়না হিসেবে ব্যবহার করা যায়। এটি পারিবারিক সম্পদ হিসেবে দীর্ঘমেয়াদে সংরক্ষণ করা যায় এবং হঠাৎ টাকার দরকার হলে সেই সোনা বন্ধক দিয়েও লোন নেওয়া যেতে পারে। বাজারে দাম বাড়লে বিক্রয় করে বিনিয়োগকারীরা সুবিধা নিতে পারেন। এই কারণে দীর্ঘমেয়াদে সোনার গয়না নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত হয়ে থাকে।

Advertisment

সংক্ষেপে বলা যায়, যদি আপনি নিরাপদ বিনিয়োগ চান, ডিজিটাল সোনা উপযুক্ত। অন্যদিকে, ঐতিহ্য, পারিবারিক মূল্যবোধ নিজের সৌন্দর্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে যদি আপনি সোনায় বিনিয়োগ করতে চান তাহলে২২ ক্যারেট গয়নার সোনায় বিনিয়োগ করা শ্রেয়।

আরও পড়ুন-দিওয়ালি ধামাকা অফার, অনলাইন খাবার অর্ডারে পান ৬০০ টাকার বেনিফিট, ৮৪ দিন নেই কোন রিচার্জের ঝামেলা

Gold