Fan Speed vs Electricity Bill: Here’s What Actually Saves Power During Summer: ফ্যানের স্পিড কমালে কি সত্যিই বিদ্যুৎ বিল কমে? একথা জানতে চান বহু গ্রাহকই।
১ থেকে ৫, কত স্পিডে ফ্যান চালালে হুহু করে কমবে বিদ্যুৎ বিল? ৯৯ শতাংশ মানুষই জানেন না এই টপ সিক্রেট
গরম পড়তেই মাথার ওপর দিনরাত সিলিং ফ্যান ঘুরতে শুরু করে। এক্ষেত্রে আরাম লাগলেও মাথাব্যথার নাম বিদ্যুৎ বিল! অনেকেই ভাবেন যে, ফ্যান যদি ৫ নম্বরে না চালিয়ে ২ বা ৩ নম্বরে চালানো যায়, তাহলে হয়তো বিদ্যুৎ খরচ কম হবে। কিন্তু, এই ভাবনাটা কি আদৌ সত্যি?
বেশিরভাগ ফ্যানে সাধারণ রেগুলেটর দেওয়া থাকে, যা মূলত একটা রেজিস্টেন্সের মাধ্যমে ভোল্টেজ কমিয়ে ফ্যানের গতিকে নিয়ন্ত্রণ করে। কিন্তু, তাতে বিদ্যুৎ সাশ্রয় হয় না। কারণ, এই প্রতিরোধক নিজের মধ্যেই অতিরিক্ত বিদ্যুৎ খরচ করে ফেলে। ফলে কেউ স্পিড ২-তে চালালেও, সেটা স্পিড ৫-এর মতই বিল বাড়ায়।
ইলেকট্রনিক রেগুলেটর
তবে এক্ষেত্রে ব্যতিক্রম হল ইলেকট্রনিক রেগুলেটর। এই রেগুলেটরগুলো আধুনিক প্রযুক্তিতে তৈরি, যা ফ্যানের গতি নিয়ন্ত্রণের সঙ্গে সঙ্গে বিদ্যুৎ খরচও হ্রাস করে। তাই, যদি আপনার বাড়ির ফ্যানে এই ধরনের ইলেকট্রনিক রেগুলেটর না থাকে, তবে এখনই সেটি লাগিয়ে নিতে পারেন
কোথা থেকে কিনবেন?
এই রেগুলেটর আপনি খোলা বাজারে পেয়ে। মানে, ইলেকট্রিকের অথবা ইলেকট্রনিক্সের দোকানে কিংবা অনলাইনে Amazon বা Flipkart থেকেও কিনে নিতে পারেন।
কেন লাগাবেন?
• বিদ্যুৎ বিল কমবে
• ফ্যানের গতি অনুযায়ী পাওয়ার কনজাম্পশন নিয়ন্ত্রিত হবে
• দীর্ঘমেয়াদে অর্থ সাশ্রয় হবে
আরও পড়ুন- অত্যাধুনিক AI ফিচার্সে কয়েক সেকেন্ডেই কাঁপুনি ধরাবে, সূর্যের গনগনে তাপ মুহূর্তেই কুপোকাত
মনে রাখা ভালো
ফ্যানের স্পিড কমিয়ে শুধু ভোল্টেজ রেগুলেটর দিয়ে চালালে কিন্তু, বিদ্যুৎ কম খরচ হয় না। সাশ্রয় করতে চাইলে আপনাকে বেছে নিতে হবে ইলেকট্রনিক রেগুলেটরই। আজ থেকেই নতুন নিয়মে তাই ফ্যান চালান। তাহলেই, চোখে পড়বে বিদ্যুৎ বিলের পার্থক্যটা!