Air Conditioner: অত্যাধুনিক AI ফিচার্সে কয়েক সেকেন্ডেই কাঁপুনি ধরাবে, সূর্যের গনগনে তাপ মুহূর্তেই কুপোকাত

Haier India has launched the Gravity Series: Haier ভারতে লঞ্চ করল Gravity Series—দেশের একমাত্র AI Climate Control ফ্যাব্রিক ফিনিশ এয়ার কন্ডিশনার। স্টাইল ও স্মার্ট ফিচার মিলিয়ে দাম শুরু ₹৫১,৯৯০ থেকে।

Haier India has launched the Gravity Series: Haier ভারতে লঞ্চ করল Gravity Series—দেশের একমাত্র AI Climate Control ফ্যাব্রিক ফিনিশ এয়ার কন্ডিশনার। স্টাইল ও স্মার্ট ফিচার মিলিয়ে দাম শুরু ₹৫১,৯৯০ থেকে।

author-image
IE Bangla Tech Desk
New Update
Air Conditioner: এয়ার কন্ডিশনার

Air Conditioner: এয়ার কন্ডিশনার।

Haier Revolutionizes Home Cooling with AI-Powered Gravity Series Air Conditioners: Haier ভারতের বাজারে আনল দেশের প্রথম AI Climate Control সহ ফ্যাব্রিক ফিনিশ এয়ার কন্ডিশনার—Gravity Series।

Advertisment

অত্যাধুনিক AI ফিচার্সে কয়েক সেকেন্ডেই কাঁপুনি ধরাবে, সূর্যের গনগনে তাপ মুহূর্তেই কুপোকাত

স্মার্ট হোম অ্যাপ্লায়েন্স জগতে এক নতুন মাইলফলক ছুঁল Haier India। এবার তারা লঞ্চ করল Gravity সিরিজ—যেখানে রয়েছে AI Climate Control প্রযুক্তি এবং নজরকাড়া ফ্যাব্রিক ফিনিশ। এই সিরিজের এসি কেবল ঠান্ডা করে না, একইসঙ্গে আপনার ঘরের শোভাও বাড়াবে।

এই সিরিজে রয়েছে সাতটি দারুণ রঙের অপশন—Morning Mist, Moon Stone Grey, Midnight Dream, Galaxy Slate, Aqua Blue, Cotton Candy এবং White।

Advertisment

AI Climate Assistant:
এই ফিচার ব্যবহারকারীর অভ্যাস বুঝে নিজে থেকেই কুলিং অ্যাডজাস্ট করে নেয়, ফলে ম্যানুয়াল অ্যাডজাস্টের প্রয়োজন পড়ে না।

Electricity Monitoring:
HaiSmart অ্যাপের মাধ্যমে আপনি ঘন্টা, দিন, সপ্তাহ ও মাসভিত্তিক বিদ্যুৎ ব্যবহারের পরিসংখ্যান পেতে পারেন। সেট করতে পারবেন এনার্জি গোলও।

AI ECO Mode:
রুমের অবস্থা অনুযায়ী (যেমন মানুষ কতজন আছে) সেই অনুযায়ী অটোমেটিক কুলিং অ্যাডজাস্ট করে, ফলে বিদ্যুৎ বাঁচে।

Supersonic Cooling:
মাত্র ১০ সেকেন্ডে ঠান্ডা শুরু করে! রয়েছে ২০X দ্রুত কুলিং টেকনোলজি।

Frost Self-Clean:
মাত্র ২১ মিনিটে ৯৯.৯% পরিষ্কার বাতাস—এই ক্লিনিং টেকনোলজির জন্য সার্ভিসিংয়ের প্রয়োজন প্রায় থাকেই না।

আরও পড়ুন- মোবাইলের পর গরমে ঝড় তুলবে Xiaomi, নয়া এসিতে পান সিমলার শীতলতা

Hexa Inverter Technology:
Full DC Inverter, Advanced PCB, ও PID ইনভার্টার কন্ট্রোলের মাধ্যমে +/- ০.১ ডিগ্রি সেলসিয়াস ভ্যারি করে নিখুঁত তাপমাত্রা বজায় রাখে।

আরও পড়ুন- বাজারের সেরা ইলেকট্রিক স্কুটার জানেন কোনটা? মাইলেজ থেকে ডিজাইন এবার পান বিরাট চমক

Intelli Convertible 7-in-1:
ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী টনেজ অ্যাডজাস্ট করে নেওয়া যায়—যেটি বিদ্যুৎ বাঁচানোর বড় উপায়।

আরও পড়ুন- পয়লা বৈশাখে হাতে চাই প্রিমিয়াম স্মার্টফোন! লেটেস্ট ফিচার্সে বাজার কাঁপাচ্ছে এই মডেলগুলি

High Ambient Performance & 20-metre Turbo Air Flow:
৬০ ডিগ্রি তাপমাত্রাতেও কুলিং চালিয়ে যেতে সক্ষম এবং ২০ মিটার দূর পর্যন্ত বাতাস পৌঁছে দিতে পারে Turbo মোডের মাধ্যমে।

এই নতুন সিরিজ এখন শুরু হচ্ছে ₹৫১,৯৯০ থেকে, পাওয়া যাবে Haier-এর অফিশিয়াল ওয়েবসাইট, বড় ই-কমার্স প্ল্যাটফর্ম এবং দেশের সমস্ত বড় রিটেল আউটলেটে।

Ac heat India