জালিয়াতির প্রবেশ এবার ফাস্ট্যাগে। গাড়ি থাকলে কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে গাড়িতে লাগাতে হবে ফাস্ট্যাগ। নয়ত, জরিমানা বাবদ অতিরিক্ত টাকা গুনতে হবে টোল প্লাজায়। কিন্তু জালিয়াতিদের খপ্পরে পড়তে হচ্ছে নাগরিকদের। তাই সাবধানতা বজায় রাখুন ফাস্ট্যাগ রিচার্জ করা ও কেনার ক্ষেত্রে।
দেশে ফাস্ট্যাগ চালু করার সঙ্গে সঙ্গে নাগরিকদের ঠকানোর নতুন উপায় খুঁজে পেয়েছে অনলাইন জালিয়াতরা। ফাস্ট্যাগ রেজিস্ট্রেশন করতে যাওয়ার সময় সাহায্য করার অজুহাতে ইউপিআইয়ের মাধ্যমে নাগরিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক এমনই জালিয়াতির শিকাড় হয়েছে এক ব্যাক্তি। গ্যাজেটসনাও-র প্রতিবেদনে উল্লেখ আছে, বেঙ্গালুরুর এক বাসিন্দা ৫০,০০০ টাকা লোপাট হয়ে গিয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে। তিনি জানান, হঠাৎই এক ব্যক্তি ব্যাঙ্কের পরিষেবা দেওয়ার ছলনায়, তাকে জানায় আপনার ফাস্ট্যাগের ওয়ালেটটি কাজ করছে না। কারণ আপনার সম্পূর্ণ ফর্ম পূরণ করা নেই। রাতারাতি অনলাইনে সে ফর্ম ভরে দেয়। ব্যাস্, টাকা গায়েব।
আরও পড়ুন:কেমন করে নামমাত্র খরচে এয়ারটেল জীবন বিমার সুবিধা ভোগ করবেন? জেনে নিন
প্রতিবেদনে উল্লেখ রয়েছে, ঐ ব্যাক্তি জানায় একটি বেসরকারি ব্যাঙ্কের মারফত ফাস্ট্যাগ কিনেছিলেন তিনি। কথার ছলনায় তাঁর কাছ জেনে নেয় ইউপিআই পিন নম্বর। এরপর তার কাছে এসএমএস মারফত একটি লিঙ্ক আসে। সেই লিঙ্কে গিয়ে, ফোন নম্বর ইউপিআই নম্বর মারফত রেজিস্ট্রেশন করতে হয়। এরপর তারা জানায় আপনার ফোনে একটি ওটিপি আসবে সেটি পাঠাতে হবে। সেই ওটিপি সেন্ট করার পরই টাকা কাটতে থাকে।
আরও পড়ুন:আগামীদিনে বাইকে করে ডেলিভারি করবে না অ্যামাজন
উল্লেখ্য, পাকাপাকিভাবে চালু হয়েছে ফাস্ট্যাগের নিয়ম। ১৫ জানুয়ারির পর গাড়িতে ফাস্ট্যাগ না থাকলে আইনত জরিমানা নেওয়া হবে। ফাস্ট্যাগ লাগানোর সময়সীমা ইতিমধ্যে দু’বার বাড়ানো হয়েছে – প্রথম সময়সীমা ছিল ১৫ ডিসেম্বর, ২০১৯ পর্যন্ত। এরপরে যা ৩১ ডিসেম্বর এবং পরে ১৫ জানুয়ারী, ২০২০ পর্যন্ত বাড়ানো হয়।
ফাস্ট্যাগ নিয়ম না মানার জন্য শাস্তি…
গাড়িতে ফাস্ট্যাগ লাগানো না থাকলে দেশের যেকোনো টোল প্লাজায় দ্বিগুন ভাড়া দিতে হবে। কিন্তু আপনার ফাস্ট্যাগ যদি কাজ না করে, বা টোল প্লাজায় ইনস্টল করা মেশিন গাড়ির ফাস্ট্যাগ স্ক্যান করতে না পারলেও গাড়ি ন্যাশেনাল হাইওয়ে দিয়ে যেতে পারবে। অতিরিক্ত টাকা দিতে হবে না।
ফাস্ট্যাগ লাগালে কী কী সুবিধা হবে?
১) FASTag গাড়িতে লাগালে টোলে দাড়াতে হবে না আপনাকে। সুতরাং অনেকটা সময় বাঁচবে আপনার।
২) ট্রান্জাকশন হলে এসএমএস মাধ্যমে আপনাকে সজাগ করা হবে।
৩) অনলাইনে রিচার্জ করতে পারবেন ফাস্ট্যাগ।
৪) টাকা নিয়ে যাত্রা করার কোনো প্রয়োজন হবে না।
৫) FASTag ওয়েবপ্রোটাল মাধ্যমে লগ ইন করতে পারবেন।