/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/05/mparivahN.jpg)
ফোন নিতে না ভুললেও, নিয়মিত ড্রাইভিং লাইসেন্স হোক বা গাড়ির কাগজ পত্র বেশির ভাগ সময়ই নিয়ে বেরোতে ভুলে যান বহু গাড়ির চালক। এদিকে মাঝ রাস্তায় আইন না মানলে বা ভুলবশত আইন ভাঙলে ট্রাফিক পুলিশের নজরে এড়ানো কঠিন হয়ে ওঠে। পুলিশ গাড়ির কাগজ পত্র দেখতে চাইলে সমস্যায় পড়েন।
আরও পড়ুন: সাবধান ! আপনার অনলাইন শপিংয়ের যাবতীয় তথ্যে নজর রাখছে গুগল
ফোন যখন নিতে ভুলে যান না, তখন সযত্নে অ্যাপের মধ্য়েই রাখুন ড্রাইভিং লাইসেন্স। অ্যাপের নাম mParivahan। যেখানে গাড়ির রেজিস্ট্রেশনের কাগজ পত্র থেকে গাড়ির লাইসেন্স সমস্তটাই গচ্ছিত রাখতে পারবেন। গুগল প্লে ও আইওএস তে বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন এই অ্যাপ।
সরকারি উদ্যোগেই এই অ্যাপ তৈরি করা হয়েছে। নিরাপত্তা বজায় রাখার জন্য আপনার নথিভুক্ত করা ফোন নম্বরে আসবে ওয়ান টাইম পাসওয়ার্ড। আপনার ফোন হারিয়ে গেলেও অ্যাপের মধ্যেই নিরাপদ থাকবে ড্রাইভিং লাইসেন্স (DL) , রেজিস্ট্রেশন সার্টিফিকেট (RC)। অ্যাপের মধ্যে নথিভুক্ত করতে হবে আপনার গাড়ির নম্বর। পরবর্তীকালে অ্যাপ ওপেন করে গাড়ির নম্বর দিলেই সমস্ত গাড়ি সংক্রান্ত তথ্য ( গাড়ির মালিক, গাড়ির মডেল নম্বর, জ্বালানির ধরণ,রেজিস্ট্রেশন তারিখ, গাড়ির বয়স, রেজিস্ট্রেশন অথরিটি দেখতে পাবেন ফোনের স্ক্রিনে।