Flying Taxi: যানজট এখন অতীত!আকাশে উড়বে 'বৈদ্যুতিক ট্যাক্সি', সম্পন্ন হল সফল ট্রায়াল, কবে থেকে চালু পরিষেবা?
Dubai Flying Taxi: যানযটের সমস্যা এখন অতীত। প্রযুক্তির তাক লাগানো শক্তি ও দক্ষতাকে কাজে লাগিয়ে ইতিমধ্যে 'বৈদ্যুতিক ট্যাক্সি'-এর ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। এর মাধ্যমেই শহরের 'স্মার্ট পরিবহণ' ব্যবস্থায় এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা হল।
Dubai Flying Taxi: যানযটের সমস্যা এখন অতীত। প্রযুক্তির তাক লাগানো শক্তি ও দক্ষতাকে কাজে লাগিয়ে ইতিমধ্যে 'বৈদ্যুতিক ট্যাক্সি'-এর ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। এর মাধ্যমেই শহরের 'স্মার্ট পরিবহণ' ব্যবস্থায় এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা হল।
Dubai Flying Taxi: অসাধারণ উদ্ভাবন! আকাশে উড়বে 'বৈদ্যুতিক ট্যাক্সি',সম্পন্ন হল পরীক্ষামূলক সফল ট্রায়াল, কবে থেকে চালু পরিষেবা?
Advertisment
যানযটের সমস্যা এখন অতীত। প্রযুক্তির তাক লাগানো শক্তি ও দক্ষতাকে কাজে লাগিয়ে ইতিমধ্যে 'বৈদ্যুতিক ট্যাক্সি'-এর ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। এর মাধ্যমেই শহরের 'স্মার্ট পরিবহণ' ব্যবস্থায় এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা হল দুবাইতে। এই ঐতিহাসিক মুহূর্তে এয়ার ট্যাক্সিতে উপস্থিত ছিলেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মহম্মদ আল মাকতুম, এছাড়াও ছিলেন সরকারি একাধিক আধিকারিক।
চার যাত্রী ও সিঙ্গেল পাইলটবাহী বিমানটি তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা Joby Aviation। সংস্থাটি দুবাই RTA-এর সঙ্গে ছয় বছরের জন্য একটি চুক্তিও ইতিমধ্যে সম্পন্ন করেছে। যার মাধ্যমে তারা একমাত্র এয়ার ট্যাক্সি অপারেটর হিসেবে দুবাইতে পরিষেবা চালু করবে। সূত্রের খবর, চলতি বছরের শেষ অথবা ২০২৬ সাল থেকে শুরু হবে স্বপ্নের উড়ান। Joby-এর প্রতিষ্ঠাতা জোবেন বেভার্ট বলেন, “দুবাইয়ের সহযোগিতায় আমরা কৃতজ্ঞ এবং ভবিষ্যতের পরিবহণ ব্যবস্থায় বিপ্লব আনতে পেরে আমরা গর্বিত।”
জানা গিয়েছে, এয়ার ট্যাক্সির সর্বোচ্চ গতি ৩২০ কিমি/ঘণ্টা এবং একবার চার্জে ১৬০ কিমি পর্যন্ত রেঞ্জ পাড়ি দিতে সক্ষম। বর্তমানে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাম জুমেইরাহ যেতে যেখানে প্রায় ৪৫ মিনিট সময় লাগে, সেখানে এই এয়ার ট্যাক্সিতে তা মাত্র ১০-১২ মিনিটেই সম্ভব। ২০২৬ সালের প্রথম দিকে এই পরিষেবা বাণিজ্যিকভাবে চালু করার পরিকল্পনা রয়েছে সংস্থার বলেও জানা গিয়েছে। এই এয়ার ট্যাক্সিটি সম্পূর্ণভাবে ইলেকট্রিক এবং VTOL (Vertical Take-Off and Landing) প্রযুক্তিনির্ভর। যার ফলে এটি তুলনামূলক কম জায়গা থেকে ওঠানামা করতে পারে, যা শহরের মধ্যেই সহজেই এটিকে চালানো সম্ভব, দুর্ঘটনার সম্ভাবনাও অনেক কম। প্রাথমিকভাবে প্রিমিয়াম সার্ভিস হিসাবে এয়ার ট্যাক্সি পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে সংস্থার। ভবিষ্যতে এই পরিষেবা “সকলের জন্য সুলভ” করে তোলা হবে বলেও সংস্থার তরফে জানানো হয়েছে।