Long range electric scooter: ঘুরে আসুন লেকটাউন to লাদাখ! দুর্দান্ত মাইলেজের সাথে পান ৮ বছরের ওয়ারেন্টি

Electric scooter: Ather Rizta S লঞ্চ হল ১৫৯ কিমি রেঞ্জ এবং ৮ বছরের ব্যাটারি ওয়ারেন্টি-সহ। আধুনিক ফিচার, আরামদায়ক ডিজাইন এবং দুর্দান্ত পারফরম্যান্সে এটি TVS iQube ও Hero Vida-র শক্ত প্রতিদ্বন্দ্বী।

Electric scooter: Ather Rizta S লঞ্চ হল ১৫৯ কিমি রেঞ্জ এবং ৮ বছরের ব্যাটারি ওয়ারেন্টি-সহ। আধুনিক ফিচার, আরামদায়ক ডিজাইন এবং দুর্দান্ত পারফরম্যান্সে এটি TVS iQube ও Hero Vida-র শক্ত প্রতিদ্বন্দ্বী।

author-image
IE Bangla Tech Desk
New Update
Long range electric scooter

Ather Rizta S এর দাম ১,৩৭,০৪৭ টাকা। (ছবি: Ather)

Long range electric scooter: আপনি যদি এমন একটি বৈদ্যুতিক স্কুটার খুঁজে থাকেন, যা শুধু দৈনন্দিন রাইডের জন্যই নয়, বরং যাতে দুর্দান্ত রেঞ্জ এবং আধুনিক ফিচারও থাকবে, তাহলে Ather Rizta S আপনার জন্য পারফেক্ট অপশন হতে পারে। সম্প্রতি Ather Energy এই দুর্দান্ত মডেলটি বাজারে এনেছে, যাতে রয়েছে ১৫৯ কিমি IDC সার্টিফাইড রেঞ্জ এবং ৮ বছরের ব্যাটারি ওয়ারেন্টি।

Advertisment

Rizta S ডিজাইন করা হয়েছে শহরের ট্র্যাফিক এবং দীর্ঘ দূরত্বের ভ্রমণ উভয়ের কথা মাথায় রেখে। এর ৩৪ লিটার আন্ডারসিট স্টোরেজ ও ২২ লিটার সামনের ট্রাঙ্ক ব্যবহারিক দিক থেকে অনেক বেশি সুবিধাজনক। এর লম্বা এবং প্রশস্ত সিট রাইডার ও পিলিয়নের জন্য কমফোর্ট নিশ্চিত করে। পাশাপাশি, সমতল ফ্লোরবোর্ড বাড়তি লেগস্পেসের সুবিধা দেয়। আর, আরামদায়ক হ্যান্ডেলবার দেয় নিয়ন্ত্রণে বাড়তি সুবিধা।

এই স্কুটারে রয়েছে একাধিক আধুনিক ফিচার। যেমন: ৭ ইঞ্চি DeepView ডিসপ্লে, টার্ন-বাই-টার্ন নেভিগেশন, AutoHold ও Emergency Stop Signal, Theft Alert + Find My Scooter, Alexa Integration, OTA আপডেট, Ather Grid সাপোর্ট (৩৯০০+ চার্জিং স্টেশন)।

আরও পড়ুন- লঞ্চ হয়েই গেল ভারতের সবচেয়ে সস্তার ই স্কুটার! কেন কিনবেন জানুন ৫টি সেরা পয়েন্ট

Advertisment

Ather Rizta S-এ রয়েছে একটি 3.7 kWh লিথিয়াম-আয়ন ব্যাটারি, যা Ather Eight70 নামে পরিচিত ওয়ারেন্টি প্রোগ্রামের আওতাভুক্ত। এর ৮ বছর বা ৮০,০০০ কিমি ওয়ারেন্টির সুবিধা আছে। ৭০% ব্যাটারি হেলথ গ্যারান্টির সুবিধাও রয়েছে। IDC অনুযায়ী এর রেঞ্জ ১৫৯ কিমি। এই স্কুটারটির চার্জ ধরে রাখার ক্ষমতা এবং ওয়ারেন্টি ইভি জগতে নতুন মাইলফলক তৈরি করেছে ।

আরও পড়ুন- বদলে যাবে রেলযাত্রার অভিজ্ঞতা, যাত্রী তৎপরতায় যুগান্তকারী উদ্যোগের প্রশংসা সর্বত্র

স্কুটারটির দাম ১,৩৭,০৪৭ টাকা।। এর প্রতিদ্বন্দ্বী মডেল: TVS iQube, Bajaj Chetak, Hero Vida, ডেলিভারি ইতিমধ্যেই চলতি মাসে ১ জুলাই থেকে শুরু হয়েছে। অগ্রিম বুকিং নেওয়া হচ্ছে অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই।

আরও পড়ুন- বর্ষায় ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট? জেনে নিন কোন উপায়ে ফ্রিজের খাবারকে দীর্ঘ সময় সতেজ রাখবেন

Rizta সিরিজ মাত্র ১০ মাসে ১ লক্ষ ইউনিট বিক্রি হয়েছে। এটি Ather-এর ইতিহাসে একটি বড় সাফল্য। নতুন Rizta S এই সাফল্য আরও দৃঢ় করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কেন কিনবেন Ather Rizta S? কারণ এর দুর্দান্ত রেঞ্জ — লং ড্রাইভ উপযোগী। রয়েছে দীর্ঘস্থায়ী ব্যাটারি ও ওয়ারেন্টি। সঙ্গে, আধুনিক নেভিগেশন ও সিকিউরিটি ফিচার, বড় স্টোরেজ ও আরামদায়ক ডিজাইন এবং Alexa এবং OTA আপডেটের মতো স্মার্ট কানেক্টিভিটি।

আরও পড়ুন- গতকালের তুলনায় প্রতি কেজিতে ৫ হাজার দাম বাড়ল রূপার, আজ কলকাতায় কতটা দামি সোনা?

Ather Rizta S কেবলমাত্র একটি বৈদ্যুতিক স্কুটার নয়, বরং এটি একটি স্মার্ট ও পরিবেশবান্ধব পরিবহণ। যাঁরা ভবিষ্যতের কথা ভেবে টেকসই গাড়ি ব্যবহার করতে চান, তাঁদের জন্য এটি আদর্শ।

Electric Scooter Long range