Matter Aera Geared Electric Bike: অসাধারণ মাইলেজ, দুর্দান্ত ফিচারের স্মার্ট মেলবন্ধন! দেশের লঞ্চ হল গিয়ার যুক্ত ইলেকট্রিক বাইক, প্রতি কিমি খরচ মাত্র ২৫ পয়সা

Matter Aera Geared Electric Bike: Matter Aera ভারতে প্রথম গিয়ারযুক্ত ইলেকট্রিক বাইক লঞ্চ করেছে। সস্তার এই ইলেকট্রিক বাইকে প্রতি কিলোমিটার দূরত্ব যেতে খরচ হবে মাত্র মাত্র ২৫ পয়সা, এমনই দাবি সংস্থার। পাশাপাশি সিঙ্গেল চার্জে চলছে ১৭২ কিলোমিটার দীর্ঘ পথ।

Matter Aera Geared Electric Bike: Matter Aera ভারতে প্রথম গিয়ারযুক্ত ইলেকট্রিক বাইক লঞ্চ করেছে। সস্তার এই ইলেকট্রিক বাইকে প্রতি কিলোমিটার দূরত্ব যেতে খরচ হবে মাত্র মাত্র ২৫ পয়সা, এমনই দাবি সংস্থার। পাশাপাশি সিঙ্গেল চার্জে চলছে ১৭২ কিলোমিটার দীর্ঘ পথ।

author-image
IE Bangla Tech Desk
New Update
Matter Aera, গিয়ারযুক্ত ইলেকট্রিক বাইক, Electric Bike India 2025, 25 paisa per km EV bike, India’s first geared EV bike, ম্যাটার বাইক বুকিং, Electric motorcycle mileage India, Matter Aera price, HyperShift EV bike, EV with gear India

অসাধারণ মাইলেজ, দুর্দান্ত ফিচারের স্মার্ট মেলবন্ধন!

Matter Aera Geared Electric Bike: ভারতে লঞ্চ হল অসাধারণ মাইলেজের দুর্দান্ত এই ইলেকট্রিক বাইক, প্রতি কিমি খরচ মাত্র ২৫ পয়সা। 

Advertisment

Matter Aera ভারতে প্রথম গিয়ারযুক্ত ইলেকট্রিক বাইক লঞ্চ করেছে। সস্তার এই ইলেকট্রিক বাইকে প্রতি কিলোমিটার দূরত্ব যেতে খরচ হবে মাত্র মাত্র ২৫ পয়সা, এমনই দাবি সংস্থার। পাশাপাশি সিঙ্গেল চার্জে চলছে ১৭২ কিলোমিটার দীর্ঘ পথ। ভারতের বাজারে বৈদ্যুতিক গাড়ি-স্কুটার-বাইকের চাহিদা হুহু করে বৃদ্ধি পাচ্ছে এবং এখন সেই দৌড়ে একটি নতুন নাম ম্যাটার অ্যারা যুক্ত হয়েছে। আসলে, এটি ভারতের প্রথম গিয়ারড ইলেকট্রিক মোটরসাইকেল, যেটি দিল্লিতে ম্যাটার নামে একটি স্টার্টআপ লঞ্চ করা হয়েছে।

ভারতের পড়শি দেশের এই শহরই হতে চলেছে বিশ্বের প্রথম 'জলশূন্য' নগরী, ভয়াবহ জলসংকটে বিপর্যস্ত লাখো মানুষ

এই বাইকের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, বাইকটি প্রতি কিলোমিটার যেতে খরচ মাত্র ২৫ পয়সা। একবার চার্জ করলে বাইকটি ১৭২ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ প্রদান করে। Matter Aera-এর এক্স-শোরুম মূল্য ১,৯৩,৮২৬ টাকা। আপনি Matter-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে সহজেই এই ইলেকট্রিক বাইকটি বুক করতে পারবেন। ম্যাটার অ্যারাতে তিনটি রাইড মোড রয়েছে, যা ৪-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্সের সাথে যুক্ত। ম্যাটার অ্যারা ইলেকট্রিক বাইকটিতে রয়েছে ৭ ইঞ্চির টাচস্ক্রিন ডিসপ্লে রয়েছে। কোম্পানির মতে, এই বৈদ্যুতিক বাইকটি চালানোর আনুমানিক খরচ প্রতি কিলোমিটারে মাত্র ২৫ পয়সা। এতে ABS সিস্টেম সহ ডুয়াল ডিস্ক ব্রেক রয়েছে, যা ব্রেকিংকে দ্রুত এবং নিরাপদ করে তোলে। বাইকটিতে ডুয়াল সাসপেনশন সিস্টেম রয়েছে। এছাড়াও, বাইকটিতে একটি স্মার্ট পার্ক অ্যাসিস্ট ফিচার রয়েছে, যা কম গতিতে পার্কিংকে আরও সহজ করে তোলে। 

Advertisment

এক নজরে দেখে নেওয়া যাক এই বাইকের স্মার্ট টেকনোলজি

  • ৭ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে
  • নেভিগেশন, মিউজিক, রাইডিং স্ট্যাটিস্টিকস
  • OTA সফ্টওয়্যার আপডেট সাপোর্ট
  • MatterVerse অ্যাপ কানেক্টিভিটি
  • রিমোট লক/আনলক
  • লাইভ লোকেশন ট্র্যাকিং
  • জিও-ফেন্সিং
  • রাইড অ্যানালিটিক্স

মুখ্য ফিচার

  • ভারতের প্রথম HyperShift ট্রান্সমিশন সহ ৪-স্পিড ম্যানুয়াল গিয়ার
  • ৩টি রাইড মোড ও মোট ১২টি গিয়ার কম্বিনেশন
  • ০-৪০ কিমি/ঘন্টা গতি: মাত্র ২.৮ সেকেন্ডে
  • ব্যাটারি: ৫ kWh লিকুইড-কুলড ব্যাটারি
  • রেঞ্জ: একবার চার্জে ১৭২ কিমি (IDC সার্টিফায়েড)

বাজারে এই বাইক প্রতিদ্বন্দ্বিতা করবে Revolt RV400, Tork Kratos R-এর মতো ইলেকট্রিক বাইকের সঙ্গে।

সেরা ফিচারে ভরপুর, দাম মাত্র ৪০ হাজার, দুর্ধর্ষ এই ইলেকট্রিক স্কুটারের রেঞ্জ জানলে চমকে যাবেন

electric bike