Electric Car Buying Tips: টেসলা থেকে টাটা বাজারে বৈদ্যুতিক গাড়ির রমরমা! ইলেকট্রিক কার কেনার আগে কোন কোন বিষয়ে নজর দেবেন?

Electric Car Buying Tips: বিশ্বজুড়ে বৈদ্যুতিক গাড়ির চাহিদা তুঙ্গে। টেসলা থেকে শুরু করে টাটা মোটরস সবকটি গাড়ি প্রস্তুতকারী কোম্পানি বাজারে নিয়ে আসতে চলেছে একের পর এক বৈদ্যুতিক গাড়ির নতুন মডেল।

author-image
IE Bangla Tech Desk
New Update
EV Car buying Tips

টেসলা থেকে টাটা বাজারে বৈদ্যুতিক গাড়ির রমরমা! ইলেকট্রিক কার কেনার আগে কোন কোন বিষয়ে নজর দেবেন? Photograph: (ফাইল চিত্র)

Electric Car Buying Tips: বিশ্বজুড়ে বৈদ্যুতিক গাড়ির চাহিদা তুঙ্গে। টেসলা থেকে শুরু করে টাটা মোটরস সবকটি গাড়ি প্রস্তুতকারী কোম্পানি বাজারে নিয়ে আসতে চলেছে একের পর এক বৈদ্যুতিক গাড়ির নতুন মডেল। কেবল জ্বালানি সাশ্রয় নয় বরং এই ইলেকট্রিক গাড়িগুলি পরিবেশ বান্ধব।

Advertisment

আপনিও কী পরিবারের জন্য একটি বৈদ্যুতিক গাড়ি কেনার পরিকল্পনা করছেন? তাহলে ইলেকট্রিক গাড়ি কেনার আগে আপনাকে বেশ কিছু বিষয়ের উপর খেয়াল রাখতে হবে। যেকোনো বৈদ্যুতিক গাড়ি কেনার আগে জেনে নিন পাঁচটি টিপস যা জানাটা আপনার জন্য গুরুত্বপূর্ণ।

দামের দিকে বিশেষ খেয়াল রাখুন: বৈদ্যুতিক যানবাহন পরিবেশ বান্ধব। তবে এই গাড়িগুলি দাম  ডিজেল এবং পেট্রোলের চেয়ে বেশি। তাই প্রথমে এই ইলেকট্রিক গাড়ির দাম জানা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 

ভর্তুকির সুবিধা: সরকার বৈদ্যুতিক যানবাহনের প্রচারের জন্যও অনেক চেষ্টা চালাচ্ছে। সরকার বৈদ্যুতিক গাড়ি কেনার সময় গ্রাহকদের অনেক ধরণের ভর্তুকির সুবিধা দিয়ে থাকে। আপনি যদি বৈদ্যুতিক গাড়ি কেনার পরিকল্পনা করেন তবে অবশ্যই এই সুবিধাগুলি সম্পর্কে জেনে নিন। 

Advertisment

ড্রাইভিং রেঞ্জ: বৈদ্যুতিক গাড়িতে ড্রাইভিং রেঞ্জ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। গাড়ি কেনার সময় কোম্পানির দাবি বিশ্বাস না করে তা যাচাই করে নিন। 

ব্যাটারি লাইফ: যেকোনো বৈদ্যুতিক গাড়ির সবচেয়ে ব্যয়বহুল এবং গুরুত্বপূর্ণ বিষয় হল ব্যাটারি প্যাক। বৈদ্যুতিক গাড়ি কেনার আগে ব্যাটারির আয়ু সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে যদি আপনি আপনার গাড়ির ব্যাটারি প্রতিস্থাপন করেন, তাহলে আপনার কত খরচ হবে? তা জানাটাও জরুরি। 

নিরাপত্তা: মাঝে মধ্যেই পেট্রল ও ডিজেল গাড়িতে আগুন লাগার খবর পাওয়া যায়। EV-কেনার সময় নিরাপত্তা দিকে নজর দেওয়া জরুরি। গাড়িতেই পাওয়ার জেনারেট করার জন্য থাকে লিথিয়াম ব্যাটারি। যাতে দুর্ঘটনার সম্ভাবনা কম। 

৩০ হাজারে iPhone 15! অবিশ্বাস্য অফার আর ক'দিন?

Electric Vehicle