iPhone 15 256GB Price Drop: জলের দরে iPhone 15 256GB কেনার এক বিরাট সুযোগ। এখন আপনি Flipkart থেকে মাত্র 30,000 টাকায় iPhone 15 কিনতে পারবেন।
ফের দাম কমল iPhone 15 256GB মডেলের। এখন আপনি এই প্রিমিয়াম আইফোনটি লঞ্চ হওয়ার পর সর্বনিম্ন মূল্যে কিনতে পারবেন। ফ্লিপকার্ট তার গ্রাহকদের জন্য iPhone 15 256GB মডেলে দিচ্ছে বিরাট ছাড়। পাশাপাশি আপনি পাবেন ব্যাংক অফার এবং এক্সচেঞ্জ বেনিফিট।
যখনই আইফোন কেনার কথা লোকে চিন্তা ভাবনা করেন তখনই আসেন ছাড়ের প্রসঙ্গ। ভালো অফারের জন্য দিনের পর দিন ক্রেতারা অপেক্ষা করে যাতে সর্বনিন্ম মূল্যে আইফোন কিনতে পারেন। আপনি যদি আইফোন কেনার প্ল্যানিং করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর। এখন আপনি খুব সস্তায় iPhone 15 256GB কেনার বিরাট সুযোগ পাচ্ছেন।
ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্ট গ্রাহকদের জন্য নিয়ে এসেছে মারকাটারি অফার। এখন আপনি খুব সস্তায় এই প্রিমিয়াম স্মার্টফোনটি কেনার দুর্দান্ত সুযোগ পাচ্ছেন। ফ্লিপকার্ট আপনার জন্য নিয়ে এসেছে অবিশ্বাস্য অফার। এই মুহূর্তে, আপনি Flipkart থেকে iPhone 15 এর 256GB ভেরিয়েন্টটি কিনতে পারবেন তাও মাত্র 30,000 টাকারও কমে।
iPhone 15 এর 256GB ভেরিয়েন্টটি বর্তমানে Flipkart-এ 79,900 টাকা দামে তালিকাভুক্ত। কোম্পানি গ্রাহকদের জন্য দিচ্ছে ১২% ফ্ল্যাট ছাড় দিচ্ছে। এই অফারের পর, আপনি মাত্র 69,999 টাকায় সাধের এই আইফোনটি কিনতে পারবেন। পাশাপাশি আপনি যদি ব্যাংক অফারের সুবিধা নেন তাহলে আপনি আরও সস্তায় ফোনটি কিনতে পারবেন।
ফ্লিপকার্ট তার গ্রাহকদের জন্য একটি দুর্দান্ত এক্সচেঞ্জ অফার নিয়ে এসেছে। এক্সচেঞ্জ অফারে আপনি পাচ্ছেন ৩৯,১৫০ টাকা পর্যন্ত সাশ্রয়ের দুর্দান্ত সুযোগ। ফ্ল্যাট ডিসকাউন্টের পরে যদি আপনি এক্সচেঞ্জ অফারের সুবিধা নেন তাহলে আপনি মাত্র 30,849 টাকায় iPhone 15 256GB পাবেন। ব্যাংক অফারের পরে, আপনি এটি আরও কম দামে কিনতে পারবেন।
iPhone 15 256GB স্পেসিফিকেশন
iPhone 15 256GB ২০২৩ সালে লঞ্চ হয়েছিল। আইফোনের এই মডেলে রয়েছে ৬.১ ইঞ্চির সুপার রেটিনা ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য, এই আইফোনে পাবেন অ্যাপেল A16 বায়োনিক চিপসেট। iPhone 15-এ, আপনি 512GB পর্যন্ত স্টোরেজ এবং 6GB RAM সাপোর্ট পাবেন। ফটোগ্রাফির জন্য, আপনি এই মডেলে পাবেন ডুয়াল ক্যামেরা। যার মধ্যে 48+12 MP সেন্সর রয়েছে।সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য আপনি পাবেন 12 MP মেগাপিক্সেল ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে 3349mAh ব্যাটারি।