Elon musk Starlink : ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়তেই ইলন মাস্ককে কাছে টানলেন মোদী, দিলেন বিরাট উপহার

Elon musk Starlink : ইলন মাস্কের স্টারলিংক অবশেষে ভারতের টেলিযোগাযোগ মন্ত্রকের (DOT) কাছ থেকে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করার জন্য প্রয়োজনীয় লাইসেন্স পেয়েছে।

Elon musk Starlink : ইলন মাস্কের স্টারলিংক অবশেষে ভারতের টেলিযোগাযোগ মন্ত্রকের (DOT) কাছ থেকে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করার জন্য প্রয়োজনীয় লাইসেন্স পেয়েছে।

author-image
IE Bangla Tech Desk
আপডেট করা হয়েছে
New Update
Elon Musk

ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়তেই ইলন মাস্ককে কাছে টানলেন মোদী, দিলেন বিরাট উপহার

Elon musk Starlink :স্যাটালাইট ইন্টারনেট পরিষেবার ইলন মাস্কের হাত ধরেই দেশে আসতে চলেছে প্রযুক্তি বিপ্লব! সূত্রের খবর, ইলন মাস্কের স্টারলিংক ইতিমধ্যে ভারতে পরিষেবা চালুর ছাড়পত্র পেয়েছে। ফলে খুব শীঘ্রই দেশজুড়ে চালু হতে চলেছে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা, এমনটাই আশা বিশেষজ্ঞমহলের।

Advertisment

আরও পড়ুন- দেশের ইতিহাসে সবচেয়ে বড় অনলাইন জালিয়াতির ঘটনা! মুহূর্তে গায়েব সাড়ে ১১কোটি, প্রতারণার অভিনব উপায় বুক কাঁপিয়ে দেবে

 ইলন মাস্কের স্টারলিংক অবশেষে ভারতের টেলিযোগাযোগ মন্ত্রকের (DOT) কাছ থেকে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করার জন্য প্রয়োজনীয় লাইসেন্স পেয়েছে। এটি দেশের টেলিকম খাতে সবচেয়ে বড় পদক্ষেপ সরকারি সূত্রে জানা গেছে, পরিষেবা চালুর আগে ইলন মাস্কের স্টারলিংককে একাধিক নিরাপত্তা জনিত শর্ত পূরণ করতে হবে।  যার মধ্যে আইন অনুযায়ী নজরদারির জন্য কর্তৃপক্ষকে প্রবেশাধিকার অন্যতম। 

Advertisment

যদিও স্টারলিংক সম্প্রতি লাইসেন্স পেয়েছে, তবে ভারত সরকারের পক্ষ থেকে রেডিও ফ্রিকোয়েন্সি বরাদ্দ ও নিয়ন্ত্রক সংস্থা TRAI-এর সুপারিশ সম্পূর্ণ হওয়ার পরই পরিষেবা শুরু করতে পারবে সংস্থা। TRAI সম্প্রতি একটি রিপোর্টে স্যাটেলাইট সংযোগে স্পেকট্রাম বরাদ্দ, দাম ও শর্তাবলীর সুপারিশ করেছে। এই বরাদ্দ চূড়ান্ত হলে, স্টারলিংক সহ অন্যান্য কোম্পানি তাদের বাণিজ্যিক স্যাটালাইন ইন্টারনেট পরিষেবা শুরু করতে পারবে। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, স্টারলিংক এখন দেশে বাণিজ্যিক কার্যক্রম শুরু করার প্রক্রিয়ায় রয়েছে।

আরও পড়ুন- হুহু করে বাড়বে বিদ্যুৎ বিল, জানেন আপনার বাড়িতে লাগানো এসির কুলিং ক্যাপাসিটি? ৯০% মানুষ এই ভুলটি'ই করেন

সরকার সম্প্রতি স্যাটেলাইট কমিউনিকেশন পরিষেবার ক্ষেত্রে কঠোর নিরাপত্তা নীতি প্রয়োগ করেছে। যদিওস্টারলিংক এখনো পর্যন্ত ভারতের মহাকাশ নিয়ন্ত্রক IN-SPACe থেকে চূড়ান্ত ছাড়পত্র পায়নি বলেও জানা গিয়েছে।  ভারতে প্রবেশ সহজ করতে স্টারলিংক ইতিমধ্যেই দেশের দুই প্রধান টেলিকম অপারেটর — রিলায়েন্স জিও ও ভারতী এয়ারটেল–এর সঙ্গে অংশীদারিত্বের আলোচনা চালাচ্ছে। 

স্টারলিংক হল এলন মাস্কের সংস্থা SpaceX-এর স্যাটেলাইট ইন্টারনেট প্রকল্প। এটি পৃথিবীর ৫৫০ কিমি উপর কক্ষপথে ঘুরতে থাকা হাজার হাজার লো-অরবিট স্যাটেলাইটের মাধ্যমে দ্রুত ও লো ল্যাটেন্সির ইন্টারনেট পরিষেবা প্রদান করে। স্টারলিংকের এই লাইসেন্স প্রাপ্তি ভারতের ডিজিটাল ব্যবস্থায় এক নতুন যুগের সূচনা করতে চলেছে, বিশেষ করে দুর্গম এবং অনুন্নত অঞ্চলে দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দেওয়ার ক্ষেত্রে।

আরও পড়ুন- এই তাপমাত্রায় গাড়ির ভিতর রীতিমত কাঁপবেন, কলকাতায় পাবেন কানাডার ঠান্ডা! বাড়বে মাইলেজও, ৯০% মানুষই এই ট্রিকস জানেন না

Elon Musk Starlink