Elon Musk vs Mark Zuckerberg: এলন মাস্ক নাকি মার্ক জুকারবার্গ? প্রতি মাসে উপার্জনে কে কাকে টেক্কা দেন? চমকে দেওয়া তথ্য এবার প্রকাশ্যে

Elon Musk vs Mark Zuckerberg: প্রযুক্তি জগতের দুই মহারথী—এলন মাস্ক এবং মার্ক জুকারবার্গ। দু’জনেই কেবল তাদের উদ্ভাবনী চিন্তাভাবনা ও সাফল্যের জন্যই নয়, বরং বিপুল পরিমাণ সম্পদ ও আয়ের জন্যও বরাবরই সংবাদ শিরোনামে থাকেন।

Elon Musk vs Mark Zuckerberg: প্রযুক্তি জগতের দুই মহারথী—এলন মাস্ক এবং মার্ক জুকারবার্গ। দু’জনেই কেবল তাদের উদ্ভাবনী চিন্তাভাবনা ও সাফল্যের জন্যই নয়, বরং বিপুল পরিমাণ সম্পদ ও আয়ের জন্যও বরাবরই সংবাদ শিরোনামে থাকেন।

author-image
IE Bangla Tech Desk
New Update
cats

এলন মাস্ক নাকি মার্ক জুকারবার্গ? প্রতি মাসে উপার্জনে কে কাকে টেক্কা দেন?

এলন মাস্ক না মার্ক জুকারবার্গ—প্রতি মাসে কে বেশি আয় করেন? অবাক করা তথ্য এবার প্রকাশ্যে 

Advertisment

আরও পড়ুন-অ্যান্ড্রয়েড ১৬-এর নতুন অপারেটিং সিস্টেম এবার ভারতে, জানুন তারিখ, বৈশিষ্ট্য-সহ বিস্তারিত!

প্রযুক্তি জগতের দুই মহারথী—এলন মাস্ক এবং মার্ক জুকারবার্গ। দু’জনেই কেবল তাদের উদ্ভাবনী চিন্তাভাবনা ও সাফল্যের জন্যই নয়, বরং বিপুল পরিমাণ সম্পদ ও আয়ের জন্যও বরাবরই সংবাদ শিরোনামে থাকেন। যদিও তাঁদের ব্যবসা ক্ষেত্র আলাদা, তবুও প্রশ্ন একটাই—প্রতি মাসে কে বেশি অর্থ উপার্জন করেন?

Advertisment

ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নেয়ার ইনডেক্স অনুসারে, টেসলা, স্পেসএক্স, এক্স (পূর্বে টুইটার) এবং নিউরালিংকের মালিক এলন মাস্ক বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি। ২০২৫ সালের মধ্যে তার মোট সম্পদ প্রায় ৫০০ বিলিয়ন ডলার। গড় হিসেবে মাস্ক প্রতি মাসে প্রায় ১.৫ থেকে ২ বিলিয়ন ডলার (প্রায় ১২,০০০ থেকে ১৬,০০০ কোটি টাকা) আয় করেন। তবে বিশেষজ্ঞদের মতে, মাস্কের এই আয় স্থির নয়, কারণ তার সম্পদ সম্পূর্ণরূপে শেয়ারবাজারের ওঠানামার উপর নির্ভরশীল। টেসলার শেয়ারের দাম যত বাড়ে, ততই আকাশছোঁয়া হয় মাস্কের সম্পত্তির পরিমাণ। 

অন্যদিকে, মেটা প্ল্যাটফর্মসের (ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ) সিইও মার্ক জুকারবার্গও বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় রয়েছেন। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, তার মোট সম্পদ প্রায় ২২৫ বিলিয়ন ডলার (প্রায় ১৩ লক্ষ কোটি টাকা)। অনুমান করা হয়, জুকারবার্গ প্রতি মাসে প্রায় ১ বিলিয়ন ডলার (প্রায় ৮,০০০ কোটি টাকা ) আয় করেন। সাম্প্রতিক বছরগুলিতে জুকারবার্গ ব্যাপকভাবে বিনিয়োগ করেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও মেটাভার্স প্রকল্পে, যার ফলে তার কোম্পানির মূল্য ও শেয়ারের দাম ক্রমাগত বৃদ্ধি পেয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, এলন মাস্কের মাসিক আয় মার্ক জুকারবার্গের তুলনায় অনেক বেশি। জুকারবার্গের আয় মূলত মেটার উপর নির্ভরশীল—যা স্থিতিশীল হলেও তুলনামূলকভাবে সীমিত। তবে বিশেষজ্ঞদের মতে, যেখানে মাস্কের আয় শেয়ারবাজারের ওঠানামায় পরিবর্তিত হয়, সেখানে জুকারবার্গের আয় তুলনামূলকভাবে ধারাবাহিক ও স্থায়ী।

অর্থাৎ, এলন মাস্ক আয়ের দিক থেকে এগিয়ে থাকলেও, জুকারবার্গ স্থিতিশীলতার দিক থেকে অনেক বেশি সুরক্ষিত অবস্থানে রয়েছেন।

আরও পড়ুন-লাগবে না লাইসেন্স! ৪০ হাজারেই আকর্ষণীয় ই স্কুটার! রেঞ্জ,ফিচার অবাক করবেই

Mark Zuckerberg Elon Musk