OnePlus OxygenOS 16: অ্যান্ড্রয়েড ১৬-এর নতুন অপারেটিং সিস্টেম এবার ভারতে, জানুন তারিখ, বৈশিষ্ট্য-সহ বিস্তারিত!

OnePlus OxygenOS 16: OnePlus OxygenOS 16 ভারতে লঞ্চ হচ্ছে ১৬ অক্টোবর। Android 16 ভিত্তিক এই আপডেট আনবে নতুন ডিজাইন, Gemini AI, Always-On Display ফিচার।

OnePlus OxygenOS 16: OnePlus OxygenOS 16 ভারতে লঞ্চ হচ্ছে ১৬ অক্টোবর। Android 16 ভিত্তিক এই আপডেট আনবে নতুন ডিজাইন, Gemini AI, Always-On Display ফিচার।

author-image
IE Bangla Tech Desk
New Update
OnePlus OxygenOS 16

OnePlus OxygenOS 16: শীঘ্রই আপডেট।

OnePlus OxygenOS 16: OnePlus ব্যবহারকারীদের জন্য বড় খবর! কোম্পানি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, OxygenOS 16, যা Android 16 ভিত্তিক নতুন অপারেটিং সিস্টেম, তা ১৬ অক্টোবর, ২০২৫ থেকে ভারতে রোলআউট শুরু হবে। এই আপডেটের (Update) মাধ্যমে OnePlus তার সফটওয়্যার অভিজ্ঞতাকে আরও স্মার্ট, মসৃণ এবং AI-সমৃদ্ধ করে তুলতে চলেছে। OnePlus জানিয়েছে, তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ OnePlus 15-এ এই OxygenOS 16 pre-installed অবস্থায় আসবে, অর্থাৎ ফোনটি বাজারে আসামাত্রই ব্যবহারকারীরা Android 16-এর নতুন ফিচার উপভোগ করতে পারবেন।

Advertisment

OxygenOS 16: কী কী নতুন ফিচার থাকছে

OxygenOS 16 কেবলমাত্র Android-এর আরেকটি ভার্সন নয়, বরং এটি OnePlus ইকোসিস্টেমে এক নতুন যুগের সূচনা করছে — যেখানে AI প্রতিটি স্তরে একীভূত থাকবে। এই আপডেটে Google-এর নতুন Gemini মডেল যুক্ত করা হয়েছে, যা OnePlus ডিভাইসগুলোকে on-device AI processing করতে সক্ষম করবে। ব্যবহারকারীরা Gemini AI-কে ফোনের বিভিন্ন কাজ করতে বলতে পারবেন, যেমন — ফটো চেনা, স্ক্রিনে থাকা টেক্সট বিশ্লেষণ করা বা কোনও অবজেক্ট সম্পর্কে তথ্য খোঁজা।

আরও পড়ুন- মুকেশ আম্বানির মাস্টারস্ট্রোক! তিন মাস আর রিচার্জ করতেই হবে না

Advertisment

OnePlus Mind Space Hub-এর সঙ্গে Gemini একসঙ্গে কাজ করবে। এটি ব্যবহারকারীর সেভ করা নোট, রিমাইন্ডার, ও প্রিয় কনটেন্ট বিশ্লেষণ করে AI সাজেশন দেবে — যেমন ভ্রমণ পরিকল্পনা, নোট সারাংশ ইত্যাদি। OxygenOS 16 আনছে নতুন Always-On Display (AOD), যা পুরো স্ক্রিনজুড়ে দ্রুত তথ্য প্রদর্শন করবে — ঘড়ি, নোটিফিকেশন বা AI সাজেশন — সবকিছু এখন ডিভাইস আনলক না করেই দেখা যাবে।

আরও পড়ুন- সবচেয়ে সস্তা! আগুনে ৪জি প্ল্যানে বাজারে বিস্ফোরণ, ৩৩০ দিন এবার সব ফ্রি!

OnePlus-এর আইকনিক ফ্লুইড ডিজাইন ভাষা এখন আরও আধুনিক হয়েছে। সেটিংস পেজ, নোটিফিকেশন প্যানেল ও হোম স্ক্রিনে এসেছে স্মার্ট রঙের থিম ও রেসপন্সিভ লেআউট।

আরও পড়ুন- বাড়িতেই এবার ভরপুর বিনোদন! সেরা ৫ স্মার্ট টিভি কিনুন জলের দরে

এইবারের OxygenOS 16-এ AI Chatbot থাকবে, যা আপনাকে ফোনে থাকা ডকুমেন্ট, ছবি বা ওয়েব কনটেন্ট সম্পর্কে সরাসরি প্রশ্নের উত্তর দিতে পারবে — অনেকটা ChatGPT বা Google Assistant-এর মত, তবে আরও ইন্টিগ্রেটেড অভিজ্ঞতা-সহ। কোম্পানির ঘোষণামতে, OxygenOS 16 ভারতে ১৬ অক্টোবর ২০২৫ থেকে রোলআউট শুরু হবে।

আরও পড়ুন- ৮৪ দিনের মেয়াদ, সীমাহীন ডেটা, কলিং! সারাদিন বিনামূল্যে নেটফ্লিক্স, অসাধারণ প্ল্যান চমকে দেবে

তবে সব ডিভাইস একসঙ্গে আপডেট পাবে না। ধাপে ধাপে OTA আপডেট হিসেবে এটি পাঠানো হবে। প্রথমে OnePlus 13 সিরিজে, তারপর OnePlus 12 ও 11 সিরিজে এবং অবশেষে Nord ও Pad সিরিজে পৌঁছবে আপডেটটি।

আরও পড়ুন- সেল সেল সেল! অবিশ্বাস্য ছাড়ে পান Apple MacBook Air 2025, ডিসকাউন্টের পরিমাণে চোখ কপালে উঠবে

OxygenOS 16 হচ্ছে OnePlus-এর সফটওয়্যার ইকোসিস্টেমের পরবর্তী ধাপ, যেখানে AI, পারফরম্যান্স, এবং পার্সোনালাইজেশন একসঙ্গে কাজ করবে। Android 16-এর ওপর ভিত্তি করে তৈরি হওয়ায় এর সিকিউরিটি আরও উন্নত, ব্যাটারি ম্যানেজমেন্ট আরও কার্যকর, এবং মাল্টিটাস্কিং আরও মসৃণ হবে।

Update android