Advertisment

২০১৮ কেমন কাটল ফেসবুকের?

একটি ব্লগ পোস্টের মাধ্যমে ফেসবুক জানিয়েছে, সমস্ত তথ্য একত্রিত করে কোনো একদিনের মূহুর্ত হিসাবে গণনা করেছে তারা। সেই তথ্যই শেয়ার করেছে ফেসবুক। ১০ ডিসেম্বর থেকে ফেসবুকে আপনিও আপনার সারা বছরের সবচেয়ে আলোচিত বিষয়গুলি একটি মাধ্যমে দেখতে পাবেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ফেসবুক সম্প্রতি ঘোষণা করেছে, এই প্ল্যাটফর্মে ভারতে কোন কোন বিষয় সবচেয়ে বেশি আলোচনা হয়েছে এবছর। পাশাপাশি কেমন কেটেছে ২০১৮ সাল ফেসবুকের, কোন ঘটনা বা বিষয় নিয়ে খুব আলোচনা হয়েছে, তার ইতিবৃত্ত প্রকাশ্যে জানিয়েছে বৃহত্তম সোশ্যাল নেটওয়ার্কিং সাইট।

Advertisment

একটি ব্লগ পোস্টের মাধ্যমে ফেসবুক জানিয়েছে, সমস্ত তথ্যকে একত্রিত করে কোনো একদিনের মূহুর্ত হিসাবে গণনা করেছে তারা। সেই তথ্যই শেয়ার করেছে ফেসবুক। ১০ ডিসেম্বর থেকে ফেসবুকে আপনিও আপনার সারা বছরের সবচেয়ে আলোচিত বিষয়গুলিকে একটি মাধ্যমে দেখতে পাবেন। ঠিক যেমনটা একমাসের ক্ষেত্রে ফেসবুক দিয়ে থাকে প্রত্যেকটা ফেসবুক অ্যাকাউন্টকে।

আরও পড়ুন: শিশু পর্নোগ্রাফিতে কড়া নিষেধাজ্ঞা হোয়াটসঅ্যাপের

ফেসবুক জানিয়েছে, জন্মাষ্টমি, ঈদ, থাই পঙ্গাল, নবরাত্রি, নিয়ে বেশি চর্চা হয় ২০১৮ সালে। ফেসবুকের মাধ্যমে বিভিন্ন কমিউনিটির মধ্যে সংযোগ স্থাপন করেছিল কেরালার বন্যা। এসময় ফেসবুকের যা যা ফিচার ছিল তার সমস্তটাই ব্যবহার হয়েছে। সেফটি চেক টুল, লাইভ, ত্রাণ তহবিলের জন্য অর্থ সংগ্রহ করা প্রভৃতি ক্ষেত্রে ব্যবহার শুরু হয় ফেসবুকের একাধিক টুল। ১ জুন থেকে ১৬ আগস্ট, কেরালার বর্ষায় প্রত্যেক বছরের তুলনায় প্রায় ৩৭.৪৯ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি রাজ্যের ১৪ টি জেলার মধ্যে ১২ টি জেলায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছিল। এই সমস্ত বিষয়ই ফেসবুকের আলোচ্য বিষয় ছিল এবছর। একটা সময়ে ২০০-র বেশি লাইভ সংঘটিত হয়েছিল কেরালার বন্যা ঘিরে।

এবছর ১৬ আগস্ট প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মুত্যকালে ফেসবুকে বহু সংখ্যক ভারতীয় দুঃখ প্রকাশ করেছিলেন। তাঁরা একাধিক কবিতা, গল্প, ও বিভিন্ন ঘটনা শেয়ার করেছিলেন বাজপেয়ীর মৃত্যকে ঘিরে।

ভারতে ফেসবুক প্ল্যাটফর্মে কথোপকথন চালানোর সবচেয়ে জনপ্রিয় বিষয়গুলির মধ্যে একটি ক্রিকেট। এছাড়া গ্লোবাল স্পোর্টস ইভেন্টগুলির কথাও বলা যায়, যেমন অলিম্পিক, ওয়ার্ল্ড কাপ। ফিফা ফুটবল বিশ্বকাপের সময় লক্ষ লক্ষ সমর্থক ফেসবুকে তাঁদের প্রিয় দল এবং খেলোয়াড়দের সমর্থন জানিয়েছেন।

Read the full story in English

Facebook
Advertisment