Advertisment

কোনো অ্যাপে ফেসবুক আইডি দিয়ে লগ ইন করলেই বিপদ

ফেসবুকের লগ ইন আইডি ব্যবহার করে কোনো অ্যাপে প্রবেশ করলে ফেসবুকে আপলোড করা আপনার ছবি ও তথ্য চলে যাচ্ছে সেইসব থার্ড পার্টি অ্যাপগুলির কাছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আজ থেকে কুড়ি বছর পর আপনাকে দেখতে কেমন হবে? এক চুটকিতে ফেসবুকের কিছু ফোটো অ্যাপ করে দেবে সেই ভবিষ্যৎবাণী। ব্যাস, আপনিও সঙ্গে সঙ্গে ঢুকে পড়লেন সেই লিঙ্কে। আবার কখনও ফেসবুকের কিছু ফোটো লিঙ্ক আপনাকে প্রশ্ন করে, কোন নায়ক বা নায়িকার মত আপনার মুখশ্রী? এরকম লোভনীয় প্রশ্ন ছাড়াও যায় না। ক্লিক করে বসেন লিঙ্কে।

Advertisment

পাশপাশি একাধিক অ্যাপে ফেসবুকের মাধ্যমে লগ ইন করে থাকেন। ফোটো আপলোড করতে না চাইলেও সেই সব অ্যাপের মাধ্যমে দেখা যায় আপনার ফোনের গ্যালারি অ্যাকসেস করতে পারছে তারা। কিন্তু জানেন কি এই প্রলোভন বারোটা বাজাচ্ছে আপনার সাধের ফেসবুক অ্যাকাউন্টের? কারণ আপনি না চাইতেও আপনার একাধিক ছবি রয়ে যাচ্ছে তাদের কাছে। ফেসবুক সম্প্রতি খুঁজে পেয়েছে এমনই কিছু অপ্রকাশিত ছবির খোঁজ। যা রয়েছে অন্যান্য অ্যাপের জিম্মায়।

ফেসবুক তাদের প্রকাশিত এক ব্লগে জানিয়েছে যে তাদের নজরে এসেছে কিছু অ্যাপ, যা ক্রমান্বয়ে আক্রমণ করছে ফেসবুকের প্রায় ৭ মিলিয়ন অ্যাকাউন্টকে। ফেসবুকের লগ ইন আইডি ব্যবহার করে কোনো অ্যাপে প্রবেশ করলে ফেসবুকে আপলোড করা আপনার ছবি ও তথ্য চলে যাচ্ছে সেইসব থার্ড পার্টি অ্যাপগুলির কাছে।

আরও পড়ুন: চলতি বছরে গুগলে দেদার চলেছে চাকরির খোঁজ

৬.৮ মিলিয়ান ফেসবুক ইউজার প্রায় ১,৫০০-র বেশি এই ধরনের অ্যাপ ব্যবহার করে চলেছেন প্রতিনিয়ত। ফেসবুক জানায়, সমস্যার সমাধান করে ফেলা হয়েছে। কিন্তু তারপরও ১৩ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেখা গেছে এখনও কিছু অ্যাপ সক্রিয় রয়েছে।

আবার অনেকে শুধমাত্র একবার চেক করে সেই ফোটো আপলোড না করে রেখে দেন। সেক্ষেত্রেও সক্রিয় থাকছে এই সমস্যা। কারণ একবার লগ ইন করা মানেই আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে ওই অ্যাপের হস্তক্ষেপের অনুমতি দিয়ে দিচ্ছেন। ফেসবুক নির্দেশ দিয়েছে, এই ধরনের অ্যাপ থেকে দূরে রাখুন আপনার ফেসবুক আইডি। যদি আপনার অ্যাকাউন্ট ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তাহলে মুছে ফেলুন সেই সব অ্যাপের লগ ইন আইডি। ফেসবুক ইতিমধ্যেই এই ধরনের অ্যাপ তাদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলার কাজ শুরু করেছে।

ক্যামব্রিজ অ্যানালিটিক কেলেঙ্কারির পর থেকে সর্বদা তথ্য ফাঁস হওয়ার বিষয়ে সতর্ক থাকে ফেসবুক। বিশেষ করে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে। কিন্তু বিবিসি রাশিয়ান সার্ভিসের এক রিপোর্ট অনুযায়ী, এত কান্ডের পরও গত মাসে ফেসবুক প্রায় ১২০ মিলিয়ন ব্যবহারকারীদের ডেটা ও ব্যক্তিগত কথোপকথন বিক্রি করেছে ইন্টারনেটে।

Read the full story in English

Facebook
Advertisment