Advertisment

Facebook: আবার তথ্য ফাঁসে অভিযুক্ত জুকেরবার্গের সংস্থা

অ্যাপল, স্যামসাংসহ প্রায় ৬০টি ডিভাইস মেকারকে ফেসবুক ইউজার ডেটা শেয়ার করেছে, এমন খবরই প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস।

author-image
IE Bangla Web Desk
New Update
facebook

আবারও প্রশ্নের মুখে দাঁড়িয়ে ফেসবুকের প্রিভেসি প্রোটেকশন পলিসি।

ভারতের ভোটারদের তথ্য ফাঁস ফেসবুক মারফৎ হয়েছিল কিনা, সে নিয়ে কদিন আগেই প্রশ্ন উঠেছিল। এবার শুধু ভারতের ভোটার নন, সারা বিশ্বের ফেসবুক ইউজারের তথ্য ফাঁস করে দেওয়া হচ্ছে কিনা তা নিয়ে প্রশ্নের মুখে মার্ক জুকেরবার্গের কোম্পানি। নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত খবর অনুযায়ী,  অ্যাপল, স্যামসাংসহ প্রায় ৬০টি ডিভাইস প্রস্তুতকারী সংস্থাকে মার্ক জুকেরবার্গরা তাঁদের সোশ্যাল সাইট ফেসবুক ব্যাবহারকারীদের বিভিন্ন তথ্য জানিয়ে দিয়েছে। শুধু ফেসবুক ব্যবহারকারী এবং তাঁদের ফ্রেন্ড লিস্টে থাকা ব্যক্তিদের সম্পর্কিত তথ্যও ফাঁস করা হয়েছে বলে অভিযোগ।  সব মিলিয়ে আবারও প্রশ্নের মুখে ফেসবুকের প্রাইভেসি প্রোটেকশন পলিসি।

Advertisment

আরও পড়ুন, Cyber Crime: ভারতীয় মহিলাদের প্রশিক্ষণ দেবে Facebook

স্মার্টফোনগুলোতে ফেসবুক অ্যাপ আসার আগেই ডিভাইস মেকারদের সঙ্গে ফেসবুকের ডেটা শেয়ারের পার্টনারশিপ ছিল বলে জানা গেছে। এ নিয়ে ফোন প্রস্তুতকারী কোম্পানিগুলোর সঙ্গে ফেসবুকের বিশেষ চুক্তি হয় বলেও খবর।

যদিও নিজেদের প্রাইভেসি পলিসি লঙ্ঘন করার কথা কার্যত অস্বীকার করেছে ফেসবুক কর্তৃপক্ষ। ডিভাইস পার্টনারশিপ কোনওরকম ভাবে প্রাইভেসি পলিসি লঙ্ঘন করেনি বলেই ফেসবুকের তরফে দাবি করা হয়েছে।

(IANS)

Mark Zuckerberg
Advertisment