টুইটারের পথেই কর্মী ছাঁটাই মেটার? রিপোর্ট ঘিরে উদ্বেগ!

রিপোর্ট অনুসারে সেপ্টেম্বরের শেষে সংস্থা জানিয়েছিল যে মেটাতে মোট ৮৭,০০০ কর্মী এই মুহূর্তে কর্মরত।

রিপোর্ট অনুসারে সেপ্টেম্বরের শেষে সংস্থা জানিয়েছিল যে মেটাতে মোট ৮৭,০০০ কর্মী এই মুহূর্তে কর্মরত।

author-image
IE Bangla Tech Desk
New Update
NULL

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার কর্মীদের জন্য বড় দুঃসংবাদ। চলতি সপ্তাহ থেকেই সেখানে কর্মরত হাজার হাজার কর্মী ছাঁটাই প্রক্রিয়া শুরু হবে। রিপোর্ট ঘিরে তোলপাড় বিশ্ব। এর আগে, ইলন মাস্কও টুইটারে কর্মীদের ছাঁটাই প্রক্রিয়া শুরু করেছেন। ভারতে প্রায় ২৫০-৩০০ জন কর্মী টুইটারে এই মুহূর্তে কর্মরত। চাকরি হারানোর আশঙ্কায় রাতের ঘুম উড়েছে কর্মীদের।

Advertisment

ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদন অনুসারে, মেটা এই বুধবার অর্থাৎ ৯ নভেম্বর থেকে কোম্পানিতে ব্যাপক ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু করতে চলেছে। এই ছাঁটাইয়ের প্রভাব কোম্পানির হাজার হাজার কর্মচারীর ওপর পড়বে বলেও প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে এত বড় মাপের ছাঁটাইয়ের এই পদক্ষেপটি মেটার ইতিহাসে এই প্রথম। রিপোর্ট অনুসারে সেপ্টেম্বরের শেষে সংস্থা জানিয়েছিল যে মেটাতে মোট ৮৭,০০০ কর্মী এই মুহূর্তে কর্মরত।

প্রতিবেদন অনুসারে মেটার শেয়ার চলতি বছরে কমেছে  মোট ৭৩ শতাংশ। ২০১৬এর পর এটাই রেকর্ড পতন বলে দাবি। এই বছর মেটার শেয়ারের মূল্য প্রায় ৬৭ বিলিয়ন ডলার কমেছে, যা কোম্পানির জন্য একটি বড় ধাক্কা। তার জেরেই কী কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে সংস্থা, উঠেছে প্রশ্ন।

Advertisment

আরও পড়ুন : < শেষ হল ফ্রি’তে টুইট করার দিন, আজ থেকেই দিতে হবে সাবস্ক্রিপশন ফি >

যদিও ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত প্রতিবেদন প্রসঙ্গে মুখ খোলেনি সংস্থা। তবে বিষয়টি সম্পর্কে বিশেষজ্ঞরা বলছেন যে এই ছাঁটাই বড় আকারে হবে এবং হাজার হাজার কর্মচারীকে সংস্থা থেকে বরখাস্ত করার পরিকল্পনা রয়েছে মেটার।

Meta Jobless